নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

p e r s e u s ....

কোলাহলের মুখরতায় আজও মানুষ খুঁজে বেড়াই

পার্সিয়াস রিবর্ণ

মুখোশে মানুষ মুখোশে পৃথিবী মুখোশে রঙ্গীন সব সাদাকালো ছবি ....।।

পার্সিয়াস রিবর্ণ › বিস্তারিত পোস্টঃ

মন ভালো নেই, সুহাসিনী

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪২



মন ভালো নেই, সুহাসিনী...



আমি ভালো নেই, সুহাসিনী...

চারটে দেয়াল লেপ্টে থাকা আমার প্রিয় ঝুল বারান্দা থেকে তোকে এটাই চেঁচিয়ে বলতে চাইছি এখন...

আমি ভালো নেই সুহাসিনী...





রোজকার অফিস,উন্মত্ত ট্রাফিক আর লোকাল বাসের ভিড়ের মধ্যে থেকে এটাই প্রাণপণে চেঁচিয়ে বলতে চেয়েছি বিগত বছরখানেক ধরে...

আমি ভালো নেই সুহাসিনী...

আমার সুদীর্ঘ রাত,অসহায় ব্যালকনি আর সিলিং-এ না লেখা শব্দরা ঘুমের চোখ হাতড়ে ফিরেছে বহুকাল, ঘেমো জামার বুকপকেটে অবশিষ্ট স্বপ্নরা মাঝ-রাস্তায় দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে চেয়েছে.....

আমি ভালো নেই সুহাসিনী......





আমার সাড়ে-তিন হাতের শরীরটা দুমড়ে-মুচড়ে যাচ্ছে গোপন কফিনে, লুকোনো ক্ষত থেকে রক্ত চুঁইয়ে পড়ছে সাদা পাতায়,অব্যক্ত জারজ শব্দরা সভ্যতা’র শালীন শেকল ছিঁড়ে চেঁচিয়ে উঠছে ....

আমি ভালো নেই সুহাসিনী...





আমি ভালো নেই সুহাসিনী...

আমার জানালায় আর মেঘেরা ভিড় করে আসেনা, আমার একচিলতে বুকের উঠোনে বৃষ্টি নামেনি বহুকাল, আমার পুরোনো ভালোলাগারা আমার ঘর ছেড়ে যাচ্ছে একে একে...

আর আমি পরিত্যক্ত রেললাইন ধরে না-দেখা মানচিত্রে খুঁজে ফিরছি তোকে, আমার শহুরে মুখোশ, নিয়ন্ত্রিত আবেগ আর নিঁখুত সভ্যতার শীতলতা ভেঙ্গে খোলা আকাশের নিচে হাঁটুমুড়ে বসে বুকফাটা আর্তনাদে চেঁচিয়ে বলতে চাইছি....

আমি ভালো নেই সুহাসিনী.....





এই অবাঞ্ছিত বহুজাতিক সভ্যতার অগোছালো অবশিষ্টের স্তুপ সরিয়ে ভাঙ্গা-কড়িকাঠ আর কার্ণিশের ফাঁকে উঁকি দেওয়া চুরি যাওয়া রোদ্দুর মেখে পড়ে আছে তোর বিদেশী সানগ্লাস...

তার আড়ালে, তুই ভালো আছিস তো ?!





ভালো আছিস তো ??



/:) /:)

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো। এ কবিতার আবহের সাথে ‘তুই’ সম্বোধনের বদলে ‘তুমি’ অধিক মানানসই হয় বলে আমার মনে হলো।

শুভেচ্ছা।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:০৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।

'তুই' এর মধ্যে ক্ষাণিকটা ক্ষোভ মেশানো আছে । ক্ষয়ে আসা-মরচে পড়া এক ভালোবাসাকে এক তরুণ তার রোজকার ভালোবাসার নির্যাস দিয়ে আজও সুহাসিনীকে বাঁচিয়ে রেখেছে
:)

২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৫

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আপনার মন্তব্যটিও আমার ভালো লেগেছে মামুন ভাই । ধন্যবাদ :)

৩| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ হামা ভাই । অনুপ্রাণিত বোধ করছি । :)

৪| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৮

শুকনা মরিচ বলেছেন: খুব ভালো । +++++++++++

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:২২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই । শুভকামনা জানবেন ।

৫| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৭

শশী হিমু বলেছেন: সুন্দর। তবে লাইনের শেষে "..." ব্যবহার না করে দাড়ি কমা ব্যবহার করলে দেখতে ভাল লাগে। পড়তে ভাল লাগে :-)

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:২০

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আমার রিক্ত-নিঃস্ব ব্লগবাড়িতে স্বাগতম ভাই ।

আসলে এটা আমার টাইমলাইন থেকে কপি করে আনা । ফেসবুকে এভাবে লিখে অভ্যস্ত বলেই ..... কিংবা !!! চিহ্নের ব্যাবহারগুলো একটু বেশিই করা হয় ।

আপনার উপদেশ মাথায় রাখবো ।

৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৭

মৃদুল শ্রাবন বলেছেন: চারটে দেয়াল লেপ্টে থাকা আমার প্রিয় ঝুল বারান্দা [/sb

চারটে দেয়াল/ লেপ্টে থাকা/ আমার প্রিয় /ঝুল বারান্দা

মাত্রাবৃত্ত ছন্দ দিয়ে যেভাবে শুরু করেছিলেন মনে হয় পুরোটা শেষ করতে পারলে বেশী ভাললাগতো।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আসলে এটা গদ্যরিতীতে লেখা । কবিতার মতো হয়ে গেছে ভুল করে ।

মনযোগ দিয়ে পড়বার জন্য আন্তরিক ধন্যবাদ ।

:)

৭| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:২১

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে পড়তে। সুহাসিনীর সাথে " তুই " শুনতে খারাপ লাগছে না বরং একটা অধিকার এর ছোঁয়া ছিল বোঝা যাচ্ছে !

শুভকামনা রইলো

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ আপু এমনভাবে ইন্সপায়ার করবার জন্য ।

অনেক ধন্যবাদ ।

:)

৮| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১

বোকামানুষ বলেছেন: ভাল লাগছে মন খারাপের কবিতা

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪১

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অজস্র ধন্যবাদ রইলো ।

৯| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

লেখার মধ্যে হাহাকার শুনতে পেলাম যেন !

শুভকামনা রইল ।।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ।

:)

১০| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

হাসান রাব্বি বলেছেন: একজন ছিল তুমি।সে আজ তুই হয়ে গেল।ক্রমেই যাচ্ছে দূরে,আমায় একা পেলে নিগূঢ় অন্ধকারে।

ভাল লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভ্রাতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.