নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ এর করমসুচি ১৯৯৫ সালে। আর ২০১৩ তে বিএনপির টা তো দেখতেই পাচ্ছেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

খমতাশিল আওয়ামীলীগ যা করেছিল।



১৯৯৫ সাল :

সেপ্টেম্বর ১৬, ১৭, ১৮: লাগাতার ৭২

ঘণ্টা হরতাল।



অক্টোবর ৭-৮: পাঁচ বিভাগে লাগাতার ৩২

ঘণ্টা এবং

১৬-১৯:

লাগাতার ৯৬ ঘণ্টা হরতাল।

নভেম্বর ৬: ঢাকা অবরোধ।



নভেম্বর ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬: প্রতিদিন

সকাল-

সন্ধ্যা হরতাল।



ডিসেম্বর ৯ থেকে ১১: লাগাতার ৭২

ঘণ্টা হরতাল।

ডিসেম্বর ১৭

সকাল-সন্ধ্যা হরতাল।

৩০ ডিসেম্বর দেশব্যাপী অবরোধ।



১৯৯৬ সাল :

জানুয়ারি ৩-৪ : লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল। ৮

ও ৯: লাগাতার ৪৮

ঘণ্টা হরতাল।

জানুয়ারি ১৭: সকাল-সন্ধ্যা হরতাল।

২৪ জানুয়ারি সিলেটে,

২৭ তারিখ খুলনায়,

২৮ তারিখ খুলনায়,

২৯ তারিখ ঢাকায় হরতাল।

ফেব্রুয়ারি ১: বিশ্ববিদ্যালয় এলাকায়

হরতাল।

৩ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতাল।

৭ ও ৮ ফেব্রুয়ারি ফেনীতে,

১০ ফেব্রুয়ারি রাজশাহীতে,

১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে হরতাল।

১৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ।

১৪, ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ৪৮

ঘণ্টা লাগাতার হরতাল।

ফেব্রুয়ারি ২৪, ২৫, ২৬ ও ২৭: লাগাতার

অসহযোগ।

মার্চ ৯ থেকে ৩০: লাগাতার ২২ দিন

অসহযোগ।





...................... আমার প্রশ্ন হল

বিরোধী দলে গেলে তত্বাবধায়ক সরকারের

দাবীতে আওয়মী-লীগ লগি-বৈঠা দিয়ে মানুষ

মেরে তার উপর দাড়িয়ে নৃত্য করবে।







........................আর ক্ষমতায়

গেলে তত্বাবধায়ক সরকারের দাবীতে হরতাল

হলে, সে হরতাল প্রতাহারের

নামে গুলি করে মানুষ মারবে।

অর্থাত সাধারন মানুষ মারবেই তথা আম

জনতা লাশ হবেই এটাই কি এদের রাজনীতির

ধারা???



২০১৩

বিএনপি সেই কাজ শুরু করেছে। আমজনতা আছে ফাপরে। এর সমাপ্তি কুথায়?

জান্তে মুঞ্চায়।



একবার বিএনপি করে গেছে এবার আওয়ামীলীগ করবে। আম্রা শিকার ঈ থাকব পরিস্থিতির।

সবসময়!...!'

আজিবন..........



আমি সম্মান চতুর্থ বছরের ছাত্র। আমার ১টা পরিক্ষা বদল হয়েছে।

আফসোস লাগে জেএসসি পরিক্ষায়াথিদের জন্য। যাদের পরিক্ষা অনিশ্চিত হয়ে যাচ্ছে।



রাজনিতির এই জঘন্যতম খেলা থেকে দুই দলেরঈ সাধারন মানুশকে মুক্তি দেয়া উচিত।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমার প্রশ্ন হল

১৯৯৫ আর ২০১৩ কি আপনার কাছে এক?

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: সালটা ভিন্ন, গল্পটা এক। তবে আগের বারের ভিলেন এবার রাজা। আর আগেরবারের রাজা এবারের গল্পের ভিলেন।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিরোধী দলে গেলে তত্বাবধায়ক সরকারের
দাবীতে আওয়মী-লীগ লগি-বৈঠা দিয়ে মানুষ
মেরে তার উপর দাড়িয়ে নৃত্য করবে।



........................আর ক্ষমতায়
গেলে তত্বাবধায়ক সরকারের দাবীতে হরতাল
হলে, সে হরতাল প্রতাহারের
নামে গুলি করে মানুষ মারবে।
অর্থাত সাধারন মানুষ মারবেই তথা আম
জনতা লাশ হবেই এটাই কি এদের রাজনীতির
ধারা???

২০১৩
বিএনপি সেই কাজ শুরু করেছে।(একজনের খামখেয়ালীর জন্যে-আদালতের রায়কে আংশিক মানার ফলে) আমজনতা আছে ফাপরে। এর সমাপ্তি কুথায়?
জান্তে মুঞ্চায়।

একবার বিএনপি করে গেছে এবার আওয়ামীলীগ করবে। আম্রা শিকার ঈ থাকব পরিস্থিতির।
সবসময়!...!'
আজিবন..........

আমি সম্মান চতুর্থ বছরের ছাত্র। আমার ১টা পরিক্ষা বদল হয়েছে।
আফসোস লাগে জেএসসি পরিক্ষায়াথিদের জন্য। যাদের পরিক্ষা অনিশ্চিত হয়ে যাচ্ছে।

রাজনিতির এই জঘন্যতম খেলা থেকে দুই দলেরঈ সাধারন মানুষকে মুক্তি দেয়া উচিত।


তীব্র সহমত।

++++++++++++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৪

দিশার বলেছেন: আমাদের কপাল খারাপ তাই . ৪২ বসরে কেন একটা নির্বাচন বেবস্থা পাওয়া হলো না,

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: পাব কিনা কে জানে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

তামিম ইবনে আমান বলেছেন: চোর যখন বিচারক হয় তখন আসল প্রব্লেম দেখা দেয়

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: ঠিকই বলেছেন ।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: বিরোধী দলে গেলে তত্বাবধায়ক সরকারের
দাবীতে আওয়মী-লীগ লগি-বৈঠা দিয়ে মানুষ
মেরে তার উপর দাড়িয়ে নৃত্য করবে।

........................আর ক্ষমতায়
গেলে তত্বাবধায়ক সরকারের দাবীতে হরতাল
হলে, সে হরতাল প্রতাহারের
নামে গুলি করে মানুষ মারবে।

বি এনপি সংঘাতের ক্ষেত্রে আওয়ামী লীগের কাছে শিশু ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: তীব্র সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.