নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

ফেলানি হত্যায় অভিযুক্ত বিএসএফ সদস্য খালাস

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

ভারত-বাংলাদেশ সীমান্তে বি এস এফের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানি খাতুন হত্যার মামলায় অভিযুক্ত সীমান্তরক্ষীকে নির্দোষ বলে রায় দিয়েছে বাহিনীর নিজস্ব আদালত। এই রায়ের পরে মুক্তি দেওয়া হয়েছে বি এস এফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল অমিয় ঘোষকে। বি এস এফের সূত্রগুলো এই খবর নিশ্চিত করেছে। তবে বাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয় নি। সেনাবাহিনীর কোর্টমার্শালের সমতূল্য বি এস এফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট তাদের বিচার শেষ করে গতকাল। এই রায়টি চূড়ান্ত ছাড়পত্রের জন্য বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে। অগাস্টের ১৩ তারিখ থেকে ফেলানি হত্যা মামলার বিচার চলছিল ভারতের কোচবিহার জেলায় সোনারি বি এস এফ ছাউনিতে। মোট পাঁচজন বিচারক গোটা বিচার প্রক্রিয়া চালান আর কোর্ট পরিচালনা করেন বি এস এফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের ডি আই জি কমিউনিকেশনস সি পি ত্রিবেদী। ২০১১ সালের ৭ই জানুয়ারী ভোরে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত চৌধুরীহাট সীমান্ত চৌকির কাছে কাঁটাতারের বেড়া পেরনোর সময়ে ফেলানি খাতুন কনস্টেবল অমিয় ঘোষের গুলিতে মারা যান। দীর্ঘক্ষণ তাঁর দেহ বেড়ার ওপরেই ঝুলে ছিল। মি. ঘোষের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং বি এস এফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল। ফেলানি হত্যার মামলায় সাক্ষ্য দিতে বাংলাদেশ থেকে তাঁর বাবা ও মামা ভারতে এসেছিলেন।

বিবিসি বাংলা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: সম্পূর্ণ অমানবিক আচরন , ভবিষ্যতে এ ধরনের প্রহসন বিচার
ব্যাবস্থার উপর আস্থা হারাবে মানুষ ।।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

খাটাস বলেছেন: সু খবর তো। বলিউডের পাশাপাশি দাদারা বাস্তব জীবনে ও নাটক সিনেমার চর্চা গড়ে তুলছেন। :|

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

কলাবাগান১ বলেছেন: Sham trial

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মুক্তকণ্ঠ বলেছেন: সাবাস এসিআই, সাবাস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.