নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

ঢাকার মার্কেট কোনটি কোনদিন বন্ধ

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৬

ঢাকার যানজট কমানোর উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে থেকে ঢাকার মার্কেট, শপিং মল গুলোকে ৭ টি অঞ্চলে বিভক্ত করে তাদের সাপ্তাহিক বন্ধের দিন ঠিক করে দেয়া হয়। পাঠকদের সুবিধার্থে তালিকাটি আবার এখানে দিয়ে দিলাম।



অঞ্চল-১ শুক্রবার পূর্ণ দিবস ও শনিবার বেলা ২টা পর্যন্ত বন্ধ



বাংলাবাজার বইয়ের মার্কেট, ফরাশগঞ্জ কাঠের আড়ত, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, আলম সুপার মার্কেট,

সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট,

দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট,

কাপ্তান বাজার, ঠাঁটারী বাজার, রাজধানী সুপার মার্কেট, চকবাজার,

মৌলভীবাজার, ইমামগঞ্জ মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের মার্কেট, পাটুয়াটুলী ইলেক্ট্রনিক্স অ্যান্ড অপটিক্যাল মার্কেট, নয়ামাটি একসেসরিজ মার্কেট, শরীফ ম্যানশন, ছোট কাটরা ও বড় কাটরা পাইকারি মার্কেট, বেগম বাজার পাইকারি মার্কেট, তাঁতিবাজার, নবাবপুর রোডের ইলেকট্রিক ও মেশিনারিজ মার্কেট, নর্থ সাউথ রোডের স্যানিটারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট (দক্ষিণ), সুন্দরবন স্কয়ার মার্কেট।



অঞ্চল-২ রোববার পূর্ণ দিবস এবং সোমবার বেলা ২টা পর্যন্ত বন্ধ



রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট,

কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার,

আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট,

আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট



অঞ্চল-৩ বৃহস্পতিবার পূর্ণ দিবস ও শুক্রবার ২টা পর্যন্ত বন্ধ



সেঞ্চুরি আর্কেড, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, বিশাল সেন্টার,

আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার,

ইস্টার্ন প্লাস, পলওয়েল সুপার মার্কেট, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট,

পল্টন সুপার মার্কেট, গাজী ভবন, স্টেডিয়াম সুপার মার্কেট ১ ও ২,

গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনী মার্কেট,

বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট



অঞ্চল-৪- মঙ্গলবার পূর্ণ দিবস ও বুধবার বেলা ২টা পর্যন্ত বন্ধ



হাতিরপুল বাজার, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্রিন সুপার মার্কেট, ফার্ম ভিউ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট,

সিজান পয়েন্ট, লায়ন শপিং সেন্টার, নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট, নিউ সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক মার্কেট, নূর ম্যানশন,

বাকুশাহ মার্কেট, ইসলামিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গ্লোব শপিং, বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট, প্রিয়াঙ্গন শপিং, গাউছুল আজম মার্কেট, এলিফ্যান্ট রোডস্থ মার্কেট, রাইফেলস স্কয়ার, এ আর এফ শপিং সেন্টার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট,

ধানমন্ডি প্লাজা, মমতাজ প্লাজা, মেট্রো শপিং মল, প্লাজা এ আর, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা, কেয়ারি প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কাওরান বাজার ডিআইটি মার্কেট, কাব্যকর্ম সুপার মার্কেট,



অঞ্চল-৫ বৃহস্পতিবার পূর্ণ দিবস ও শুক্রবার বেলা ২টা পর্যন্ত বন্ধ



মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, শাহআলী সুপার মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর স্টেডিয়াম মার্কেট



অঞ্চল-৬- রোববার পূর্ণ দিবস এবং সোমবার বেলা ২টা পর্যন্ত বন্ধ



বিসিএস কম্পিউটার মার্কেট, পল্লবী শপিং মার্কেট, মিরপুর বেনারশি পল্লী,

পূরবী সুপার মার্কেট, নিউ সোসাইটি মার্কেট, মোহাম্মদীয়া সোসাইটি মার্কেট, সুইডেন প্লাজা, পর্বতা টাওয়ার, তামান্না কমপ্লেক্স, ছায়ানীড় সুপার মার্কেট, রজনীগন্ধা মার্কেট, ইব্রাহিমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স,

রহমান মার্কেট, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১, ডিসিসি মার্কেট গুলশান-২, নাভানা টাওয়ার, আলম সুপার মার্কেট, কলোনি বাজার মার্কেট



অঞ্চল-৭- বুধবার পূর্ণ দিবস ও বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত বন্ধ



হাকিম টাওয়ার, হল্যান্ড সেন্টার, নুরুন্নবী সুপার মার্কেট, সুবাস্তু নজর ভ্যালি, যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী কমপ্লেক্স, রাজউক সেন্টার, একতা প্লাজা, মান্নান প্লাজা, বন্ধন প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট,

আমীর কমপ্লেক্স, লন্ডন প্লাজা, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, মাসকট প্লাজা, এস আর টাওয়ার, পুলিশ কো-অপারেটিভ মার্কেট,

আপডেট ২০১১।



শেয়ার মার্কেট:

শুক্র ও শনিবার বন্ধ



আমার পরের পোষ্টঃ দরকারি পোষ্ট - ঢাকায় কোথায় কোন অডিটরিয়াম ও খরচ কত তা সহ?



লেখাটা এখান থেকে নেয়া।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৯

প‌্যাপিলন বলেছেন: কামের পোস্ট। তবে আকামের একটা তথ্য এড করেন
শেয়ার মার্কেট: শুক্র ও শনিবার বন্ধ ;)

২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাল বলেছেন। যুক্ত করে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.