নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

কিংকর্তব্যবিমূঢ়!!!!!!! অল্পের জন্য চোখের জল ধরে রাখতে পেরেছি। :(

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

আমি শপিং করার জন্য বিগ বাজারের পাশে হাঁটছিলাম।

তখন দেখলাম দোকানের ক্যাশিয়ার ৫ অথবা ৬ বছরের একটা ছোট বাচ্চার সাথে কথা বলছে।

ক্যাশিয়ারঃ আমি দুঃখিত। তোমার কাছে পুতুল কেনার জন্য যথেষ্ট

টাকা নেই।

ছোট ছেলেটি আমার কাছে এল

আর জিজ্ঞেস করল। আঙ্কেল? দেখেনতো আমার কাছে কি সত্যিই

যথেষ্ট পরিমান টাকা নেই?

আমি তার টাকা গুলো গুনে দেখলাম।

আর পুতুলের দাম ও দেখলাম।

আসলেই তার থেকে সামান্য কম টাকা ছিল।

আমি বললাম সত্যিই তোমার কাছে পুতুল কিনার জন্য যথেষ্ট পরিমাণ টাকা নেই।

ছেলেটির মন খারাপ হল।

তবুও সে ঐ পুতুলটি ২ হাত দিয়ে জড়িয়ে ধরে রাখল।

আমি ওর কাছে গেলাম আর তারপর জিজ্ঞাস করলাম,

তুমি কাকে দেওয়ার জন্য পুতুলটি কিনতে চাও?

ছেলেটি বলল এই পুতুলটি সবচেয়ে বেশি পছন্দ করে আমার বোন।

আমি ওর জন্মদিনে ওকে এটা গিফট দিতে চাই।

আমার মায়ের কাছে পুতুলটি দিব

যাতে সে পুতুলটি আমার বোনের কাছে পৌঁছে দেয়।

তার ২ টি বিষণ্ণ চোখ দেখে আমি জিজ্ঞাস করলাম,

তোমার বোন কোথায় গেছে?

তখন সে মন খারাপ করে বলল,

আমার বোন আল্লাহর কাছে চলে গেছে।

আব্বু বলেছে আম্মুও খুব তাড়াতাড়ি সেখানে যাবে।

তাই আমি ভাবলাম পুতুলটা আম্মুকে দিয়ে বোনের কাছে পাঠিয়ে দিব। আমার নিশ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে এল।

ছেলেটি আবার বলতে লাগলো

আমি আব্বুকে বলেছি যাতে আম্মুকে যেতে না দেয়।

আল্লাহর কাছে গেলে আমাদের কথা ভুলে যায়। আমার কথা আমার বোন ভুলেই গেছে। দেখাও করেনা।

তারপর আমাকে একটা ফটো দেখিয়ে বলে,

আমার এই ফটোটাও আম্মু সাথে দিয়ে দিব

যাতে আমার বোন আমাকে না ভুলে যায়।

আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি।

আম্মুকে যেতে দিতে আমার কষ্ট হচ্ছে।

কিন্তু আব্বু বলেছে আমার বোনের দেখা শুনার জন্য আম্মুকেও যেতে হবে।

এসব বলতে বলতে নির্বাক ২ টি চোখে পুতুলটির দিকে তাকিয়ে রইল।

তখন আমি তার টাকা গুলোর সাথে আরও কিছু টাকা যোগ

করি আর তা কে বলি,

চলো আমরা টাকা গুলো আবার গুনে দেখি।

হয়তো এখানে পুতুল কেনার জন্য

যথেষ্ট টাকা আছে।

গুনে দেখার পর ছেলেটি অনেকখুশি হয়। তখন সে পুতুলটি কিনে নিয়ে চলে যায়।

আমি আমার শপিং গুলো শেষ করে বাসায় আসি।

এরপরে আমার ২দিন আগের লোকাল একটি নিউজপেপার এর

দিকে চোখ গেল। যেখানে একটা আর্টিকেল ছিল যে

একটি ট্রাক ড্রাইভার মাতাল হয়ে ট্রাক চালায় আর একটি কারকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেএকটি ছোট মেয়ে মারা যায় আর তার

মা গুরুতরআহত হয়।




তাহলে কি সেই পরিবারের ছিল

ছেলেটি আমার সাথে যার মলে দেখা হয়েছিল???

এরপরে আমি নিউজ পেপার চেক করতাম। ১দিন পরে দেখলাম ঐ মহিলাটিও মারা যায়।

আমি নিজেকে থামাতে পারিনি তার ফেয়ারওয়েলে যেতে। আমি একটি সাদা গোলাপ কিনলাম।

গিয়ে দেখলাম মহিলাটি কফিনেরভেতর ছিল।

তার পাশে সেই পুতুলটা যেটা একটা ছোট ছেলে তার বোনকে দিবে বলে কিনেছিল।

এবং মহিলাটির বুকের মাঝে সেই ছেলেটির

ফটো। আমার আর বুঝতে বাকি রইল না।

মা এবং বোনের জন্য ছেলেটির ভালোবাসা কল্পনার থেকেও

বেশি। এত ভালোবাসা একটা মাতাল কেড়ে নিল

সামান্য একটু সময়ে!!!



পুনশ্চ: এটা একটি ইংরেজি গল্পের বাংলাঅনুবাদ। এমন কেনহয় এই পৃথিবীতে?

যে মানুষ অপরাধ করে সে সাজা না পেয়ে অন্য

মানুষদের তার অপরাধের জন্য মূল্য দিতেহয়।

এমন কেন হয় যে একটা মাতাল ড্রাইভার এর জন্য একটি অবুঝ

বাচ্চা তার সব চেয়ে আপনজনকে হারায়? কেন

যে এমন হয় ??? এই কেন এর উত্তর হয়তো আমাদের

কারো কাছে নেই। হ্যাঁ আমাদের কাছে এরপ্রতিকার

রয়েছে।



চলুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি

যেন কোন মৃত্যু আর সড়ক দুর্ঘটনায় না ঘটে ৷





ফেসবুক থেকে সংগ্রহ করা।

পরা শেষে বুঝলাম আর একটু হলেই আমার চোখ দিয়ে পানি পরত।

তাই শেয়ার করলাম আমার প্রিয় ব্লগে।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

বাংলার হাসান বলেছেন: চোখের পানি আটকানো খুব কষ্ট।

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ঠিক তাই। আমারও এমনিই লেগেছিল।

২| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

বাংলাদেশী দালাল বলেছেন:
গল্প জেনেও চোখ ভিজে গেল।

শেয়ার করার জন্য কৃতজ্ঞ।

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০২

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬

পেন্সিল স্কেচ বলেছেন: এমন কেনহয় এই পৃথিবীতে? :(

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: :( :(

৪| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: Old story but always heart touching :(

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: আই ওয়ান্ট টু টাচ ইয়োর হার্ট এগেইন। :(

৫| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:




:(



২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: :(

৬| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ধুম্রজ্বাল বলেছেন: সবই ঠিক আছে।
সমস্যা হল এ লেখা ব্লগে এসেছে বহুবার

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: আই ওয়ান্ট টু টাচ ইয়োর হার্ট এগেইন। তাই আবার। :(

৭| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আলোর আলো বলেছেন: চোখে তো পানি রাখতে পারলাম না। সত্যি অপরাধীরা ক্ষমা পায় আর আমরা আমাদের চোঁখ দুটোকে ভিজাই।

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: পেন্সিল স্কেচ বলেছেন: এমন কেনহয় এই পৃথিবীতে?

৮| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: হৃদয়স্পর্শী গল্প।

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: খুব বেশী হৃদয়স্পর্শী গল্প।

৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

লেখাটা মনে হচ্ছিল আগেও পড়েছিলাম।
শেষে বলে দেয়াতে নিশ্চিত হলাম।

ধন্যবাদ শেয়ার করার জন্যে।।

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: পুরনো গল্প। পড়তে পারেন আগে। কিন্তু যতবার পরবেন ততবারই হৃদয় ছুয়ে যাবে।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

সাইবার অভিযত্রী বলেছেন: পুরনো গল্প। আগে পড়া, এরপরও আবেগ সামলানো যায় না ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: যতবার পরবেন ততবারই হৃদয় ছুয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.