নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে যাঁদের খুঁজলেই বিপদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

সার্চের ক্ষেত্রে লিলি কলিন্স হলিউডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ তারকাপ্রিয় তারকার ছবি খুঁজছেন অনলাইনে বা বিনামূল্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাচ্ছেন? অনলাইনে সার্চ করে যে লিংক বা ছবিতে ক্লিক করছেন সেটি হতে পারে ভাইরাসের আখড়া।



সম্প্রতি ইন্টারনেট বিষয়ক নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে, এ বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলিউড তারকাদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সংগীতশিল্পী ফিল কলিন্সের মেয়ে লিলি কলিন্স। অনলাইনে যাঁদের ছবি, ভিডিও, তথ্য খোঁজ করলে কম্পিউটার ম্যালওয়্যার বা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাদের নিয়ে প্রতিবছরই ঝুঁকিপূর্ণ তারকাদের একটি তালিকা প্রকাশ করে আসছে ম্যাকাফি।



এদিকে, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর ম্যাকাফি এ বছরের শীর্ষ ঝুঁকিপূর্ণ তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় হ্যারি পটারের তারকা এমা ওয়াটসনকে হটিয়ে শীর্ষস্থানে চলে এসেছেন লিলি কলিন্স। এমা ওয়াটসন ঝুঁকিপূর্ণ তারকার সেরা দশের তালিকার বাইরে চলে গেছেন।



ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, লিলি কলিন্সকে সার্চ দিলে ১৪.৫ শতাংশ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটের কোনো লিংকে পৌঁছে যান ইন্টারনেট ব্যবহারকারী।



শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন এভ্রিল ল্যাভিঞ্জ, স্যান্ড্রা বুলক, ক্যাথি গ্রিফিন, জো সালডানা, কেটি পেরি, ব্রিটনি স্পিয়ার্স, জন হ্যাম, আদ্রিয়ানা লিমা ও এমা রবার্টস।



ম্যাকাফির তথ্য অনুযায়ী, বলিউডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ তারকাদের মধ্যে রয়েছেন সানি লিওন, পুনম পাণ্ডে, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই ও দীপিকা পাড়ুকোন।



ম্যাকাফির ইন্টারনেট নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, অনলাইনে সার্চ দেওয়ার সময় ঝুঁকিতে ফেলতে পারে ‘ফ্রি অ্যাপ ডাউনলোড’ ও ‘ন্যুড পিকচার’ এ দুটি শব্দ।

সূত্রঃ প্রথম আলো

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

মোমেরমানুষ৭১ বলেছেন: লুল দেখতে চাইলে এমন হবেই.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.