নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

সিরিয়া হামলায় বিলম্বে ইসরাইল-সৌদি হতাশ!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১১

সিরিয়ায় হামলা চালাতে কংগ্রেসের অনুমতি পেয়ে দেরি হওয়ায় শুধু সিরিয়ার বিদ্রোহীরাই নয় মধ্যপ্রাচ্যে আমেরিকার দুই মিত্র দেশ ইসরাইল ও সৌদি আরবও হতাশ হয়েছে।



যখর আমেরিকা সিরিয়া হামলার জন্য দামামা বাজাচিছল তখন খুশি হয়েছিল সৌদি আরবসহ ইসরাইল। সঙ্গে কামনা করছিল যেন একই সাথে ইরানকে ধরা হয়। তাহলে এক ঢিলে দুটি পাখি মারার উপক্রম হবে। কিন্তু কংগ্রেসের অনুমতি পেতে দেরি হওয়ায় হতাশ এ দুটি দেশ।

সিরিয়াকে আক্রমণ করা থেকে সামরিকভাবে বিরত থাকায় ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার ব্যাপারে ওবামার নমনীয় মনোভাবের কারণে তেহরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণকে বাড়িয়ে দেবে। কর্মকর্তারা আরো জানিয়েছেন, ওয়াশিংটন সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগলে ইসরাইল একাই তেহরানে হামলা চালাবে।

সৌদি আররের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল বলেন, সিরিয়ায় আসাদের সহিংসতা মোকাবেলায় ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে’ উদ্যোগ নিতে হবে।



ইসরাইল হতাশ হওয়ার অনেক কারণ আছে! কিন্তু ইসরাইলের চেয়ে সৌদিআরব অনেক বেশি হতাশ! মাসির দরদ এখন উতলে উঠছে! প্রভুদের মনোরঞ্জনে সৌদি বিশ্বসেরা!



তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.