নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন কি শুধু পণ্যের প্রচারই করে? এটা তো সামাজিক সচেতনতা বৃদ্ধিরও একটা মাধ্যমও বটে।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

ইদানিং বিজ্ঞাপন গুলো কেমন যেন। দেখতে বা কাহিনী ভালই লাগে। কিন্তু সব মিলিয়ে মূল্যায়ন করতে চাইলে দেখা যায় আসলে অত ভাবার্থ নেই। এখানেই ডট কমের বিজ্ঞাপন আর ডায়লগ ভালই লাগে। এটা কোথায় শেষ করবে তার কোন ঠিক নেই।

বাংলালিংক এর কল ড্রপের বিজ্ঞাপন দেখলে মনে হয় কল ড্রপ একটা সম্পর্ককে নিমিষেই ভেঙ্গে দিতে পারে ভালবাসা যাদের ঠুনকো, একটা কল ড্রপই ভেঙ্গে দিতে পারে, তাদের ওই সম্পর্ক ভেঙ্গে যাওয়াই শ্রেয়।

তবে বাংলালিংকের “বাবুর বাবুটা কেমন হত?” সেটা কিন্তু চোখের জল ঝরিয়েছে অনেকের।

তাদের স্যরি মা বিজ্ঞাপন

তাদের তুমি কেমন মা বিজ্ঞাপনটা ভাল ছিল।

তাদের সব বিজ্ঞাপন।

------------------------------------------------------------



রবি অনেক ফালতু বিজ্ঞাপন দিয়েছিল। ১০ সেকেন্ড পালসের বিজ্ঞাপন তো জঘন্য লেগেছিল। ইদানিং পড়শি কে দিয়ে একটা বিজ্ঞাপন করিয়েছে, সম্ভবত এখানেই ডট কমের মত ধারাবাহিক করবে। কিন্তু এগুলো শুধু দেখতেই ভাল লাগে। আসলে কোন শিক্ষা নেই।

কিন্তু রবির এই( Recent) বিজ্ঞাপনটি দেখলে আপনার লোম দাড়িয়ে যাবে। (যেমন আমার হয়েছিল)

“একা আমরা সবাই , কিন্তু সবাই মিলে কি একা ?”





বিজ্ঞাপনের শেষটায় একটা মেয়ে একি কথা বলে। যেন ছোট গল্প। হইয়াও হইলনা শেষ।





তাদের সব বিজ্ঞাপন।



ফ্রেশ মিল্কের লাভ ইউ মা বিজ্ঞাপনটাও ভাল লেগেছিল আমার।



এবার গুগলের একটা বিজ্ঞাপন দেখুন



গ্রামীনের কথা না বললেই না। তারাও অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়েছে। তাদের কথা কাচের বোতলে জমিয়ে রাখা বিজ্ঞাপন টা ভাল।



কল ড্রপের বিজ্ঞাপনটাও ভাল করেছে।

৩জি এর (দাদী)

তাদের মা বিজ্ঞাপনটার কথা আমরা ভুলতে বসেছি।

আর ময়না পাখির বিজ্ঞাপনটা, যেটা দিয়ে দিঘীকে আমরা চিনি।



আপনারা কি গ্রামীনের আগের বিজ্ঞাপন গুলো দেখেছিলেন? সব বিজ্ঞাপন দেখতে এখানে





আরও হাজারো হৃদয় স্পর্শ করা বিজ্ঞাপন আছে। পাশাপাশি আছে কিছু আতেল টাইপের বিজ্ঞাপন। কিছু কিছু বিজ্ঞাপন আছে মজা দেয়ার জন্য। কিন্তু কিছু বিজ্ঞাপন কিন্তু সারাজীবন আপনার হৃদয় ছুয়ে যাবে। সব বিজ্ঞাপনের কথা মনে ও থাকে না। আপনাদের কাছে কোন খোঁজ থাকলে জানান। যোগ করে দিব লেখায়। একটা বিষয় কিন্তু ভাবার মত। বিজ্ঞাপন শুধু মাত্র পণ্য প্রচারের মাধ্যম হিসেবে না রেখে আমরা এর মাধ্যমে সামাজিক সচেতনতা, আমাদের সমস্যা ও এর সমাধানের উপায় তুলে ধরতে পারি।

লক্ষ্য করলে দেখবেন, যে সব বিজ্ঞাপনে শুধু পন্যের বিজ্ঞাপনে সীমাবদ্ধ না রেখে তার মাধ্যমে সচেতনতা, আমাদের সমস্যা ও এর সমাধানের উপায় তুলে ধরা হয়েছে, আমরা কিন্তু সে সকল বিজ্ঞাপন গুলোই বেশি পছন্দ করি।

আমারা অবশ্য আমাদের ইমোশনে লাগে এমন বিজ্ঞাপনও খুব পছন্দ করি।

বিজ্ঞাপন তা যাই হোক, খেয়াল করলে দেখবেন আমাদের বিজ্ঞাপন গুলো অনেক মানসম্মত। সব না। সব হবে ও না। কিন্তু যা হচ্ছে তাই কম কি বলুন?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

আহলান বলেছেন: রবির বিজ্ঞাপনটা লাইফ ওকে চ্যানেলে প্রদর্শিত সাবধান ইন্ডয়িার একটি বাস্তব কাহিনীর নকল। তারপরেও ভালো বলি আর কি!

বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পণ্যের প্রচার ও প্রসারই ঘটাতে চাই। যার কারণে পুরুষদের পণ্যেও নারীর ব্যবহার বিশ্রী রকম চোখে লাগে।

ইংল্যান্ডে হরলিক্স খেয়ে লম্বা হওয়ার বিজ্ঞাপন প্রচারিত হয় না, কিন্তু এই দেশে হয় .....

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

সাইফুর রহমান পায়েল বলেছেন: রবির বিজ্ঞাপনটা যে ধার করা তা জানা ছিল না।

বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পণ্যের প্রচার ও প্রসারই ঘটাতে চাই। যার কারণে পুরুষদের পণ্যেও নারীর ব্যবহার বিশ্রী রকম চোখে লাগে। - ভাল বলেছেন।

বিজ্ঞাপনে নারী রাখতেই হবে কেন?
আমার পরিচিত এক সহকারী পরিচালককে এই প্রশ্ন করেছিলাম। কেন নারী থাকবেই। সে কি বলেছিল জানেন?
মেয়ে নিলে তাদের লাভ আছে। মেয়েরা নতুন হলে “SACRIFICE” করলেই তাদের বিজ্ঞাপনে নেয়া হয়।
যদিও সবাই এক না। কিন্তু কিছু মানুষ তো বদ তাইনা? তারা তো বিজ্ঞাপনে সুযোগের বিপরীতে “SACRIFICE” এর অদল বদল করতেই পারে। এ কারনে বিজ্ঞাপনে কিছু থাকুক আর না থাকুক নারী থাকে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট ভালো লেগেছে। :)


অন্য একটি বিষয়ে দৃষ্টি আকর্ষন করছি। দয়া করে ফেসবুক পেইজের লিংকটি এখান থেকে সরিয়ে নিন। ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনার লেখাটি ভাল লেগেছে জেনে ভাল লাগলো।

ফেবু লিঙ্ক আপনার কথা মত সরালাম। কিন্তু দিলে কি ঝামেলা বুঝিয়ে দিলে খুশি হইতাম।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিংকটি সরানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। :)

ব্লগনীতি মালা অনুযায়ী, নিজস্ব ব্লগ ব্যবহার করে অন্য একটি প্লাটফর্ম/ নিজস্ব ওয়েবসাইট/ ফেসবুক পেইজ ইত্যাদি ভিজিট করার কোন লিংক দিলে আমরা তা নীতিমালার ২জ. ধারা অনুযায়ী বিষয়টিকে বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত করে পোষ্টটিকে সরিয়ে দিই।

আপনার কাছ থেকে আরো ভালো ভালো পোষ্টের অপেক্ষায় থাকলাম। শুভেচ্ছা রইল।

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ। বিষয়টা জানা ছিল না। জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.