নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

p e r s e u s ....

কোলাহলের মুখরতায় আজও মানুষ খুঁজে বেড়াই

পার্সিয়াস রিবর্ণ

মুখোশে মানুষ মুখোশে পৃথিবী মুখোশে রঙ্গীন সব সাদাকালো ছবি ....।।

পার্সিয়াস রিবর্ণ › বিস্তারিত পোস্টঃ

কাঠঠোকরা

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

কাঠঠোকরা

==========

আমার স্বভাবটাই খারাপ । অনেকটা কাঠঠোকরার মত, সবসময় কিছু না কিছু ঠোকরাতে ইচ্ছে করে । কাঠ ঠোকরা গাছে ঠোকর মারে, আমি নিজেকে ঠোকরাই ।



তবে ভুলেও কোন রাজনৈতিক নেতা, ফেসবুক সেলিব্রেটি, এমনকি মেয়েদের পর্যন্ত ভয়ে ঠোকর মারিনা । কে জানে কোন মেয়ের সাথে কোন 'ডন' বা 'বড় ভাই' এর লিংক আছে !!!!



প্রবাদে আছে...'আপনি ভালো তো জগৎ ভালো' । বেশ দামী একটা কথা ।



কাঠঠোকরা গাছে ঠোকর মারে পোকা ধরার জন্য । আমি নিজেকে ঠোকরাই মনের ভেতরে বসে থাকা পোকাগুলোকে মারার জন্য । কিন্তু এই পোকা আমার ভেতরে আসে কোথা থেকে ??



আসে সমাজ থেকে । সমাজে যা দেখছি তাই বাসা বাঁধে মন-মগজে । পুলিশ ঘুষ খাচ্ছে, নেতা অন্যায় করছেন, শিক্ষক রেপিস্ট হচ্ছে, সমাজে দূষণ বাড়ছে । আমার ভেতরে সেই দূষণ পোকা হয়ে জন্মাচ্ছে । তাই আমি কাঠঠোকরা হয়ে নিজেকে ঠোকরাই ।



নিজের ভেতরটাকে দেখতে পাইনা । তবে অনেক পোকা আছে বেশ বুঝতে পারি । হিংসার পোকা, লালসার পোকা, মিথ্যের পোকা .... ভেতরটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত । মেয়ে দেখলেই ছোঁক ছোঁক, যেন হুলো বেড়াল ।

সহপাঠী বন্ধুটি হুশ করে পাশ দিয়ে বাইকে করে বউ নিয়ে বেরিয়ে গেলে মুখটা তেঁতো করে মনে মনে বলি, " শালা বড়লোক শ্বশুড়ের টাকায় ফুটানি ! "



আসল কারণ আমার হিংসা ।



পোকাটা বড় হয় । ধারালো দাঁত আরো মোটা হয় । আর আমার কাঠঠোকরাটা বুড়ো হয় ।



কে জিতবে শেষ পর্যন্ত ?



উত্তর ঘুমিয়ে আছে ভবিষ্যতের কোলে ...।







মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: বেশ চমৎকার ফিলোসফি টাইপের লেখা +

ভালো থাকবেন ভ্রাতা :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ফিলোসফি তো জীবনঘনিষ্ট একটা বিষয় । ধন্যবাদ । :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

খাটাস বলেছেন: আমি ও আপনার মতই কাঠ ঠোকরা অতে চাই পার্সিয়াস ভাই। নিজেকে না ঠোকরালে সমাজ মন দূষিত করে ফেলবে।
চমৎকার লেখায় প্লাস।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: লজ্জা পেলাম ।

আমাদের প্রত্যেকেরই একটা করে কাঠঠোকরা পোষা উচিত । তাতে করে হয়তো দূষণ কিছুটা ঠেকানো যাবে ।

অজস্র ধন্যবাদ রইলো ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ব্যতিক্রমী চিন্তার লেখা । কাটঠোকরা হতে হবে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অশেষ ধন্যবাদ রইলো ।

আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের ভেতরেই একটা কাঠঠোকরা বাস করে । কেবল সেটাকে পোশ মানিয়ে কাজে লাগোনোর ইচ্ছেটুকু দরকার ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মেটাফোর হিসেবে কাঠঠোকরাকে বেছে নেয়াটা পছন্দ হইছে।
আর আপনার লেখা সবসময়ই বেশ ভালো লাগে।

ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কা_ভা ভাই, ব্লগার-লেখক হিসেবে আপনি অনেকের অনুকরণীয় । আপনার প্রশংসা শুনে যারপরনাই উদ্দীপ্ত হলাম ।

অজস্র শুভকামনা রইলো ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লিখেছেন ৷

বোধের উপলব্দিখানা জাগ্রত থাকুক সবার মাঝে ৷

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: "বোধের উপলব্দিখানা জাগ্রত থাকুক সবার মাঝে ৷" দারুন বলেছেন ।

সেই শুভ প্রত্যাশায় ।
ভালো থাকবেন ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০০

দুখাই রাজ বলেছেন: খুব ভালো লাগলো । উত্তরটা না হয় ভবিষ্যৎই দিবে !

শুভ সকাল ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: :)

সব দায় ভবিষ্যতের উপর চাপিয়ে দিলে এক ধরনের প্রশান্তি মেলে । নিজেকে প্রবোধ দেয়ার একটা সহজ উপায় ।

শুভ বিকাল ।

ভালো থাকবেন ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

মামুন রশিদ বলেছেন: ধারালো দাঁতের পোকাটাকে ঠুকরে দিক বিবেকের কাঠঠোকরা । সুন্দর লেখা ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: :)

অসংখ্য ভালোলাগা রইলো মামুন ভাই ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার লিখা !

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: :)

অনুপ্রেরণার জন্য ধন্যবাদ রইলো ভাই ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

একজন ঘূণপোকা বলেছেন: কাঠঠোকরা গাছে ঠোকর মারে পোকা ধরার জন্য ।

------ পোকার সাথে আপনার এতো শত্রুতা কেন?? :P :P :P



লেখায় দারুন একটা মুন্সিয়ানা আছে।


দারুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আহা ! আহ্লাদে আটখানা হয়ে গেলুম । :-P

পোকাদের সাথে আজও বন্ধুত্ব তৈরি হলোনা বলেই হয়তো সম্পর্কটা শত্রুতায় দাড়িয়ে গেছে ।

ধন্যবাদ রইলো ঘূণপোকা ভাই ।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

বাংলার পাই বলেছেন: নিজের ভেতরটাকে দেখতে পাইনা । তবে অনেক পোকা আছে বেশ বুঝতে পারি । হিংসার পোকা, লালসার পোকা, মিথ্যের পোকা .... ভেতরটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত । মেয়ে দেখলেই ছোঁক ছোঁক, যেন হুলো বেড়াল ।
সহপাঠী বন্ধুটি হুশ করে পাশ দিয়ে বাইকে করে বউ নিয়ে বেরিয়ে গেলে মুখটা তেঁতো করে মনে মনে বলি, " শালা বড়লোক শ্বশুড়ের টাকায় ফুটানি ! "----------------মানুষের চিরন্তন কুপ্রবৃত্তি নিয়ে লেখা গল্প চমতকার ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ঠিক গল্প বলার ভঙ্গিমায় লেখা নয়, অনেকটা সেলফ রিয়ালাইজেশনের মত করে বলা ।

প্রশংসার জন্য ধন্যবাদ জানবেন ।

:)

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১৫

মাহমুদ০০৭ বলেছেন: আমাদের প্রত্যেকেরই একটা করে কাঠঠোকরা পোষা উচিত । আপনার সাথে একমত ।
ভাল থাকবেন ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ।

আপনিও ভালো থাকবেন । শুভ প্রত্যাশায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.