নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

রোদগ্রামে যাত্রাবিরতির পর

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

তখনো ছিলো অন্ধকার
কিছু কিছু আলো নিয়ে আলগোছে উড়ে যাচ্ছে
কাকের ডানাগুলো
সারারাত জেগে ঘরে ফিরে যাচ্ছে তারা
ঘর নেই যাদের
সুবাসিত রুটির দোকান ঝাপ খুলে দিচ্ছে
নাকের বারান্দায়
আর দূরগামী বাসে বাড়ছে ঘুম ঘুম যাত্রী কোলাহল

কাকের ডানায় ফুরিয়ে গেছে আমার যাপনসীমা
ক্লান্ত পাগুলো আমাকে টেনে নিয়ে চলে
তারপর বাসের চাকায় চাকায় দিনের আলো বাড়ে
রোদের ভেতর চোখের খোপে জমে উঠে নিদ্রাসুখ

নিয়ম মেনে যাত্রাবিরতি দূর রোদগ্রামে
যেখানে পাখিরা অদ্ভুত করুণ সুরে ডাকে
আর বিস্তৃত সবুজ ধানের খেতে ঝলসে উঠে
রোদ

কেবল আমার কোনো যাত্রাবিরতি নেই
কোথাও কোনো রোদগ্রামে
সবুজ প্রেমের ধানখেতে ভালোবাসার রোদে
কেউ অপেক্ষা করছে না

তাই পেরিয়ে যাচ্ছি সব গ্রাম
চাকার পৃষ্ঠায় দীর্ঘ ইতিহাস লিখে লিখে
পেরিয়ে যাচ্ছি রোদ ও রাতের রেখালিপি

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

কাবিল বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

ভাল থাকবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

সোহানা মাহবুব বলেছেন: কোথাও কোনো রোদগ্রামে
সবুজ প্রেমের ধানখেতে ভালোবাসার রোদে
কেউ অপেক্ষা করছে না


------------------------------------------------------------কেউ কোথাও অপেক্ষা করে নেই।

বিষণ্ণ সুন্দর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: আরে সোহানা দি যে! কেমন আছেন গো?

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভাল লাগল।

৪+।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ সুমন কর।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো +

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: পাপতাড়ুয়া ,



জীবনের পথে চলতে চলতে মাঝেমাঝে নিয়ম মেনে যাত্রাবিরতি করতেই হয় দূর রোদগ্রামে । যেখানে পাখিরা অদ্ভুত করুণ সুরে ডেকে ওঠে , ঝলসে উঠে রোদ সোনালী ধানের খেতে ।

এটুকু না হলে বাকী পথটুকুর দীর্ঘ ইতিহাস যে লেখা হয়না !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

পাপতাড়ুয়া বলেছেন: বাকি পথের চিত্রলিপি খুঁজে বেড়াচ্ছি।
ধন্যবাদ আহমেদ জী এস।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

সায়েম মুন বলেছেন: কিছু দৃষ্টপট চোখে ভাসছে এখনো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.