নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম পদ্মা রিসোর্ট । মাত্র ৩০০টাকায় আপনিও যেতে পারেন( শর্ত প্রযোজ্য)। কোথায় কত টাকা লাগবে সবসহ পোস্ট।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

প্রথমেই শর্ত বলে নেই, গুলিস্থান থেকে রিসোর্ট এ যাওয়া থেকে আসা সাথে দুপুরের খাবার পর্যন্ত ৩০০ টাকায় হবে। কটেজে থাকতে পারবেন না। এছারা আপনার ব্যাক্তিগত খরচ এর ভিতরে পরবে না।



প্রস্তুতিঃ ১টা ব্যাগ নিন, সাথে ভেজানোর জন্য গেঞ্জি ও থ্রী কোয়ার্টার প্যান্ট বা আপনার যা ইচ্ছে সেটা নিন। গামছা ও লুঙ্গি (বদলানোর জন্য) নিবেন। ক্রিম নিতে পারেন যা শীত।



গুলিস্থান থেকে গাংচিল গাড়িতে উঠে পড়ুন। এ গাড়িতে টিকেট কাটতে হবে না। ভারা ভিতরে দিতে হবে।



লৌহজং ( ঘোড়দৌড় বাজার) এর টিকেট নিন। ৬৫ টাকা নিবে।



এবার কাউকে জিজ্ঞেস করুন কিভাবে রিসোর্ট এ যাওয়া যায়। স্থানীয় অনেক কেই দেখলাম পার্ক বললে ভাল চেনে। পদ্মা রিসোর্ট ভাল চেনে না। :D



ঘাটে ইঞ্জিন চালিত নৌকা আছে, তাকে বলুন রিসোর্ট এ যাবেন। তিনি রিসোর্ট এ প্রবেশ ও যাওয়া-আসা বাবদ ৫০ টাকা নিবে।

নামার পরে ছবি তুলতে পারেন কয়েকটা। ;)

ঢুকে পড়ুন ভিতরে।



এই রকম কিছু কটেজ দেখতে পাবেন।



রিসোর্ট এর মাঝে কয়েকটা গাছ আছে, যার থেকে বাতাসে তুলা উড়ে আসে প্রতিনিয়ত।

আপনার মনে হতে পারে তুষার।

অনেক চেষ্টা করেও তার ছবি আনতে পারিনি। ক্যামেরা ভাল না। /:)

আপনি ভালটা নিয়ে যেতে পারেন।

মাঝে বসার ব্যাবস্থা আছে। কিন্তু পক্ষীকুলের মল পরে খুব একটা ভাল অবস্থায় নেই। ভাল খবর এটা যে সব শুকনো আপনার প্যান্ট এ লাগবে না।

ড্রেস বদলে নিন, ভারি ড্রেস পরে আর কত?



চাইলে খেলতে পারেন। ফুটবল নিয়ে আসলে ভালই সময় কাটবে। কানামাছি বা গানের কলি দিয়ে সময় পার করে দিন কিছুটা। এবার ঘাসের উপর বসে থাকতে পারেন।



শুয়ে থাকতে পারেন। এভাবে। ;)



আসলে রিসোর্ট এর মধ্যে দেখার জিনিস এই কটেজ গুলোই।





তুলতে পারেন প্যানারমা ছবিও।









এবার গোসলে যান।



নামার আগে ছবি তুলুন।

পরেও তুলুন।







নদীর পারে হাঁটতে পারেন।



আশপাশের কাশবনে যেতে পারেন গোসল শেষে।



এবার ঘাটে এসে অপেক্ষা করুন কখন বোট এপারে আসবে।

আসলে পার হয়ে যান।

উপভোগ করুন পদ্মার রূপ।





পারে নেমে যেখানে বাস থেকে নেমেছিলেন সেখানে চলে আসুন।

ওখানে তানজিল ঘরোয়া হোটেল নামে একটি হোটেল দেখতে পাবেন। মালিকের নাম বিল্লাল। দোকানটি খুজে না পেলে ফোন দিতে পারেন তাকে। ০১৭১০৩৪৫৩০৫। যে কোন তথ্য পেতে তার সাহায্য নিন।





ওটায় যান। মুরগির রান সাথে ডাল দিয়ে ভাত খান। রান্নাটা দারুন করে। ব্যবহারটাও দারুন। ১০০ টাকায় হয়ে যাবে।

ভাত ২ প্লেট ২০ টাকা, মুরগী (রোস্টের পিস) ৭০ টাকা। ডাল ১০ টাকার নিন।

খাওয়া হলে দোকানের সামনে চেয়ার নিয়ে বসে রেস্ট নিন। বিল মিটিয়ে আবার গাংচিল বাসের জন্য অপেক্ষা করুন। ঐ বাস ধরে চলে আসুন গুলিস্থান।

ভাগ্য ভাল হলে দেখতে পাবেন কিভাবে চলন্ত বাসে দাড়িয়ে ঘুমাতে হয়।





মোট খরচঃ

বাস ভারাঃ ৬৫*২= ১৩০

বোট ও প্রবেশঃ ৫০

খাওয়াঃ ১০০

সব মিলে হল ২৮০ টাকা।

বাকি ২০ টাকা আমার মোবাইল দিয়া দিলেই ৩০০ টাকার মধ্যে ঘোরা হয়ে গেল। :P:P



যারা রাতে থাকতে চান তাদের বলছি :

কটেজ ভাড়া সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২৫০০ টাকা ।

বিকাল ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৩৫০০ টাকা।

খাওয়া সকালের নাস্তা ১০০ টাকা, দুপুর ও রাতের খাবার ৩৫০টাকা করে জন প্রতি।

কটেজে ৩টা বেড , ১টা বারান্দা ও ১টা টয়লেট আছে। কটেজগুলো মোটামুটি আড়াই তলা।



পদ্মা রিসোর্ট এর আসল রুপ দেখা যায় বর্ষায়।



এই ছবিতে কিছুটা দেখা যাচ্ছে।



এত ভালোর মধ্যেও রিসোর্টটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো রিসোর্টটি

বেশী বড় নয়।

শীতের সময় কটেজগুলো বাদে দেখার তেমন কিছু নেই।

তবে বর্ষায় সম্পূর্ণ ভিন্ন রুপ দেখা যায়। তখন দেখলে শুধু ১টি শব্দই বলতে পারবেন......................

"অসাধারন"

আমার সাথে ফেবু তে যারা ফ্রেন্ড তারা সব ছবি দেখতে এখানে যান।

মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

অর্ফিয়াস বলেছেন: নট ব্যাড :)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

পথহারা নাবিক বলেছেন: ভাইজান মহিলা মানুষ নিয়া যাওয়া যাবেতো!! :) :)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: আস্তে কন মিয়া ভাই। যাবে মানে, সেইফ জায়গা। কিছু যুগল তো ২০ মিনিট ছিলো। এসেই কটেজ ভারা নিয়া ঢুকছে, ২০ মিনিট বাদে বের হয়ে চলে গেছে। :)

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: সুন্দর সুন্দর ছবি দেখিয়ে যাওয়ার প্রলোভন দেখানোয় আপনাকে ২০ টাকা জরিমানা করা হইল। অনাদায়ে আরো ২ টাকা ফাইন।


নাইস পোষ্ট

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: রিমুভ কইরা দিমু ভাবতাছি। হুদাই ফাইন ডিমু ক্যা? :(
ধন্যবাদ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

সাইবার অভিযত্রী বলেছেন: ++++++++++++++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

বেকার সব ০০৭ বলেছেন: দেখি সময় করে ঘুরে আসবো, পোস্টে ++++++++++++
৪ জনের মধ্যে আপনি কত নাম্বারে

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
কালো ৩ কয়ারটার পরা আমি। সবুজ টি শার্ট আমি।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

মো: আতিকুর রহমান বলেছেন: বাহ অচাম... লোভ হচ্ছে

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ঘুরে আসেন। :)

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

চারশবিশ বলেছেন: পথহারা নাবিক বলেছেন: ভাইজান মহিলা মানুষ নিয়া যাওয়া যাবেতো!! :) :)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

সাইফুর রহমান পায়েল বলেছেন: লেখক বলেছেন: আস্তে কন মিয়া ভাই। যাবে মানে, সেইফ জায়গা। কিছু যুগল তো ২০ মিনিট ছিলো। এসেই কটেজ ভারা নিয়া ঢুকছে, ২০ মিনিট বাদে বের হয়ে চলে গেছে। :)

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

আরিফুর রহমান বাবুল বলেছেন: লিখার ধরনটা খুবই সুন্দর। ভাল লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

তামিম ইবনে আমান বলেছেন: ভালো বর্ণনা দিসেন :) কটেজ ভাড়া টাড়া সম্পর্কে তো কিছুই কইলেন না?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: ২৫০০ টাকা সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা। ৩০০০ টাকা বিকাল ৫ টা থেকে সকাল ১০ টা।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

নীল ভোমরা বলেছেন: যাব।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: খুব ভাল বর্ননা দিয়েছেন ভাই। ইনশা আল্লাহ দেশে ফিরে যাব।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
দেশে আসবেন কবে?

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

সাদ আরেফিন বলেছেন: সোজা প্রিয়তে .।.।।। বাইয়া বউ লইয়া জাইতারুম নি ???? :P :P :P

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: জি পারবেন, বউ ছারাও যেতে পারবেন।
ধন্যবাদ।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

বনসাই বলেছেন: বর্ণনা চমৎকার হয়েছে। তবে এটা পদ্মা রিসোর্টের রূপ তুলে ধরে নি। সেখানে যেতে হয় ঘোর বর্ষাতে। তখন সব গুলো কটেজের নিচে পানি চলে আসে। পূর্ণিমা রাতে এক অনন্য দৃশ্য হয় সেখানে। ওখানে দিন ও রাতের জন্য কটেজ ভাড়া নেয়া যায়। খাবারের নিজস্ব ব্যবস্থা আছে। দাম কম নয়। ওয়েবপেজ ভিজিট করতে পারেন আর এখানে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন ০১৭৪৬ ০২৬ ১৩৪।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।
আমিও কিছু তথ্য দিব।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

ডট কম ০০৯ বলেছেন: মনিটরের সামনে বইসাই তো ঘুরে আসলাম। শুধু শুধু খরচ করব কেন?

হাহাহহাহাহহ

সুন্দর পোষ্ট।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

সাইফুর রহমান পায়েল বলেছেন: নিজে গেলে আরও ভালো লাগবে।
ধন্যবাদ।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

সুমন কর বলেছেন: চমৎকার !!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর পুস্টে ছুধুই +++++++++আর++++++++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আর ধন্যবাদ।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

বেকার সব ০০৭ বলেছেন: লেখক বলেছেন: আস্তে কন মিয়া ভাই। যাবে মানে, সেইফ জায়গা। কিছু যুগল তো ২০ মিনিট ছিলো। এসেই কটেজ ভারা নিয়া ঢুকছে, ২০ মিনিট বাদে বের হয়ে চলে গেছে। মার্ত ২০ মিনিট, হেগুরে দিয়া কোনো কাম হইবো না

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

সাইফুর রহমান পায়েল বলেছেন: হেগুর কাম কাইজ আমিও বুঝিনা, এত টাকা খরচ কইরা ২০ মিনিট ঘুরতে আসার কাম কি? ভুদাই পুলাপাইন।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

ওবায়েদুল আকবর বলেছেন: বেকার সব ০০৭@ আপনে মনে হয় ২০ দিনের আগে কটেজ থিকা বাইরই হইতেননা ;) ;)

এইভাবে বলবেননা, বললে কিন্তু ........ ভয় পাইতে পারে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: ২০ দিন!!!! তাইলে ওনার সাথে কেউ যাইতে রাজি হইব না।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০২

নিশি মানব বলেছেন: অনেক সুন্দর একটা জায়গা।
তবে পূর্ণিমার সময় গেলে হিমুর কারিগরের "রুপালী দ্বীপের জ্যোৎস্না আলোর" মত চরম অনুভুতি পাওয়া যায়। বর্ষাকালে গেলে আর মজা।
নৌকা নিয়ে ঘুরে বেড়াটে পারেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: আসলেই বর্ষায় এর রুপ যৌবন আরও বেড়ে যায়।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

বেকার সব ০০৭ বলেছেন: ওবায়েদুল আকবর@ আমি ২০ দিন না থাকলেও, ২০ ঘন্টা তো নিশ্চিত থাকতাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: ২০ ঘণ্টা আর ২৪ ঘণ্টার ভারা একি। আপনি ২৪ ঘণ্টাই থাইকেন।

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

বেকার সব ০০৭ বলেছেন: না ভাই ৪ ঘন্টা হাতে রাকতে হবে, যাতে করে ৪ ঘন্টার মধ্যে ঢাকা আসতে পারি

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: ৩ ঘণ্টা হাতে রাখলেই হবে। আপনি আরও ৩০ মিনিত থাইকা আইসেন। টাকা দিয়া ভারা নিসেন, তাইনা?

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: যাওনের ইরাদা আছে :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: ঘুরে আসুন। ভাল লাগবে।

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

মহসিন৭১ বলেছেন: আমার দুই পোলারে লইয়া গেলেতো আর আইবার চাইবো না।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১১

সাইফুর রহমান পায়েল বলেছেন: না গেলে তো মিস করবেন।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

গৃহ বন্দিনী বলেছেন: বর্ষা কালে যাওটাই ভাল মনে হয় । কটেজ কি ঢাকা থেকে আগেই বুকিং দিয়ে রাখা যায় ফোনে ?

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১২

সাইফুর রহমান পায়েল বলেছেন: আগেই বুকিং রাখা যায়। বর্ষা কালে যাওটাই ভাল।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৭

অন্ধকার ছায়াপথ বলেছেন: যাইতে মুন্চায়....

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: যান ঘুরে আসেন। ভাল লাগবে।

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১

আমি তুমি আমরা বলেছেন: কটেজ ছাড়া দেখার মত কি আর কিছুই নাই?

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: নদী আছে। আর তেমন কিছু নেই।

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

টেকনিসিয়ান বলেছেন: রাজনৈতিক পরস্থিতি ভাল হলে আমি যামু। এখন গেলে জলন্ত বাসে রাজনীতি কাবাব হইয়া যাইতে পারি।


বর্ণনা অনেক ভাল লাগল।

ধন্যবাদ।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: পরিস্থিথি ঠাণ্ডা হলে গেলেই ভাল হবে।

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

টেকনিসিয়ান বলেছেন: কটেজ ভাড়া সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২৫০০ টাকা । ??

সকাল ১০টা ....... দিনের বেলা প্রাকৃতিক দৃশ্য না দ্যাখে এসময়ে ভাই কারা এত টাকা দিয়া বিছানায় গড়াগড়ি খায় বুঝতে পারলাম না ভাই... X(( X((

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

সাইফুর রহমান পায়েল বলেছেন: ার পরেও খালি সব পাবেন না।

২৯| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

নাজিয়া রিফকা বলেছেন: যাইতে আসতে কতক্ষন লাগবে ভাই?
ভোরে গিয়া দিনের মধ্যে ফিরে আসা যাবে?

২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

সাইফুর রহমান পায়েল বলেছেন: হ্যা, একদিনের মধ্যে যাবে। আমি একদিনের হিসেবেই পোস্ট দিয়েছি।
যেতে ২ ঘণ্টা লাগবে। ৪ টায় ফিরলে সারে ৬ টার মধ্যে গুলিস্তান আসতে পারবেন।

আপনি যে ছবি দেখছেন পোস্ট এ, অই দিন আমরা ৭ টায় রওয়ানা দিয়ে ৬ টায় ফিরতে পেরেছিলাম।

৩০| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০৬

ফুসকা বলেছেন: লেখার ধরন টা অসাম খুবি ভালো লাগলো ;)

২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

সাইফুর রহমান পায়েল বলেছেন: ফুস্কা, আমরা আবার যাব, যাবে নাকি?
লেখাতে তোমার ছবি ও আছে। দেখেছ?

৩১| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:১২

তাসজিদ বলেছেন: ৩০০ টাকা । আলবৎ যামু B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: ২০ টাকা আমারে দিতে ভুললে খেল্বনা।

৩২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: আমরা ভাবি আমাদের ভবিষ্যত বিসিএস ক্যাডার হওয়া। ভালো একটা চাকরি করা।
আর এরা? ভাঙ্গারি বিক্রি করা, তরমুজ বিক্রি করা আর

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২

সাইফুর রহমান পায়েল বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.