নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চকে নিয়ে এমন আজে বাজে কথা লেখার মানে কি? :|:|:|

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৮

অনেক দিন হয়ে গেছে, এটা নিয়ে লেখা দেখিনি, বা আমার চোখে পরেনি।

এই গণজাগরণ মঞ্চ নিয়ে লিখে সারা বিশ্বের কাছে একে খারাপ বানিয়ে শুধু তা মুছে ফেলেই আর তাদের পেপারের পাতায় 'ভুল হয়েছে' বলেই বেচে যাচ্ছে দেশের একটি প্রধান দৈনিক।

বাশ দিয়ে ক্ষমা চাওয়ার মানে হয় না।

যদি গণজাগরণ মঞ্চ ঠিক হয়ে থাকে তবে, মিথ্যাচারের জন্য শাস্তি পেতে হবে'ওই দৈনিক পত্রিকাকে"।

আর 'ওই দৈনিক পত্রিকা" ঠিক হলে গণজাগরণ মঞ্চ থেকে দোষীদের খুজে শাস্তি দিতে হবে।

প্রমান করে দিতে হবে আইন সবার জন্য সমান।

আমি যানিনা লেখাটি কে কে পরেছেন। পরে না থাকলে আর পারবেনও না। কারন তারা সেটা মুছে ফেলেছে। গুগল ক্যাশ থেকে কিছু দিন সেটা পরা গেছে। কিন্তু গত ১৭ তারিখে ঐ পেজটার নতুন ছবি নেয়াতে এখন আর সেখানেও নেই। যারা পরেছেন, তারা কি বলেন? এমন লেখার পরে আনুষ্ঠানিক ভাবে দেশ ও সবার কাছে ক্ষমা চেয়ে দেখতে পারে তারা মাপ করে কিনা? না করলে শাস্তি পেতে হবে। আর তারা যদি সঠিক হয়ে থাকে, তাহলে মুছে দিল কেন? তার মানে ভুলটা ঐ পত্রিকার। এরকম বড় ভুল করলে আপনি সম্পাদক আছেন কেন? শুধু ভুলে এমন কাজ হয়না।

যদি হয়ে থাকে, তবে আপনার ( ঐ পত্রিকার সম্পাদক সাহেব) আর আমার দেশ পত্রিকার সম্পাদকের সাথে পার্থক্য দেখিনা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬

লুলুপাগলা বলেছেন: পত্রিকার নাম উল্লেখ করুন। নাকি তা করতেও লজ্জা পাচ্ছেন।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

সাইফুর রহমান পায়েল বলেছেন: প্রথম আলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.