নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

p e r s e u s ....

কোলাহলের মুখরতায় আজও মানুষ খুঁজে বেড়াই

পার্সিয়াস রিবর্ণ

মুখোশে মানুষ মুখোশে পৃথিবী মুখোশে রঙ্গীন সব সাদাকালো ছবি ....।।

পার্সিয়াস রিবর্ণ › বিস্তারিত পোস্টঃ

আততায়ী প্রেম ....

১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১




টুং টাং টুং টাং ...... উইন্ড চাইমটা দুলছে ।

শুভ অফিসের জন্য বেরিয়ে যায় সেই ৯টার মধ্যেই । তারপর সংসারের টুকটাক কাজ করতে করতেই সকাল গড়িয়ে দুপুর । এরপর নন্দিতার হাতে অফুরন্ত অবসর । গোটা বাড়িটা খাঁ খাঁ করে । কখনো টিভি ছেড়ে দেয়, কোন গল্পের বই হাতে নেয়- শেষ করা হয়না ।

উইন্ডচাইমের টুং টাং শব্দের সাথে নন্দিতার দীর্ঘশ্বাস মিশে হারিয়ে যায় ....

অভ্যেসবশতঃ ফেসবুকে লগ ইন করে । একটা মেসেজ । অন্যসময় কারো মেসেজই চেক করা হয়না । আজ কি মনে হতে সেটাতে ক্লিক করে ।
"কেমন আছো ?? অনেকদিন পর ..!!!!"
..... ছোট্ট একটা লাইন । সেন্ডার 'অন্যরকম একজন" ।

অদ্ভূত তো !! এ আইডি তো তার লিস্টে অ্যাড করা নেই । প্রোফাইলও অচেনা !!!

ডোরবেল বেজে ওঠে । কুরিয়ারের লোক । শুভ'র নামে একটা পার্সেল । কাগজে সই করে বক্সটা ঘরে এনে রাখে ।
'অনেকদিন পর !!' .. শব্দগুলো মাথায় ঘোরে ।

কে হতে পারে ? মনে হয় পরিচিত । নিজেকে লুকোতে চাইছে । তিতাস ?!! তার সাথে তো ৫ বছর আগেই সব চুকে গেছে । নাহ ! এতোদিন বাদে সে খোঁজ নিতে চাইবে কেন ? অনার্সে তার ক্লাশমেট বিজয়ের সাথে কিছুদিন ভাব হয়েছিল । সে তো কবেই বিয়ে করে বিদেশে সেটেল্ড !!

কৌতুহল আরও বাড়ে । সম্মোহিতের মত ল্যাপটপটা হাতে নেয় ।

টাইপ করে " স্যরি, আপনাকে তো চিনলাম না !!"

কয়েক সেকেন্ডের স্তব্ধতা । মেসেজ 'সিন' হয় । ওপাশ থেকে রিপ্লাই আসে...

: চেনার কথা । একটা সময় আরো অনেক কিছুর সাথে চেনাজানাটুকু আমাদের মধ্যে ছিল ।
: হেঁয়ালি রেখে নিজের পরিচয়টা দিন ।
: আড়ালে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি । তাই ভয় হয়, ধাক্কাটা সামলাতে পারবে তো ?
: মানে ??
: খুব সহজ । আমাকে চিনতে হলে অযত্নে ফেলে রাখা 'স্মৃতি' নামক বদ্ধভূমির অনেকটা দূর হাঁটতে হবে । অবহেলায় ভুলে যাওয়া একটা মুখের ওপর আলো ফেলতে হবে ।
: কথা প্যাঁচাচ্ছেন কেন ? আর আপনি আমাকে তুমি করেই বা বলছেন কেন ?? আজব ?!!
: হা হা .. রেগে গেলে তোমাকে একসময় 'দেবী'র মত লাগতো । ফর্সা কান দুটো লাল হতো । অনেক বর্জনের ভীড়ে এই 'তুমি'টুকুই আমার অর্জণ । এতোদিন ধরে আগলে রাখার ফলে মায়া পড়ে গেছে । হারাতে ইচ্ছে করছে না ।
: আপনি নিজের পরিচয় না দিলে আমি আর কোন রিপ্লাই দেবোনা ।
: হা হা... । ভেবেছিলাম ঠিকই চিনে ফেলবে । আর রিপ্লাই তো তুমি আমার লাস্ট চিঠিরও দাওনি । আজও সেটা পাওনা আছে ।
: কে আপনি ? অনিক ?!
: হা হা ...

গোটা শরীরের প্রদেশজুড়ে ভূমিকম্প ঘটে যায় । বিছানা ছেড়ে এক লাফে নেমে ড্রয়িং এ এসে বসে ।
অনিক !! ১০ বছর পর !! কেন ?!!

একটা একটা করে স্মৃতির অ্যালবাম চোখের সামনে খুলে যায় ।

এইচএসসিতে অনিক ছিল তার ক্লাশমেট । সহজ-সরল-ভদ্র ছেলেটির প্রতি সব মেয়েদের আলাদা একটা উইকনেস ছিল । নন্দিতাও তার সাথে মিশতে চাইতো, এক সময় সম্পর্কটা সহজও হয় । তবে লাজুক ছেলেটি কখনোই নন্দিতার প্রতি তার দূর্বলতা প্রকাশ করতে চাইতোনা । অনেক নাটকীয়তার পর তাদের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরী হয় । খেয়ালী, ভাবুক অথচ মেধাবী ছেলেটি হয়ে ওঠে নন্দিতার প্রথম ভালোবাসা ।

বন্ধুরা এমনকি গোটা শহর সে সম্পর্কের কথা জানতো । একসময় পরিবারও জেনে যায় । ধর্ম আলাদা বলে বাসা থেকে প্রচন্ড চাপ আসে । সে চাপে আবেগের বাঁধ ভাঙ্গে ..কঠোর হতে হয় ।

নন্দিতাই অনিক কে ডেকেছিল । সব শুনে অনিক কেবল একটা চিরকুট দিয়ে বলেছিল "ভালো থেকো" । চিরকুুটে লেখা ছিল, " তোমাকে কোনদিন হারাতে পারবোনা । হয়তো নিজেই হারিয়ে যাবো । তবুও ..... "

সেই তুমি এতোদিন বাদে !!?? কেন ? কেন ? ঘরের দেয়ালে লেগে সে প্রশ্ন প্রতিফলিত হয় । দু'চোখ প্লাবিত হতে থাকে ।


উইন্ডচাইমটা দুলছে । টুং টাং টুং টাং .......

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৫

তুষার কাব্য বলেছেন: বাহ্....দারুন লেগেছে..হারিয়ে যাওয়া অতি কাছের কাউ কে ফিরে পাওয়ার আনন্দ অতুলনীয়...

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

মাঝে মাঝে পুরোনো কিছু ফিরে পাওয়ার পরও আনন্দের বৈপরিত্য থাকে । হুট করে সুর কেটে গেলে পুনরায় গুছিয়ে ওঠাটা অনেক কষ্টের ।

ভালো থাকবেন ।

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪০

আবু শাকিল বলেছেন: চমৎকার ।

ভাল লেগেছে ভ্রাতা :) :)

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অজস্র ধন্যবাদ শাকিল ভাই ।

ভালো থাকবেন ।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৭

কলমের কালি শেষ বলেছেন: আবেগের কঠিন খেলা ।

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: 'আবেগ' বড্ড নিষ্ঠুর শাসক । তার শাসনের হাত থেকে রেহাই পাওয়া কঠিন ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

চমৎকার অনুভূতি , সুন্দর প্রকাশ ।


ভালো থাকবেন অনেক :)

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: একেবারেই কাঁচা হাতের লেখা । গল্প লেখায় অনভ্যস্ততার কারণে ঠিকঠাক ফুটিয়ে তোলা যায় নি ।
আপনার মন্তব্যটি অনুপ্রেরণা হিসেবে নিলাম ।

নিরন্তর শুভেচ্ছা ।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: বেশি ভালো হয় নাই। এরকম হাজারখানেক গপ্প আছে |-)

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অবশ্যই আছে । তবে এ গল্পে বাস্তবতার ছোঁয়া আছে । আর একেবারে ইউনিক গল্প লেখার জন্য তো আপনারা আছেনই । :)

আপনাকে দেখে ভালো লাগলো ।

শুভেচ্ছার অজস্রতায় ।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৯

আমিনুর রহমান বলেছেন:




সাদাসিদে তবে পড়তে খারাপ লাগেনি :)

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ভাই । বাহবা কুড়ানোর মত লেখার হাত আমার নেই । :)

নিরন্তর ভালো লাগা রইলো ।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: গল্পটা হয়ত সাধারণ, কিন্তু লেখার স্টাইলটা ভালো লেগেছে ।

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

:)

৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

আকাশ১৩ বলেছেন: ওয়াও!!!!!!! :) :) :)

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: হা হা .. ধন্যবাদ জুনিয়র । :)

৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

আহসানের ব্লগ বলেছেন: ভালো লিখেছেন

০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.