নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

দেশ যেখানে ডা. ইউনুসকে নিয়ে বিভিন্ন বিতর্কে ব্যস্ত,তখন আমেরিকা তাকে সম্মান দিল !!!!!!

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

আমরা কদর বুঝিনা।

নোবেল পাওয়া একজন মানুষকে নিয়ে দেশ যখন ছিনিমিনি খেললো, তখন তিনি বাংলাদেশকে এনে দিলেন আরেকটি সম্মান।

"কংগ্রেশনাল গোল্ড মেডেল " আমেরিকার সরবচ্চ সম্মান।



তিনি বিশ্বের ১৭ তম মানুশ যিনি "কংগ্রেশনাল গোল্ড মেডেল' ও প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রীডম পেয়েছেন।



হায়রে দেশ!!! একজন ক্রিকেটের ১ টা ম্যাচ জিতলে তাকে ফ্লাট , গাড়ি, ইত্যাদি দেয়া হয়,

আর যিনি এই সম্মান আনলেন, নভেল জিতলেন, তিনি তার প্রাপ্য সম্মান ও পাচ্ছেন না


:|:|:|:|

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: দেশের সম্মান ধুলায় লূটায়
মানুষের সম্মান থাকবে কোথায়
শুভকামনা

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

সমকালের গান বলেছেন: সহমত।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

সাইফুর রহমান পায়েল বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

ঢাকাবাসী বলেছেন: দেশ তাঁকে নিয়ে বিতর্কে নেই, কিছু অপোগন্ড অর্বাচীন হিংসুটে তাঁকে নিয়ে কথা হীন কথা বলছে।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাল বলেছেন। মিডিয়া এর জন্য দায়ী। তিলকে তাল বানাতে ওরা ওস্তাদ।
ধন্যবাদ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

হ্যাপিহ্যাপ০০৭ বলেছেন: সরকার প্রধান (কেনা) ডিগ্রীধারী ঈর্ষান্বিত ।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাল বলেছেন।
ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

ৈতয়ব খান বলেছেন: সরল মন্তব্যঃ দেশের মানুষ সম্ভবত ড. ইউনুসের কনসেপ্টটি ঠিকমতো বুঝতে পারে নি, আমেরিকা বুঝতে পেরে উনাকে সম্মানিত করেছে। অবশ্য শুধু উনাকেই নয়, বাংলাদেশও সারা বিশ্বের কাছে আবার সম্মানিত হল।

রাজনৈতিক মন্তব্যঃ সবই আমেরিকান চাল। আমেরিকা নিজেদের স্বার্থে লাদেন তৈরি করেছিল, সাদ্দাম তৈরি করেছিলো, এখন ড. ইউনুস তৈরি করছে। একসময় ইউনুসও আমেরিকার চক্ষুশূল হয়ে দেখা দেবে।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: দারুন মন্তব্য। এই মন্তব্যে ++ দিলাম।
ধন্যবাদ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

সুজাহায়দার বলেছেন: সম্মান কেমনে পাবেন, নোবেল পুরস্কার ত পাওয়ার কথা ছিল অন্যজনের, সময় মত চিপস্ খেতে পারেন নি বলে ঐ সুদ খোর ডা. ইউনুস নোবেল পুরস্কার পাইছে X( X(

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: সম্মান তো তার ঝুলিতেই।

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

আমি কবি নই বলেছেন: উনি এই মহাবিশ্বের মাত্র সপ্তম মানুষ যিনি একাধারে, নোবেল প্রাইজ, আমেরিকার প্রেসিডেন্সিয়াল পদক, এবং কংগ্রেসনাল মেডেলও পেয়েছেন।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

সাইফুর রহমান পায়েল বলেছেন: তথ্যটি জানা ছিলনা।
ধন্যবাদ।

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

লেজ কাটা শেয়াল বলেছেন: Sironamta apnar boktobboke vinno ortho prodan kore!
Sironam hobe- jokhon amerika dr.unuske somman dilo, des jekhane take nie torko bitorke besto!

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: আমার মনে হয় তাতে খুব বেশী ভিন্ন কিছু প্রকাশ করতনা।
লেখার মানে সবাইকে বোঝানোই প্রধান।

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১

টিনের বাড়ী বলেছেন: দালালীর পুরষ্কার ।
আমেরিকা সেই জাতি যারা নিজেদের স্বার্থ ব্যতিত কিছু করেনা । যার কারনে অর্থনিতি নিয়ে ইউনুস কাজ করলেও ঘরে ঘরে অশান্তি কইরা পাইছে শান্তি পুরষ্কার !!!! কি আজব কান্ড ।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: আজব!!! মেনে নিলাম।
কিন্তূ এটা কি দেশের জন্য সম্মানের না???

১০| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

আহমেদ রশীদ বলেছেন: যদিও আপনার বলছেন ইউনুস সুদখোর, তবে মনে রাইখেন ১০০ বছরেও বাংলাদেশ আর কোন নোবেল পুরস্কার পাই কিনা আমার সন্দেহ?

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: তিনি প্রথম বাংলাদেশী যে নোবেল পান।

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

সোহানী বলেছেন: আমি খুব দু:খিত হই যখন দেখি সম্মানীত ব্যক্তিটি তার সম্মানটুকু পেলেন না.... আমি ভীষন কস্ট পাই যখন দেখি সে সম্মানীত ব্যক্তিটিকে অসম্মানের চূড়ান্ত করছি। কাউকে অসম্মান করলে যে নিজের সম্মান বাড়ে না এ বোধটুকু আমাদের কবে হবে???

ডা:ইউনুস বেচে থাকবে আমাদের মাঝে হাজার হাজার বছর আর যারা তাকে অসম্মান করছে তাদেরও আমরা স্মরন করবো তবে ঘৃনাভরে.....

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: চমত্কার মন্তব্য। ধন্যবাদ।

১২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

মেকগাইভার বলেছেন: আমেরিকা জামাতি করে মনে হয়।

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: তাই নাকি??

১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

এম এম কামাল ৭৭ বলেছেন: আমাদের দেশ সম্মান দেয় মরনের পর।

আমাদের তত দিন অপেক্ষা করতে হবে।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২

সাইফুর রহমান পায়েল বলেছেন: আমরা অপেক্ষায় আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.