নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

এই পোষ্টটি যারা মুসলমান আছেন তারা সকলেই দয়া করে একটু কষ্ট হলেও পড়বেন । প্লিজ পড়বেন !

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

সর্তকবার্তা ও সংশোধন:

১. নমস্কার:

মুসলমানরা

কখনও সম্ভাষণের

ক্ষেত্রে 'নমস্কার'

শব্দটিব্যবহার

করতে পারে না।

কারণ'নমস্কার'

শব্দটির

প্রকৃত অর্থ

হচ্ছে "আমি

আপনার

পায়ে মাথা

নত করলাম"। এই

শব্দটি অর্থগতভাবে

একটি

শিরকপূর্ন শব্দ।

কারণ, মুসলমান

একমাত্র আল্লাহ

ছাড়া কারও

সামনে মাথা

নত করে না।

জানাঅবস্থায়

ব্যবহার করলে

প্রকাশ্যে আল্লাহর

সাথে শিরক করা হবে।

সুতরাং শব্দটা

যিনি ব্যবহার

করবেন

তিনি আল্লাহর

সাথে শিরককারী

হবেন

২. INSHALLAH: Inshallah

এইভাবে লেখার

কারণে এর অর্থ

পরিবর্তন হয়ে

যায়, যারঅর্থ

দাড়ায়

"আল্লাহকে সৃষ্টি করো" (নাউযুবিল্লা)

। ইন-

শা-আল্লাহ

মূলত আরবি

একটি বাক্য।



" ﺀﺎَﺷ ْﻥِﺍ ﺍﻟﻠﻪ "



তিনটি শব্দ নিয়ে

গঠিত হয়েছে।ْ

ﻥِﺍ - যদি,

ﺀﺎَﺷ -

চাই,

ﺍﻟﻠﻪ- আল্লাহ। পূর্ণঅর্থ

"যদি আল্লাহ

চাই।"তাই

বাক্যটি ইংরেজি

বা বাংলায়

যে ভাষায়

লিখুনতিন শব্দে লিখুন।

বাংলায়"ইন-শা-আ ল্লাহ"

অখবা "In shaa Allah"

এইভাবে লিখুন।



৩. MOSQUE:

Mosque

এইভাবে লেখা

থেকে বিরত থাকুন।

কারণ শব্দটি উত্পত্তি Mosquito

(মশা)

থেকে। আমাদের

ইসলামিক শব্দ

রয়েছে। তাইবলূন

এবং লিখুনMASJID.



4. MECCA:

Mecca শব্দের

আভিধানিক অর্থ

হল"মদের

ঘর"।

অথচ

আমরা অজ্ঞতার

কারণে আমাদের

পবিত্র স্থানকে

ঐভাবে লিখি।

ইহুদি খৃস্টানরা

আমাদের পবিত্র

স্থানকে কলুষিত

করতে এইশব্দটির

প্রচলণ

ঘটিয়েছে।

তাই এইরূপ লেখা বর্জন

করে লিখুন "MAKKAH".



5. MOHD:

আমরা আমাদের নামের

পূর্বে সংক্ষেপে Mohd

এইরূপলিখে থাকি।

অজ্ঞতার

বশত আমরা

এই জায়গায়ও ভূল

করে থাকি। এইশব্দটির

আভিধানিক অর্থ "বড়

মুখওয়ালা কুকুর"।



Md. লিখতে পারেন

((Collected))

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: বেজায় জিনিস পোস্ট করেছেন। মাদি ছাগল জানি কুহানকার।

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: মাউল্লা মনে হইতেসে। :| :|

২| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

সুমন রহমান বলেছেন: প্রয়োজন আছে॥ ভাষাও বিশ্বাসের বহিঃপ্রকাশ॥ভাষাজ্ঞান ঠিক রাখা চাই॥ ধন্যবাদ লেখককে॥

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

শুধু প্যচাল বলেছেন: কারণ'নমস্কার'
শব্দটির
প্রকৃত অর্থ
হচ্ছে "আমি
আপনার
পায়ে মাথা
নত করলাম"

তাইলে কি ভাই আল্লাহরে নমষ্কার কইতে পারি? তাইলেত আর শিরক হইলনা।

যদিও আপনার এই অর্থ কইতে থেকে পাইছেন আমার জানা নাই।
যাইহোক ভালা থাকুন

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: আল্লাহ এর পায়ে মাথা নত করার প্রক্রিয়া হচ্ছে সিজদা। বেশি বেশি নামায পরুন তাহলেই হবে।
আর একটি কথা, মুসলমান ধর্মে সালামের প্রচলন থাকলেও আপনি নমষ্কার এর প্রতি আত ঝুকে আছেন কেন তা বোধগম্য নয়।
বেশি বেশি সালাম দিন ও নামায পড়ুন।

৪| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

আয়রন ম্যান বলেছেন: ধন্যবাদ। অনেক দরকারী জিনিস দিয়েছেন।

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০

সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

ইমরান হক সজীব বলেছেন: কিযে সব শিরোনাম দেন ভাই /:) :-< |-)

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাই মুসলমানরা যাতে পরে তাই এই শিরনাম।

৬| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৪

সাইফুল বাতেন টিটো বলেছেন: নিজের নাম তো সাইফুর রহমান পায়েল। সাইফুল মানে হইলো তরবরী, রহমান মানে তো জানাই আছে আল্লাহর গুনোবাচক নাম। আর পায়েল হইলো মাইয়াগো পায়ের নূপুর। তাইলে কি দারাইল জনাব? আল্লাহর তরবারী মাইয়াগো পায়ের নূপুর না কি? নিজে আগে কিলিন হন ওচতাত।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

সাইফুর রহমান পায়েল বলেছেন: পায়েল নামের অর্থ নুপুর ঠিক, তবে সেটা হিন্দি শব্দে। ফারসি বা অন্য কোন ভাষায় পায়েল মানে "প্রিয়" ।
আপনি আমার নামের বাংলা করতে গিয়ে প্রথমে আরবি থেকে তারপর হিন্দি থেকে নিয়েছেন। আপনার রুপে বিবেচনা করলে অর্থ কিরুপ দারায় দেখুন।

I LOVE MY MOTHER
এর অর্থ আমি আমার মায়ের মুনাফা (লাভ)

এবার আপনি বলুন এভাবে নামের অর্থ করা মূর্খতার পরিচয় নয় কি?

পায়েল শব্দের কোন আরবি ওয়ার্ড হয় না। কারন আরবিতে P এর উচ্চারণের মত কোন হরফ নেই। প্লীস জেনে বুঝে মন্তব্য করুন।

৭| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

জগ বলেছেন: কিছু বানর আপনার পোষ্টে বান্দরামি করতে আসছে, এইগুলারে লাথি মাইরা ব্লক করেন।

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাই কথা বলার অধিকার সবার আছে। আমার ভুল গুলো ধরিয়ে দিলে আমি শিখব। নতুবা তারা শিখবে।
ব্লক করলে হয় আমি না হলে তারা কিছু শেখা থেকে বাদ পরে যাবে।

৮| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: নমস্কার, নমস্ক্রিয়া [ namaskāra, namaskriẏā ] বি.
১. প্রণাম;
২. যুক্তকর কপালে ঠেকিয়ে অভিবাদন।


[সং. নমস্ + √ কৃ + অ, নমস্ + √ কৃ + অ + আ]।

নমস্কারি বি. বিণ. হিন্দুদের বিবাহ উপলক্ষ্যে মান্য কুটুম্বদের প্রদেয় (বস্ত্রাদি)।

[সং. নমস্কার + বাং. ই]।

নমস্কার্য বিণ. নমস্য, নমস্কারের যোগ্য।

নমস্কৃত বিণ. নমস্কার করা হয়েছে এমন।



ভাই আপনি ডিকশনারী দেখেন ...................... এভাবে খুচাখুচি করা কি ভাল?
জেনে বুঝে পোস্ট দেন.............

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: Click This Link


ওখানে গেলে এই লাইনটা পাবেন।

In Sanskrit the word is namah + te = namaste (Devanagari/Hindi: नमः + ते = नमस्ते), which means “I bow to you”

৯| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২১

শ্রাবণধারা বলেছেন: আপনার উপরে লেখা সবগুলো অর্থই মিথ্যা। আপনার মূর্খতা, কোন কিছু ভাল করে না জেনেই লিখতে আসাটা আপনাকে চরম মিথ্যাবাদীতে পরিনত করেছে।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাই মিথ্যের পিছনে লজিক দেখান। যেমন মিঠুন_বিশ্বাস_রানা ভাই দেখিয়েছেন। আমি ও পাল্টা দেখিয়েছি। আমার ভুল হতে পারে। লজিক না দিয়ে এই টাইপ এর মন্তব্য কারিকে ব্লগের ভাষায় "ছাগু" বলা হয়।

১০| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭

যোগী বলেছেন:
আপনার নাম 'সাইফুর রহমান পায়েল' মাইয়ার মধ্যে পুরুষ কেমনে বসবাস করে বুঝলাম না।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনার জ্ঞানের সীমাবদ্ধতা বলেই আপনি এই মন্তব্য করেছেন। পায়েল নাম সহ আর ও কিছু নামে আছে যা ছেলে মেয়ে উভয়েরই আমাদের সমাজে দেখা যায়। যেমনঃ কচি, লিটন, রিফাত, আরিয়া ইত্যাদি।
ইংরেজি তে তাই বলা হয়েছে
A little knowledge is a dangerous things. :(

১১| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

আহলান বলেছেন: এসব নিয়ে এত চিন্তা না করলেও চলে

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: সটা যার যার ব্যাপার। আমার মনে হয়েছে সবার সাথে শেয়ার করা উচিত। তাই করলাম।
আপনাকে ধন্যবাদ।

১২| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

ছািব্বর বলেছেন: ঠিক বলেচেন

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

আমিতপু বলেছেন: প্রথমটা ছাড়া বাকি গুলার সাথে একমত নই।

কার অন্তরে কি আছে তা আল্লাহ অবশ্যই জানেন। MOSQUE, MECCA, Inshallah এসব বানানে তাঁর কি বা আসে যায়। বান্দার কি নিয়তে লেখছে তিনি তা-ই দেখবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১

সাইফুর রহমান পায়েল বলেছেন: সহমত। তবে পবিত্র কুরআন শরীফেও কিছু কিছু নিয়ম মানতে বলা হয়েছে। যেমন কোথাও অবশ্যই থামতে বলা হয়েছে, আবার কোথাও না থামতে বলা হয়েছে। কারন ওই সকল জায়গায় নিয়ম না মানলে অর্থ বদলে যায়, যা কোন ভাবেই কাম্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.