নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

খাঁচার ভেতর থেকে অন্ধকারের মুখ

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১১

কুড়িয়ে পাওয়া নুড়িপাথর
শ্যাওলাধরা দেয়ালের গায়ে ঘষে ঘষে
ফুটিয়ে তুলছো ফেলে আসা মুখ

দেয়াল কী জানে
কোনো এক নোনতাসকালে
উষ্ণ চায়ের গেলাস ভেঙে রক্তাক্ত
একপুরুষালি জীবন
এবঙ তুমিই সে মগ্নতার নিখাদ ভাঙন কারিগর

তারচেয়ে শ্যাওলার চকচকে সবুজে
হিসেব করে নাও অনায্য স্পর্শ যত
পথ হারালে পথে ফেরা যায় না
চোখ হারালে বুকের ভেতর একা এক পাখি
স্পর্শ হারালে সচকিত ফিরে দেখাটাই শুধু

ফেরার কথা উঠছে বলেই কেউ ফিরছে না
অথচ কেউ ফিরবে বলে
শ্যাওলার ক্যানভাসে বাজি ধরছো সুখ
ছয় পৌষের ঝরা পাতার অভিশাপে
খাঁচার ভেতর আটকে আছে অন্ধকারের মুখ!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৫

আলম দীপ্র বলেছেন: খাঁচার ভেতর আটকে আছে অন্ধকারের মুখ!

বাহ বাহ ! অসধারন !

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫১

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: ভাবার্থ অনেক মর্মস্পর্শী!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

পাপতাড়ুয়া বলেছেন: ভেতর বাড়ির মর্মে মর্মে শ্যাওলার গান!

ধন্যবাদ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো খুব ভ্রাতা । ২য় ভালোলাগা +

শুভ সকাল :)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছাসহ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

পাপতাড়ুয়া বলেছেন: মাঝে মাঝে ডাক উঠে, হামা ভাই।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

এনামুল রেজা বলেছেন: ভালো লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ রেজা।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: শ্যাওলার ক্যানভাসে বাজি ধরছো সুখ।

সুন্দর

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুপাঠ্য ! ভালো লেগেছে :)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা,অভি।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো।।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া!

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

সকাল রয় বলেছেন:
দেয়াল বলে যায় অনেক কথা।
অনেক কথার মাঝে কিছু ভাবনা উঠে এলো।

কেমন আছেন?

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

পাপতাড়ুয়া বলেছেন: ভালো আছি,রয়। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.