নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

p e r s e u s ....

কোলাহলের মুখরতায় আজও মানুষ খুঁজে বেড়াই

পার্সিয়াস রিবর্ণ

মুখোশে মানুষ মুখোশে পৃথিবী মুখোশে রঙ্গীন সব সাদাকালো ছবি ....।।

পার্সিয়াস রিবর্ণ › বিস্তারিত পোস্টঃ

আপনি একজন 'নিরাপদ' ব্লগার .....!!!

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪





ব্লগিং নিয়ে খুব বেশি উচ্ছ্বাস আমার কখনোই ছিলোনা । নিজেকে ব্লগার বলে পরিচয় দিতেও কেমন এক ধরণের আড়ষ্টতা কাজ করে । তাছাড়া পন্ডিতেরা সেই কবেই উপহাস করে গেছেন .."কানা ছেলের নাম পদ্মলোচন" কিংবা " বানরের গলায় মুক্তোর মালা " !!



নিজেকে কেন জানি বানর বানর লাগে । নাহ, ডারউইন সাহেবের প্রতি আমার বিশেষ কোন পক্ষপাতিত্ব নেই । :P

আসলে আমি সেই মহান কবির দুটো লাইন খুব বিশ্বাস করি ...

"আপনারে বড় বলে বড় সে নয়,

লোকে যারে বড় বলে বড় সেই হয় .."




'লোকে' ( সহব্লগাররা ) যদি কোনদিন আমাকে ''ব্লগার'' বলে মেনে নেয় সেদিন না হয় নিজের সাথে এ পরিচয়টা ট্যাগ করে নেবো। তাই আপাতত ব্লগে চাপ বাড়িয়ে যাচ্ছি । :P



.. ২০০৯ সাল থেকে ফেসবুকে সক্রিয় । ফেসবুক থেকেই 'ব্লগ' নিয়ে কৌতুহলের শুরু । শুরুতে মনে হতো এটা স্পেশালি আঁতেল/কবি-সাহিত্যিক/ উচ্চমার্গিয় চিন্তাভাবনা পোষণকারীদের জায়গা ( এখনো এ ধারণার পরিবর্তন খুব বেশি হয়নি :P ) । আমি সামান্য আদার ব্যাপারী .. ব্লগের খবর রেখে কি হবে !?



আমি অবসর কাটাতে ইন্টারনেট ইউজ করি ... নিখাঁদ বিনোদন পেতে দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধতে পারি ... ইনফরমেটিভ লেখা পড়তে পকেটের শেষ সম্বলটুকু খরচ করেও তন্ন তন্ন করে খুঁজে নেই সস্তার নেট বান্ডেল ...।







আমি এক খেয়ালী, অসাম্প্রদায়িক 'পাঠক' ... আমি সর্বভুক .. । দর্শণ থেকে ইকোনোমিকসের জটিল তত্ব... কিটস/বায়রন থেকে হালের ডিজিটাল লেখকদের কবিতা ... ক্রিকেট থেকে মুভির খবর ... কোলকাতার ''চুমু বিপ্লব'' থেকে প্রিয়.কমের " যে দশটি কারণে মেয়েরা/ছেলেরা ..... " সংবাদ আমি নিষ্ঠার সাথে পড়ি । আমার সেই পাঠকসত্বাই আমাকে এখানে টেনে এনেছে ।



তাছাড়া হাদিসে বলা আছে ..."বিদ্যা শিক্ষার জন্য সুদূর চীন দেশে যাও " .... আমি তো কেবল ব্লগে একটা নিক'ই খুলেছি । এ আর এমন কি !!! /:)



যাকগে, অনেক আজেবাজে বকলাম । এবার লাইন আসি ।



প্রায় ৪ মাস আগে হুট করে বুক ভরা সাহস নিয়ে এই নিকটি খুলে ফেলি !! খোলার ৭ দিনের মাথায় ''জেনারেল'' হয়ে যাই !! ( এরশাদকে এখন যদি উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তার এক্সপেশান যেমন হবে আমার অবস্থা তখন অনেকটা সেরকম :P :-/ ) ।



এর আগেও দুই কিস্তিতে দুটো নিক খুলে উৎসাহে ভাটা পড়াতে হাপিস হয়ে গিয়েছিলাম । এবার শুরুতেই ব্লগ মডুদের এমন বিচক্ষণ সিদ্ধান্তে মনে হলো, যাক তারা 'রত্ন' চিনতে ভুল করেন নি ( ইয়া মাবুদ !!! B-) ) !!!



তারপর ম্যালা কাহিনী । মাঝে মাঝে ব্লগে ঢুকে নিজের ব্লগবাড়ির বারান্দায় বসে চারপাশটা অবলোকন করতাম । মাঝে মাঝে রোমান্টিসিজম পেয়ে বসলে ডানপাশের এই 'তীর'টাকে মাউস দিয়ে জোড় করে ঠেলে 'সেফ' জোনে নিতে চাইতাম । (নিচের ছবিতে ) । .. কিন্তু মডুরা কি আঠা দিয়ে যে সেটাকে চিপকে দিয়েছে , হাজার ঠ্যালাঠেলি করলেও 'নট নড়নচড়ন' !!! X((







... অতঃপর ৪ মাস পর তাদের বদান্যতায় প্রমোশন পেয়ে ''সেফ'' হয়ে গেলুম ( আবেগে কাইন্দা ফালানোর ইমো হবে ) । এই অনুভূতির সাথে মিল পেতে চাইলে সানি আপার সাথে যোগাযোগ করতে পারেন !! B-)



খতম করার আগে, ডিয়ার 'ব্লগার' খতম করার আগে বলে যাই " আমি নবীন, কাঁচা....আমাকে মারবেন না " । কিলিয়ে পাকানোর অপচেষ্টা করবেন না । আমি 'ছাগু' নই, মানুষ .. সহজেই সবকিছু শিখে নেবো । কেবল আপনাদের আশির্বাদ আমার ব্লগ নিকটার উপরে রাখবেন । :P





আজকের এই আনন্দের দিনে আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে এক ক্ষুদ্র উপহার ।



এই গান না শুনলে জীবন পুরাই বরবাদ ....



মন্তব্য ৫৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

মামুন রশিদ বলেছেন: হ্যাপি 'সেফ ব্লগার' !:#P !:#P


ব্লগিং আনন্দময় উপভোগ্য হয়ে উঠুক ।

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: নিরন্তর ধন্যবাদ মামুন ভাই । আপনারা কিছু মানুষ আছেন বলেই এখনো সামু নিয়ে উন্মাদনা কাজ করে ।

সবসময় পাশে থাকবেন সে বিশ্বাস রইলো ।

ভালোলাগা .... :)

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

আকাশ১৩ বলেছেন:

৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

আকাশ১৩ বলেছেন: ভাইয়া আমিও :) :D B-)

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: :-/ :P তুই ও !!!

তুইতো আমার সিনিয়র ব্লগার রে !!!

৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

ভূতাত্মা বলেছেন: শুভকামনা !:#P !:#P !:#P !:#P

ইয়ে মানে, পার্টি কোথায় পাচ্ছি??? :P :P :P

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধইন্যবাদ ... =p~ =p~ :P

শীতের দিনে পাটির খোঁজ করো কেন ? গরমের দিনে শীতলপাটিতে শুয়ে বেজ মজা ।

;) ;) ;) B-)

৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

আকাশ১৩ বলেছেন: ভুত ভুত ভুত ভুত ;) ;) ;) ;)

আপু ভাইয়ার হয়ে আমি পার্টি দিমু দিনাজপুর এ আসলে! :P :P

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: তুই ঢাকায় আয় ... তোর থ্রুতেই পার্টি দিবো ।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

আকাশ১৩ বলেছেন: সিনিয়র!!!! :P :P :P
না ভাইয়া এক্সট্রা জুনিয়র! ;) ;)

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: এইটা ফেসবুকের পোস্ট মনে করছিস !! X((

এত্তো কমেন্ট করস কেন ?

৭| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০১

আকাশ১৩ বলেছেন: ১২ তারিখ থেকে Hsc Test এক্সাম ভাইয়া!ঢাকা তে গেলে ২০১৫ তে এক্সাম এর পর যাব!!

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আইচ্ছা ...

এক্সাম ভালোভাবে শেষ কর ।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

মিজভী বাপ্পা বলেছেন: অস্থির লেকচুইন ভ্রাতা B-)) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ =p~ +++++++++++++++++++++++++

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আপনার জন্য টাটকা ধনেপাতা ....

:-B B-))

৯| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২২

মাহমুদ০০৭ বলেছেন: আপনি নিরাপদ !!
কি আপদ :P :P


হ্যাপি ব্লগিং ।

অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি ভাই :) লিখে যান নিরন্তর /।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আপদেরও অনেক পদ আছে । কোন পদের আপদ !? :P

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

ভালোলাগা জানবেন।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৬

ঢাকাবাসী বলেছেন: হ্যাপি ব্লগিং, শুভেচ্ছা।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ...

নিরন্তর ভালোলাগা ।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হ্যাপি সেফ ব্লগার


০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ রইলো ।

ভালো থাকবেন ।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫

সকাল হাসান বলেছেন: হ্যাপি ব্লগিং ব্রো! আপনি তো চারমাসে হলেন, আমার পাক্কা একবছর লেগেছে সেফ হতে!

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ।

হা হা .. আমি অনিয়মিত বলে হয়তো দেরী হলো । নাহলে সাধারণত ইদানিং অল্প সময়েই সেইফ হওয়া যায় ।

শুভকামনা জানবেন ।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২১

 বলেছেন: হ্যাপি ব্লগিং, শুভেচ্ছা :) :)

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আপনাকেও নিরন্তর শুভেচ্ছা :)

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

এ আর মুকুল বলেছেন: ৪ মাস :-* :-*

আমি এক সপ্তাহের মধ্যেই সেফ হয়ে গিয়েছি B:-/

হ্যাপি ব্লগিং...... শুভেচ্ছা।

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

এ আর মুকুল বলেছেন: ওহ দুঃখিত...... এক সপ্তাহ না, ১৬ দিন লেগেছিল :)

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অভিনন্দন জানবেন ।

সময় নিয়ে আমি চিন্তিত নই । এখানে ঢুকতে পারাটাও অনেক বেশি প্রাপ্তি ।

ভালো থাকবেন । :)

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: আপনি কি আসলেই নিরাপদ বোধ করছেন ! ;)

সেইফ মুবারক ।

পোষ্টে মিষ্টি কৈ ! X((

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: মোটেও না । আল্লাহর দুনিয়ায় কত আজিব রকমের মুসিবতই তো আছে । কখন কোনপাশ দিয়ে আসে টের পাওয়া মুশকিল B-) B-)) B-))

মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ।
আমাদের কিছু মুরুব্বী যারা ইতিমধ্যে ডায়াবেটিসের আশির্বাদ পেয়েছেন তাদের কথা চিন্তা করে মিষ্টি এড়িয়ে গেছি ।

:-/ :P :-B

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: সাবধান থাইক্কেন ভাই! ব্লগে মডারেশন স্ট্যাটাস কিন্তু একটা লুপে চলে। সেফ এর পর কিন্তু ব্লকড আসবে।


হ্যাপ্পি সেফ ব্লগিং।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কি বুইলছেন !!! :| :|| :||

সেফ হতে না হতেই ব্লকের ভয়ে ভীত হয়ে পড়ছি । /:) |-)

যাকগে, মন্তব্যের জন্য ভালোলাগা রইলো ।

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: শুভেচ্ছা এন্ড হ্যাপি ব্লগিং।।

গান ভালা পাইলাম, মিউজিক ভিডিওটা জটিলতর

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ভাই ।

গানটি আশা করি পুরোটাই দেখেছেন !! রবীন্দ্রসংগীতের এমন ধ্রুপদী উপস্থাপনা বেশ বিরল । B-) B-)

নিরন্তর ভালোলাগা ব্যাঙ্গ ভাই ।

১৯| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

সাফকাত আজিজ বলেছেন: " যে দশটি কারণে মেয়েরা/ছেলেরা ..... " ভালো ভালো !

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: হা হা ... যাক আমার মত আরেকজন নিষ্ঠাবান পাঠক পেলাম ।

কমেন্টের জন্য ভালোলাগা ........ :)

২০| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

কলমের কালি শেষ বলেছেন: সেফ মোবারক !!. B-)

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ও ভালোলাগা ..... :)

২১| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অভিনন্দন।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ এবং আন্তরিক ভালোলাগা জানবেন .........

:)

২২| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: সামু কি কামডা ভালো করলো? জেনারেল থেইকা ব্রিগেডিয়ার করতে পারতো, সেফ কেন করলো?

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: লেখক বলেছেন: তাইতো !!! চেইন অব কমান্ড না মানাটা গুরুতর অপরাধ । :)


২৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

লেখোয়াড় বলেছেন:
দ্যাহেন দিন ভাই করলো কি!!

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ব্লগের অভিভাবক তো মডুরাই । তারা যা সিদ্ধান্ত নিয়েছেন না মেনে উপায় কি । :-B

২৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভকামনা ভাই।

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ ...

ভালোলাগা রইলো ।

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

ভূতাত্মা বলেছেন: বহু বছর (!) আগে আমিও এমন পোস্ট দিয়েছিলাম। :P ফীলিং নস্টালজিক! /:) অবশ্য তার আগে একটা থ্রেট পোস্টও দিয়েছিলাম। ;) পরে মডুরা ভূতের ভয়ে ভূতকে সেইফ করে দিল!! :#) সে অনেককাল আগের কথা! এখন অবশ্য ভূতাত্মা মরে ভূত!! =p~ =p~

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আমি সেই সৌভাগ্যবানদের একজন যে সেই পোস্টগুলো পড়েছিলো এবং তোমার থ্রেটে যে কতটা কাজ হয় সে সম্বন্ধে বেশ ভালো ধারণা রাখে ।

পুনরায় ব্লগে রেগুলার হবার আন্তরিক অনুরোধ রইলো । :)

'ভূত' কিংবা ভূতের 'আত্মা' দুটোর জন্যই মনের ভেতর একটা সফট কর্ণার ছিলো সবসময় । আশা করি সে বিশ্বাস আছে ।
(তোমার ফেসবুক আইডি ডিএ্যাকটিভ কেন ????????!!!!!! )

নিরন্তর ভালোবাসা রইলো .........

২৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



নিকের ওপর আশীর্বাদ থাকলো....

আদার ব্যাপারিরাই এখন ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়.... B-)
শুভ ব্লগিং!

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অনিঃশেষ ভালোলাগা আর শ্রদ্ধা রইলো ভাই । :)

আদার ব্যাপারী হয়েই আপাতত টেনশনমুক্ত থাকার ইচ্ছে ।


২৭| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা সর্বোচ্চ ধাপে উন্নীত হওয়ায়। !:#P

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা রইলো । আশা করি সাথে থেকে অনুপ্রেরণা দিয়ে যাবেন । :-/

ভালোলাগা ... :)

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৬

পাকাচুল বলেছেন: অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.