নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

একসাথে ২টি চাঁদ আকাশে !!!!!!! ভুয়া সংবাদ। আমার লেখা ভুল ছিল। /:)

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

একসাথে ২টি চাঁদ আকাশে !!!!!!! /:)/:)

এই শিরনামে আমার আগের লেখা পোস্টটায় ভুল ছিল। আমি কয়েকটি ফেসবুক পেজ এ দেখেও আমলে নেইনি। পরে কি যেন একটা অনলাইন পত্রিকায় লেখাটি দেখে শেয়ার করি।

কারন আমি জানতাম পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব সর্বদা পরিবর্তণশীল ।

তাই ভেবেছিলাম হয়তো হতে পারে।

কিন্তু বিষয়টা সম্পূর্ণ মিথ্যা।

আমার লেখাটি পরে যারা বিভ্রান্ত হয়েছেন, আমি তাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।

আমি মনে করি দোষ গুনেই মানুষ। যারা আমার ভুল গুলো দেখিয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।

ভবিষ্যতে আশা করি এরকম ভুল হবেনা।

/:)/:)/:)





===============

একসাথে ২টি চাঁদ আকাশে দেখা যাবে না।

===============

আগামী ২৭শে আগষ্ট

একসাথে ২ টি চাঁদ দেখা যাবে না।

ফেসবুক বা অন্য কোথাও যে লেখা পাচ্ছেন তা নিছক গুজব ছাড়া কিছুইনা।

আমার আগের লেখাটাও অনিচ্ছাকৃত গুজব। :P

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১০

ইমরান হাসান ক বলেছেন: এইডা কি কইলেন ভাই একলগে দুইখান চাঁদ দেখুম মনে কইরা বইসা আছিলাম। কিন্ত এর পরেই মনে হছিল যে ২০০২ সনে তো মঙ্গল গ্রহ পৃথিবীর সবথেকে কাছে (প্রায় সাড়ে সাত কোটি কিলোমিটার) এর মধ্যে আসছিল যেটা হইছিল প্রায় ৩০০০০ বচ্ছর আগে।

তো এইবার সেরম কিছু হইব বইলা তো মনে হয়নাই। এরপরেও আশা আছিল সেই আশাতে গুরেবালি দেওনের লাইজ্ঞা মাইনাচ :D

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: মাইনাস খাইয়াও কিরম যেন তৃপ্তি হইতাছে। কারন সঠিক সংবাদ তো সবাই পাইল। :-B :-B

২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭

ইকরাম হোছাইন জারিফ বলেছেন: পুরাই উষ্টার উওপর ডাবল উষ্টা। আমি জানতাম তবে একটু আশা ছিল সত্যি হইলেও হইতে পারে।কিন্তু এখন তো উষ্টা খাইলাম আবার।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: না রে ভাই। আমিও পুরাই উষ্টার উওপর ডাবল উষ্টা খাইছি। :|

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

মামুinসামু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভুল স্বীকার করার ক্ষমতা সবার থাকেনা।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

মামুinসামু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভুল স্বীকার করার ক্ষমতা সবার থাকেনা।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

মামুinসামু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভুল স্বীকার করার ক্ষমতা সবার থাকেনা।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৬| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯

টুম্পা মনি বলেছেন: :-& :-&

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: /:) /:) /:)

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

মুহিব বলেছেন: এই তথ্যেরই বা ভিত্তি কি?

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: গুগল সার্চ মারেন। দেখবেন এই ভুয়া খবর কয়েক বছর আগেও ছড়ানো হয়ে ছিল। তাছারা
news.msn.com/rumors/rumor-mars-is-coming-close-to-earth-on-august-27-1

Click This Link

এখান থেকে জানতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.