নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

p e r s e u s ....

কোলাহলের মুখরতায় আজও মানুষ খুঁজে বেড়াই

পার্সিয়াস রিবর্ণ

মুখোশে মানুষ মুখোশে পৃথিবী মুখোশে রঙ্গীন সব সাদাকালো ছবি ....।।

পার্সিয়াস রিবর্ণ › বিস্তারিত পোস্টঃ

'প্রথম প্রেম' ....

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

কাল থেকে উইকএন্ড শুরু, অথচ আজ রাত থেকেই একঘেয়েমী লাগা শুরু হয়েছে !! ফেসবুকেরও বন্ধুরাও কেমন আলসে হচ্ছে দিন দিন । একঘেয়েমী কাটানো যায় এমন কোন আড্ডা পেলাম না। তাই উপায়ান্তর না দেখে ব্লগে এসে ভীড় বাড়ালাম । B-)





খ্যাতিমান/ভালো ব্লগারদের লেখা পড়ার একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে । অন্তত আমার ক্ষেত্রে সেটা ঘটবেই । তাদের লেখা পড়লে মনের ভেতর লাল-নীল-হলদেটে নানা রংয়ের ভাবনা খেলা করে । কি-বোর্ডে মাথা ঠুকেও যখন দু’লাইন লেখা বেরোয়না তখন সে ভাবনাগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে ।



কিন্তু, ওই যে চুপিসারে লুকিয়ে থাকা আমাদের চিরকালীন বৈপ্লবিক সত্বা, মগজের নিউরন ধরে ঝুলাঝুলি করে বলে ‘'চেষ্টা করে যা পাগল । কে কি বললো তা নিয়ে ভাবতে তোর বয়েই গেছে ?'’



যাকগে । অনেক বাজে বকলাম । কিছু একটা নিয়ে যে লিখবো সেটা নিশ্চয়ই এতোক্ষণে বুঝে ফেলেছেন ।



আমার লেখার বিষয়টা 'প্রথম প্রেম’ । বা প্রথম প্রেম নিয়ে হাইপ..ওভারহাইপ ।



বাঘে ছুঁলে আঠারো, পুলিশ ছুঁলে ছত্রিশ, আর ‘প্রেম ছুঁয়ে গেলে .... সে ঘা’ কি গণনা করা যায় !! B:-/





প্রেম হলো প্রেম । প্রথমবার সে যতখানি বোকা, ক্যাবলা আর আন’কুল, দ্বিতীয়বারেও ততটা, তৃতীয়বারেও ততটাই । বরং তৃতীয় প্রেম অনেক বেশি ইন্টারেস্টিং । যেমন ন্যাড়ার তৃতীয়বার বেলতলায় যাওয়াটা প্রথমবারের থেকে অনেক বেশি কৌতুহলউদ্দীপক ।





সবকিছু- সবকিছুই প্রাকটিসে বেটার হয় । প্রেম-ও ব্যাতিক্রম নয় । চরম বোকা কথা বলার সাহস, ( যেমন, ‘তোমায় ছাড়া বাঁচবোনা’ । প্রভূত পরিহাসের শিকার এ বাক্যটি এখনো প্রতিটি প্রেমে কখনো না কখনো, কোন না কোনভাবে উচ্চারিত হয়। হতেই হবে ।) একঘর লোকের মধ্যে কেবল ঠোঁট নেড়ে কথা ফোনের ওপারের লোকটির কাছে পৌঁছানোর ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা, প্রেম পত্রের ভাষা, এসএমএস করার স্পীড, ঝগড়া করার কনফিডেন্স, স্যরি না বলার এ্যারোগেন্স....সবকিছু ।





তবু প্রথম প্রেম সব জায়গায় অকারণ গুরুত্ব পায় । প্রথম প্রেমকে গ্লোরিফাই করার কারণ অনেকগুলো হতে পারে ।



এক, যারা দ্বিতীয়বার প্রেমে পড়া কিংবা প্রেম করে উঠতে পারেননি তাদের একটা অবভিয়াস ইনসেনটিভ তো আছেই । হাজার হোক, কাউকে 'তোলা' একটা দক্ষতার ব্যাপার ( সবসময় যদিও সবাইকে ‘প্রেমে পরতেই দেখলাম, উঠতে দেখলাম না )



দুই, যারা পরেও প্রেমে পড়েছেন তারা নির্ঘাত পরবর্তী প্রেমিক/ প্রেমিকাদের চাপে রাখার জন্য নিয়মিত ইন্টারভালে প্রথম প্রেমের জয়গান করে থাকেন ।



প্রচুর ভেবেও এর থেকে বেটার কোন কারণ বের করা আমার সাধ্যের বাইরে ।



অতএব বন্ধুগণ, মেইনস্ট্রীম মিডিয়ার অপপ্রচার হইতে সাবধান । B-)



প্রেম একটি বিশুদ্ধ ক্যাবলামি এবং প্রথম প্রেম সেই ক্যাবলামির কড়িকাষ্টে প্রথমবার মাথা পেতে দেয়া । লেবেলে ‘স্বর্গীয়’ লেখা দেখে প্রতারিত হবেন না । ওটা নেহায়েত একটা বিজ্ঞাপনের ফাঁস । মুনাফালোভী দ্বিতীয়শ্রেণীর লেখক-কবিদের ধান্দাবাজি । :P



প্রথম প্রেম নিতান্তই লৌকিক ব্যাপার, ক্যাবলামো, মিসপ্লেসড এবং যন্ত্রণাদায়ক ।



:P

:P

:-*

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

আবু শাকিল বলেছেন: ভাল বলেছেন :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

মামুন রশিদ বলেছেন: প্রেম একটি বিশুদ্ধ ক্যাবলামি এবং প্রথম প্রেম সেই ক্যাবলামির কড়িকাষ্টে প্রথমবার মাথা পেতে দেয়া ।


হাহাহ, ব্যাপক B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

:)

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা :)

শুভেচ্ছা :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ রইলো ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:



=p~ =p~ =p~
ওটা নেহায়েত একটা বিজ্ঞাপনের ফাঁস -হাচা কতা :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: :)

ধন্যবাদ ভাই ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

আহসানের ব্লগ বলেছেন: :D +

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ভাইজান :)

৬| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

এ আর মুকুল বলেছেন: :-B :-B :-B :-B

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.