নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

কান্নার এপিঠ ওপিঠ

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

অফিস থেকে নামার বা আসার সময় প্রায় প্রতিদিনই একি জায়গায় দেখি কেউ না কেউ কাদছে।
বেশীর ভাগ ক্ষেত্রেই মহিলা বা মেয়ে মানুষ। লিফটের দরজা বন্ধ হওয়ার আগে পর্যন্ত সেই কান্নার শব্দ ভেসে আসে।
না কোন ভিক্ষুক নয়। যারা কাদে তারা কেউই মধ্যবিত্তের নিচেনা।
যারা কাদে তারা স্বামীর অত্যাচারের শিকার কোন গৃহবধুও নয়।
ভাবছেন তাহলে কেন এত কাদে সবাই??
তারা কাদে ভালবাসায়। ভালবাসার এতই ক্ষমতা, একসাথে কয়েকজন কাদে।
প্রতি দিনই সেই ঠুকরে ঠুকরে কান্না আমাকে স্পর্শ করে যায়।
আজ অফিস থেকে ২ বার বের হয়েছি। ২ বাড়ি কান্নার শব্দ কানে এসেছে। যাওয়ার সময়
প্রথম প্রথম কিছু দিন খারাপ লাগত। ভাবতাম বিপদে আছে কিনা। কিন্তু তারা কাদছে আসলে টানে। এই কান্নার মাঝে কোন খাদ নেই। শুধু খাটি ভালবাসা আছে।
আমার অফিসের নিচে একটা হাসপাতাল আছে। প্রতিদিন কোননা কোন রোগীর জন্য কেউ না কেউ কাদছেই। ভালবাসার বন্ধনে মানুষ আসলেই অনেক নিরুপায়। তারা হাজার চেষ্টা করলেও এই কান্না থামবার নয়।
যে ভালবাসায় কোনও খাদ নেই। সেই ভালবাসায় সিক্ত কান্না কি থামানো যায়?

লেখাটি এখানেও প্রকাশিত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

খেলাঘর বলেছেন:



বাংগালীর পেটে তা'হলে ক্ষুধা কমেছে, এবার দরকার ভালোবাসা!

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: আমাদের ভালোবাসারও কমতি নেই। আজ কাল কার ছেলে মেয়েদের সো কলড "ভালোবাসার" ভিরে খাটি ভালোবাসা হারিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.