নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

p e r s e u s ....

কোলাহলের মুখরতায় আজও মানুষ খুঁজে বেড়াই

পার্সিয়াস রিবর্ণ

মুখোশে মানুষ মুখোশে পৃথিবী মুখোশে রঙ্গীন সব সাদাকালো ছবি ....।।

পার্সিয়াস রিবর্ণ › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প ১ ও ২ ...

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০

অণুগল্প : ১

===============



ধরা যাক, তুমি মাধ্যমিকের ছাত্রী...রোজ বেণি দুলিয়ে স্কুলে যাও । মাঝামাঝি বেঞ্চিতে বস ।



তোমার টেবিলে একটা বাঁধাই করা মোটা খাতা রাখা আছে....তার ভেতরে একটা লালচে গোলাপ....খাতাটা তোমার.....তুমি খুললে.....গোলাপ দেখে চমকে গেলে..!!

কে রাখলো !!?



এদিক ওদিক কৌতুহল নিয়ে তাকালে.....একটা প্যাঁচার মতো বিদঘুটে দেখতে ছেলে তোমার দিকে তাকিয়ে আছে..!! মুখে মিচকে হাসি । তুমি বললে..... 'অ্যাই, কি দেখছিস !? '



সে কিছু বলল না.. । কিন্তু চোখও সরালো না...। তুমি একটু ভড়কে গেলে.... । মুখে কিছু বললে না....তবুও আমতা আমতা করে জিজ্ঞেস করলে.... 'গোলাপটা কি তোর ?!'

সে বললো....'ছিল, এখন তোর। খাতাটা কি তোর ?''

তুমি বললে... ' হ্যাঁ, তো !'

সে বললো .... ''তাহলে দুটোই রেখে দে । "



ব্যাস, তুমি চমকে গেলে.....!! বাড়ি ফিরলে কলম চাবাতে চাবাতে । ভাবতে বসলে...'ছেলেটা পাগল না হাফ প্যান্ট ?....

'শয়তান না সেফটিপিন ?' ....অবশেষে বুঝলে সেফটি পিন..। আটকে রাখতে হবে...।



পরদিন সকালে স্কুলে আবার খাতা খুলে রেখে বাইরে গেলে... ।

কিছুক্ষণ বাদে ফিরে গিয়ে দেখলে খাতার মধ্যে আরেকটা গোলাপ.... অবিকল এক রকম দেখতে ..!!



এবারও জিজ্ঞাসা করলে, ...'এটা তোর?'

সে বললো.... ' না, এটা আগেরটার বয়ফ্রেন্ড । আগেরটাকে তুই নিয়ে গেছিস.....এটাকেও নিয়ে যা...। "



তুমি বাধ্য মেয়ের মতো বাড়ি নিয়ে চলে এলে...খালি মুচকি মুচকি হাসতে লাগলে আপন মনে।।





অণুগল্প : ২

==============



ধরা যাক, এক চমৎকার সকালে সাইক্লিং করতে গিয়ে তুই ফার্মগেটের সিগন্যালে আটকা পরলি । প্রায় অর্ধ-উলঙ্গ একটা শরীর তার কচি হাতের মুঠোয় দুটো গোলাপ এগিয়ে দিয়ে কাতর স্বরে বললো ....

'' কিনবেন স্যার ?! সকাল থেইকা কিচ্ছু খাইনাই । "



তুই কিছুক্ষণ শুকনো মুখটার দিকে তাকিয়ে রইলি ... । তারপর পকেট হাতড়ে যা ছিল তাই দিয়ে গোলাপদুটো হাতে নিলি । ...কচিমুখটি সাতরঙ্গা প্রজাপতি হয়ে আনন্দে নাচতে নাচতে আড়াল হলো ।



সিগন্যাল পেরোতেই তোর মাঝবয়েসী সাইকেলটাকে পেছন থেকে একটা সিলভার প্রিমিও ধাক্কা লাগিয়ে দিলো .. তুই হুমড়ি খেয়ে পড়লি । গা ঝেড়ে উঠে দাড়াতেই মুখে একটা নোংরা গালি এসে গেলো ...



যুদ্ধের প্রস্তুতি নিয়ে এক পা এগোতেই দেখলি গাড়ি থেকে গোলাপি ফুলকাটা ফ্রক পরা গোলাপি রঙের পরী বেলীফুলের গন্ধ নিয়ে নেমে এল তোর দিকে।

একটু ঝুঁকে জিজ্ঞাসা করল...”কোথায় লেগেছে আপনার !?”



বেলীফুলটা হাসনাহেনা হয়ে তোর মুখে ছড়িয়ে পড়লো ... কান লাল করে বললি .. "না ,না তেমন কিছু হয়নি ! একেবারেই সামান্য .... " । বাকী কথা তোর জিহ্বার আড়ালেই হারিয়ে গেলো ।



মেয়েটা পার্স খুলে একটা দামী নোট বের করে বিটোফেনের সুরে বলে উঠলো ... "এক্সট্রিমলি স্যরি, মাফ করবেন । এটা রাখুন দয়া করে... ফার্স্ট এইড নিয়ে নেবেন । "

পরের কয়েক সেকেন্ড তুই বোবা সেজে রইলি । বাধ্য হয়ে মেয়েটি তোর বুকপকেটে টাকাটা গুঁজে দিল ... " প্লিজ না করবেন না । "



তুই এক পা সরে গিয়ে বুকপকেটে হাত রাখলি । হৃদপিন্ডটা তখন শরীর ফুঁড়ে পকেটে জায়গা নিয়েছে । ডান হাত দিয়ে সেটা নিয়ে হাতে ধরা গোলাপদুটোয় মুড়ে দিলি ।



তারপর কাঁপা হাতে সেটা পরীর দিকে বাড়িয়ে দিয়ে হেসে বললি...'' ম্যাডাম, গরীব হতে পারি তবে ভিখারী নই ।"



মেয়েটার রসগোল্লার মত চোখদুটোর সামনে দিয়ে সাইকেলের প্যাডেলে জোড়ে চাপ মারলি । মুখে এক আশ্চর্য্য খুশির ঝিলিক ..........

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: বর্ণনার ভঙ্গিটা অন্যরকম। বেশ লাগলো।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ হামা ভাই । :)

এভাবে লিখতে অন্যরকম একটা ভাব কাজ করে । মনে হয় অপ্রয়োজনিয় অনেককিছু স্কিপ করে যাচ্ছি ।

শুভকামনা জানবেন ।

২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

মামুন রশিদ বলেছেন: হাহাহ, ভালো লেগেছে ।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার । :)

ভালোলাগা রইলো ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

আমিনুর রহমান বলেছেন:




বেশ হয়েছে ! নিয়মিত লিখুন ...

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা জেসন ভাই । :)

নাগরিক কোলাহল সেরে এসে লেখালেখি করবার ইচ্ছে থাকেনা । 'সময়' একজন লেখকের 'লেখার ক্ষমতা'টাকে চুরি করে নিয়ে যায় রোজ ।

ভালো থাকবেন ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ভাল লাগলো কবিতায় ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬

কলমের কালি শেষ বলেছেন: দুঃখিত ভাই । কবিতা লিখি তো তাই লেখতে গিয়েও কবিতা লিখে ফেলি !! :(

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: লেখাটাকে 'কবিতা' ভেবে নেবার মধ্যে কোন অন্যায় নেই ভাই । আপনার ভাবনায় এটা এভাবে ধরা দিলে তাতে করে আমি আরও আনন্দিত হবো ।

ভালোলাগা রইলো ।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


লেখায় রসবোধ খুবই ভাল লাগছে।

শুভরাত্রি।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩০

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: এই মধ্যরাত্রিরে আপনার কমেন্টের রিপ্লাইয়ে 'ধন্যবাদ' ছাড়া কিছু দিতে পারছিনা ।

আপনাকেও শুভরাত্রি ।

:)

৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৪৬

একলা ফড়িং বলেছেন: লেখার ভঙ্গিটা চমৎকার! দুটো অণুগল্পই দারুণ লাগল।


প্রথম গল্পটা তো পুরোই 'হাউ সুইট' টাইপ!! :#> :#>

০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: এরকম 'কিউট' একটা কমেন্ট করে আমাকে আনন্দে আহ্লাদিত করার জন্য আপনার ধন্যবাদ প্রাপ্য রইলো । :)

এনিওয়ে, আমার ব্লগবাড়িতে স্বাগতম ।

:)

ভালো থাকবেন নিরন্তর ।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

একলা ফড়িং বলেছেন: আজ আবারও একবার পড়ে গেলাম গল্পদুটো এবং আবারও মুগ্ধ হলাম! এবং আবারও কমেন্ট করে মুগ্ধতাটুকু না জানিয়ে পারলাম না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.