নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

ফেবুর পতাকা স্রোতে গা ভাসানোর আগে একটু ভাবুন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

ফেসবুকে ইদানিং আমরা বেশ বাঙালি হয়ে উঠেছি। আপনাদেরও চোখে পরবে হয়ত।

কেউ ইভেন্ট খুলে ইনভাইট করে, কেউ ছবি বানিয়ে ট্যাগ করে, কেউ চ্যাটে বলে, কেউ তো আরও দরদী দেশের জন্য, ফোন করেও বলে আমার প্রোফাইলে যেন ডিসেম্বর মাসে বাংলাদেশের পতাকার ছবি প্রফাইলের ছবি হিসেবে রাখি।

দেশের জন্য কিছুই তো করতে পারিনা। এটা করলে যদি দেশ প্রেম প্রকাশ পায় না হয় তাই করলাম। সারা বিশ্বের কাছে আমাদের দেশের পতাকার পরিচয় করাতে আমার কোন আপত্তি নেই। স্রোতে না হয় গা ভাসালাম।

কিন্তু যা শুরু হয়েছে তাতে আমি অবাক হচ্ছি। কেননা হাজার মানুষের ছবি প্রায় একি রকম।

হোক না তাতেও আপত্তি নেই। কিন্তু পতাকার নাম ভাঙ্গিয়ে ডিজুস কায়দায় অথবা পুরনো পতাকা(লাল বৃত্তের মাঝে ম্যাপ) দেয়া কি আমাদের ঠিক হচ্ছে??

এতে আমাদের উদ্দেশ্য কতটা সফল হচ্ছে।

আমরা শুধু রেকর্ড এর চিন্তা করি। এত কোটি মানুষ একসাথে এক ছবি দিলে তা রেকর্ড হবে, হ্যানো ত্যানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি ভেবে দেখেছি তাতে একজন মানুষ কনফিউশনে পরে যাবে বাংলাদেশের পতাকা আসলে কোনটা। সবুজের মাঝে লাল, নাকি লালের মাঝে হলুদ ম্যাপও আছে??

কেউ তো বৃত্তাকৃতির পতাকা দিয়েছে। কারটা আবার পুরোই বর্গ আকৃতির।

হাজারো ডিজাইন আর নতুনত্তের পতাকা দেখে মনে হয় লাল আর সবুজ আছে এমন কোন জিনিস হলেই আমাদের পতাকা হয়ে গেল। বেছে একটাকে দিলেই হল।



আমরা বার বার ভুলে যাচ্ছি আমাদের পতাকা একটাই, তা হল সবুজের মাঝে লাল ও আয়াতাকার।







লাল কিন্তু পুরো মাঝেও নয়।

আর লালের মাঝে কোন হলুদ ম্যাপও নেই।







এটা ৬ মার্চ ১৯৭১ সালের থেকে ১৯৭২ সালের ১৬ জানুয়ারী পর্যন্ত ছিল। ১৭ জানুয়ারী থেকে লালের মাঝের হলুদ ম্যাপটা বাদ দেয়া হয়।



উইকি থেকে দেখে নিতে পারেন সব।



দেশপ্রেম দেখাতে গিয়ে দেশের পতাকা বদলে যেন না যায়।

আপনি সতর্ক থাকুন, সতর্ক দৃষ্টি রাখুন কেউ এই ভুল করছে কিনা।

আশা করি যারা ছবি বদলাবে তারা সবাই সঠিক পতাকার ছবিটাই ব্যাবহার করবেন।

আসুন দেশের প্রতি ভালবাসা প্রকাশ করি। কিন্তু বেশি ভালবাসা প্রকাশ করতে গিয়ে যেন দেশের পতাকা বদলে না ফেলি।



লেখাটি ফেবুতেও প্রকাশিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন:




সহমত।


আমরা না বুঝেই হুজুগে আনেক ভালবেসে ফেলি দেশকে। কিন্তু এই ভাল যে একটা পর্যায় আমাদের জন্য খারপ কিছু হয়ে যেতে পারে তা কেই লক্ষ করি না।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: Dhonnobad lekhatir mormo bojhar jonno. Fb te to ami rajneeti korchi, netibachok lekhi etc etc boleche oneke. Mozar bisoy boleche jara tader sobar pro pic er potaka djuice marka. Lol.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.