নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

বিমান টিকেটের ওয়ানস্টপ সেবা (AIR TICKET এর শুধু মাত্র তথ্য দেয়া হয়। )

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪



আপনার একটি মেইল/এসএমএস/ফোন পারে এয়ার টিকেটের সব তথ্য আপনার কাছে পৌঁছে দিতে।
যা যা উল্লেখ করতে হবে।

১। কোথা থেকে কোথায় যাবেন,
২। রিটার্ন নাকি ওয়ান ওয়ে,
৩। কবে যাবেন আর ফিরবেন কবে।
৪। কয়জন যাত্রী।
কোন এয়ারলাইনস পছন্দ থাকলে তাও উল্লেখ করুন। ফিরতি মেইলে আপনার কাছে পৌঁছে যাবে সব তথ্য।
যোগাযোগ করুন এই মেইলে
[email protected]

*মেইলের উত্তর দিতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তারাতারি জানতে মোবাইলে এসএমএস করতে পারেন। বা ফোন করে জানান আপনার তারাতারি জানা দরকার। আমরাই জেনে আপনার নাম্বারটি তে ফোন করে সব জানাব।
*বুকিং করতে সব তথ্য লাগবে।
* যাত্রী ১২ বছরে নিচে (Children) হলে বা ২ বছরের নিচে (Infant) হলে অবশ্যই উল্লেখ করুন।
* ফোন, এসএমএস বা মেইলে টিকেট ইস্যু করা হয়না।
* যারা নিয়মিত যান তারা জানেন, যারা যান না তাদের জন্য বলছি, যে বিমানের টিকেটের মূল্য সর্বদা পরিবর্তনশীল। আমি আপনাকে আজ যে ভাড়া বলব, কাল তার চেয়ে কম বা বেশী হতে পারে। এজন্য ‘পিএমবি ট্যুরস এন্ড ট্রাভেলস’ কোন ভাবেই দায়ী নয়। উল্লেখ্য, রিটার্ন টিকেটে সাধারনত খরচ কম হয় (আন্তর্জাতিক টিকেটে)।
*এটা শুধু মাত্র বিমানে যারা যাতায়ত করেন তাদের সুবিধার কথা ভেবে শুরু করা হয়েছে। এই সেবাটি যে কোন সময় কোন কারন দর্শানো ব্যাতীত বন্ধ করার অধিকার ‘পিএমবি ট্যুরস এন্ড ট্রাভেলস’ রাখে।
* সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফোন, এসএমএস বা মেইলের উত্তর দেয়া হবে। শুক্রবার বা সরকারী ছুটির দিন বাদে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২০

খেলাঘর বলেছেন:


কেমন চলছে, কেহ তো কোন কমেন্ট করলো না।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: অনেকেই খোজ নিচ্ছেন, কিন্তু প্রায় সবাই বিক্রয়.কম থেকে খোজ পেয়েছেন। সামু থেকে মাত্র ২ জন খোজ নিয়েছেন। ১ জন ঢাকা-ব্যাংকক, আরেকজন ঢাকা-কাঠমুন্ড এর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.