নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান ভিসার সব কিছু। কিভাবে আবেদন করবেন, ভিসা পেতে কি কি লাগবে সব সহ।

২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৮

আগেই বলেছিলাম ইন্ডিয়ার ভিসার বিস্তারিত একটা লেখা দিব। সেই প্রতিশ্রুতি রাখতেই আমার এই লেখা।
যারা অলরেডি ডেট পেয়েছেন তারা তো আসল কাজ করে ফেলেছেন। তাদের জন্য যা লাগবে।

বাংলাদেশি নাগরিকদের জন্য যা লাগবেঃ
* অনলাইনে আবেদন এর কপি (অবশ্যই ডেট থাকতে হবে)
*২ ইঞ্চি বাই ২ ইঞ্চি ছবি।(ফর্ম এর নির্ধারিত জায়গায় লাগাতে হবে)
* জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন এর কপি
* আবাসনের প্রমান( বিদ্যুত/গ্যাস/পানির বিলের কপি, প্রেসেন্ট ও পারমানেন্ট দুটোই এবং ৬ মাসের বেশী পুরোণো নয় এমন বিল দিতে হবে )
* ছাত্রদের ক্ষেত্রে পরিচয়পত্র (মেয়াদ থাকতে হবে) ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের কপি।
*পাসপোর্ট ও তার কপি (অবশ্যই ৬+ মাসের মেয়াদ থাকতে হবে, আগের পাসপোর্ট থাকলে তা ও জমা দিতে হবে।
* ভ্রমনের জন্য আর্থিক প্রমান ( ব্যাঙ্ক স্টেটমেন্ট ৬ মাসের ১৫০০০+ টাকা থাকতে হবে অথবা ডলার এন্ডরস্মেন্ট করাতে হবে ৳১৫০ বা তার বেশি)
* চাকুরীজীবি দের এনওসি লাগবে।

** বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা ফী ৬০০ টাকা।
নির্ধারিত তারিখে আপনি ঢাকা তে আবেদন করে থাকলে ধানমন্ডি/মতিঝিল বা গুলশান যে কোন অফিসে জমা দিতে পারবেন। আপনার ওয়েব ফাইলে কোন বানান ভুল দেখলে গুলশানে যান, সেখানে ভুল সংশোধন করে ফর্ম জমা নেয়, ২০০ টাকা বা ৩০০ টাকার বিনিময়ে। বাকি দুটোতে এই সুবিধা নেই।

টিপসঃ
আপনি ব্যাবসায়ী/চাকুরিজীবি হলে অবশ্যই ডলার এন্ডরস্মেন্ট করবেন না, একাউন্ট দেখাবেন। নতুবা ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যাবে।

==================================
ই টোকেনের ঝামেলা না পোহাতে চাইলে কি করবেন??
==================================





ঢাকা-শিলং-ঢাকা:
ই-টোকেন ছাড়া ১ মাসের ভিসা
সহযোগিতায়: শ্যামলী পরিবহন
জমা নেয়া শুরু: ২৫ জুন
প্রয়োজনীয় কাগজপত্র: অরিজিনাল পাসপোর্ট, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এনডোর্স,
আপ-ডাউন টিকেট ৪,০০০/- ও ভিসা ফী ১,০০০/-
কাগজপত্র জমা দেওয়ার পর ভিসা পেতে সর্বোচ্চ ৫ কর্মদিবস লাগতে পারে
Source: Shyamoli Paribahan, Arambagh (opposite-Notredam College)

(আন্ডারলাইন করা অংশ টুকু "ট্যুর গ্রুপ বিডি" থেকে সংগ্রহ করা)


====================================
যারা আমার মত ঝামেলা করে ৬ মাসের ভিসা পেতে চান।
====================================


এই লিংকে যান।

নিচের চিত্র ২ এর মত একটা পেইজ আসবে।


উপরে বামে দেখুন "Online Visa Application" আছে (চিত্র ২ এর ১ লেখা লিংকে) ক্লিক করুন।





চিত্র ৩ এর মত একটা পেইজ আসবে। সব পূরণ করুন। কন্টিনিউ করে পরের পেইজে যান।
লক্ষ্য করুন, আপনাকে একটা টেপমোরারি ফাইল নাম্বার দিয়েছে। এটা সংরক্ষন করে রাখুন।

এই পেইজে আপনার পারসনাল তথ্য চাইবে, এখানে একটি অপশন আসবে "Visible Identification Mark" আপনি চাইলে এখানে NIL লিখে দিতে পারেন। বাকি সব পূরণ করে পরের পেইজে যান।




চিত্র ৪ এর মত একটা পেইজ আসবে।
সেখানে আপনি আপনার ঠিকানা ও পরিবার এর বিস্তারিত দিবেন। মনে রাখবেন ঠিকানা অবশ্যই বিলের কপির মত করে লিখবেন। আপনার বিলের কপিতে যা দেয়া তাই দিন।
পরিবারের বিস্তারিত তে "Previous Nationality" অপশনটা বাধ্যতামুলক নয়, কিন্তু তবুও এটা পূরণ করে যান। না হলে ফেরত পাঠাবে আপনাকে।

পরের পেইজে চিত্র ৫ এর মত একটা পেইজ আসবে,



আপনার ভিসার টাইপ মেয়াদ ও পোর্ট দিন। প্রবেশ ও বাহিরের পোর্ট একই দিন, না হলে ভিসা দিবে না।
আপনি যদি নিশ্চিত না হন কোন পোর্ট ব্যাবহার করবেন, তাহলে "BY AIR/HARIDASPUR" দিন।

ইন্ডিয়ার রেফারেন্স এ কোন হোটেলের ঠিকানা দিলেই হবে। গুগল থেকে হোটেলের নাম, ঠিকানা, নাম্বার নিয়ে পূরণ করুন এবং নোট করে রাখুন।
আপনার ছবিটি বাধ্যতামুলক না হলেও ঝামেলা এড়াতে এটা আপলোড করুন।
পরের পেইজে আপনার পূরণ করা ফর্মটা দেখাবে। ভাল করে চেক করুন। ঠিক না থাকলে "Edit/Modify" তে ক্লিক করে ঠিক করুন।

ঠিক থাকলে পরের পেইজে যান। এই পেইজে কন্টিনিউ দেয়ার পরে আবার "OK" করতে হবে।
পরের পেইজে নোট করে রাখা হোটেলের তথ্য গুলো দিন।এখানে হোটেলের ঠিকানা কলকাতায় দেয়া ভাল যেহেতু পোর্ট "BY AIR/HARIDASPUR" দেয়া হয়েছে। সেক্ষেত্রে স্টেট "WEST BENGAL" এবং জেলা "KOLKATA" দিন।

পরের পেইজে গেলেই আপনাকে ১২ ডিজিটের একটা কোড দিবে। সংরক্ষন করুন।এটা আপনার ওয়েব ফাইল।

এবার আবার ওই লিংকে যান, সেখানের উপরে ডানে দেখুন "Print Registered Application" (চিত্র ২ তে ৩ নং লিংক) যান।
সেখানে, ইন্ডিয়ান মিসন, আপনার ১২ ডিজিটের কোড, জন্ম তারিখ ও পাসপোর্ট নং দিয়ে "Get Appointment" বাটনে ক্লিক করে ডেট নিতে চেস্টা করুন।


টিপসঃ সারাদিন ডেট পাবেন না "No Appointment Date Available" দেখাবে,
শুক্র ও শনি বার বাদে বাকি ৫ দিন সকাল ৮টা ২৫ এর পরে ঢাকার ডেট ছারে। তখন চেস্টা করে দেখতে পারেন। এই সময় সার্ভার খুবই ব্যাস্ত থাকে

যদি মাঝে বিদ্যুৎ চলে যায় বা আপনার হাতে সময় কম থাকে, তাহলে আপনাকে একটা টেম্প ফাইল নাম্বার সংরক্ষন করতে বলা হয়েছিল, সেটা দিয়ে যে পর্যন্ত কাজ করেছেন তার পরের থেকে কাজ শুরু করতে পারবেন।

কিভাবে??? সেই আগের লিংকে যান, এরপরে "Complete Partially Filled Form" এ ক্লিক করে আপনার তেম্প ফাইল আইডি দিন। ক্যাপচা দিয়ে পরের পেইজে গেলেই দেখবেন পুরন করা আছে, যেটুকু বাকি আছে সেই পেইজে গিয়ে সেখান থেকে শুরু করুন

সব ঠিক থাকলে নির্ধারিত তারিখে আপনার সব জমা নেয়ার আগে আপনাকে একটা ফর্ম দিবে, যা পুরন করে দিলে তারা সেটাতে সীল ও সাক্ষর করে কবে পাসপোর্ট ফেরত দিবে তা জানবে। আপনার ফর্মটিতে অবশ্য এটা লেখা থাকবে।

যেদিন দেয়ার কথা, সেদিন দুপুরের পরে ফর্মটি জমা দিয়ে পাসপোর্ট নিন। দেখুন আপনাকে ভিসা দিয়েছে কিনা। দিলে লাগানো থাকবে। না দিলে আবার আবেদন করতে হবে। সেক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি আবার করতে হবে।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৭

মো: আশিকুজ্জামান বলেছেন: উপকারী পোষ্ট। ব্যঙ্গালোরে যাওয়র সহজ পথ জানা থাকলে বলবেন। NIMHANS Hospital।

২৫ শে জুন, ২০১৫ দুপুর ১২:২০

সাইফুর রহমান পায়েল বলেছেন: দুঃখিত ভাই, জানা নেই।

২| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

রোদেলা বলেছেন: লেখাগুলও নিয়ে রাখলাম।আপনার অনুমুতি পেলেই ছাপাতে দেব।ওয়ার্ডে ফেলতে আমার খুব ক০অষ্ট হচ্ছে।কিছু লেখা ওয়ার্ড আকারে ই-মেইল করুন আর আপনার ফোন নম্বর দিন।
[email protected]

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: অনুমতি দেয়া হল। ফেবুর একটা গ্রুপে আমি ওয়ার্ড আকারে ডক বানিয়ে দিয়েছি। সেটা আপনাকে পাঠাবো। সাথে ফোন নাম্বারও মেইল করব। আমার মেইল আইডিঃ [email protected]
আজকেই মেইল পাবেন আশা করি।

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

কাজী মেহেদী হাসান বলেছেন: আশিকুজ্জামান:
হাওড়া স্টেশন থেকে প্রতিদিন কয়েকটি ট্রেনে সরাসরি ব্যাঙ্গালোর যাওয়া যায়। ২০/২২ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে। প্রতিদিন সকাল ১১টা ও রাত সাড়ে আটটায় ট্রেন আছে। ফেয়ারলি প্যালেস(পূর্ব রেলের সদর দপ্তর) এ যান। বিদেশি কাউন্টারে যাবেন। তারাই সব বলে দেবে। পাসপোর্ট নিয়ে যাবেন আর কিছুই লাগবে না। ফেরার তারিখ জানা থাকলে ফেরার টিকিটও কেটে নিতে পারেন, সুবিধা হবে।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

সাইফুর রহমান পায়েল বলেছেন: কি কোন মিয়া ভাই, আমি তো দীঘা থেকে ইন্ডিয়ান মানুষ যেভাবে টিকেট কাটে সেভাবে কেটেছি। আমাদের (বিদেশীদের) জন্য স্পেশাল কাউন্টারে কি জিনিস একি নাকি যা তাই?
আগামী বার গেলে ফেয়ারলী প্যালেস থেকেই টিকেট নিব।

@মো: আশিকুজ্জামান, ভাই দেখেন আপনার কাজে লাগবে।

@কাজী মেহেদী হাসান, ভাই আপনাকে ধন্যবাদ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: আমরা ভাবি আমাদের ভবিষ্যত বিসিএস ক্যাডার হওয়া। ভালো একটা চাকরি করা।
আর এরা? ভাঙ্গারি বিক্রি করা, তরমুজ বিক্রি করা আর

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: :(

৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

থিওরি বলেছেন: উপকার
হ্যাপি বব্লগিং

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.