নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। প্রথম পর্ব

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

শর্তাবলীঃ
১। যেতে হবে বাই রোডে।
২। নাক সিটকানো যাদের স্বভাব, তারা দূরে থাকুন।
৩। সাথে একটি স্মার্ট ফোন নিয়ে যান।
৪।। ২ বা তার বেশি মানুষের জন্য এই খরচ প্রযোজ্য হবে। একজন হলে হোটেল ভাড়া বেশি পরবে।
৫। বাস, ট্রেন বা হোটেল সব নন এসি। এসি তে খরচ বেশি।
৬। যেহেতু কম খরচে ভ্রমন তাই একটু ঝামেলা হবে, মেনে নেয়ার মানসিগতা থাকা চাই।

এই ট্যুরে যা যা দেখবঃ
১। ইন্ডিয়ান মিউজিয়াম
২। ফোরট উইলিয়াম,
৩। হাওড়া ব্রীজ
৪। হাওড়া স্টেশন, (এই স্টেশনে ২৭ টা প্লাটফর্ম)
৫। মেট্রো রেল স্টেশন দেখা ও রেলে চড়া।
৬। দীঘা সাগর সৈকত (নতুন ও পুরাতন ২ টাই।)
৭। দীঘা স্টেশন।
৮। হুগলী ব্রীজ (বিদ্যা সাগর সেতু)
৯। ইন্ডিয়ান রেল মিউজিয়াম
১০। জেমস প্রিন্সেট
১১। রেসকোর্স,
১২। ময়দান।
১৩। ইডেন গার্ডেন পার্ক
১৪। ইডেন গার্ডেন স্টেডিয়াম।
১৫। নিউ মার্কেট
১৬। ভিক্টোরিয়া মেমোরিয়াল
১৭। বনগাঁ স্টেশন
১৮। দমদম স্টেশন।

বিঃদ্রঃ রেল স্টেশন গুলো আসলে আপনার আসা যাওয়ার মধ্যেই পরবে। আপনি একটু ঘুরে দেখবেন আর ছবি তুলবেন।


সাথে যা রাখবেনঃ
১। অবশ্যই পাসপোর্ট
২। পাসপোর্টের ফটোকপি।
৩ ভিসার ফটোকপি।
৪। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৫। চাকুরী করলে এনওসি এর কপি রাখুন। (না হলে ২০০ টাকা গচ্ছা দিতে প্রস্তুত থাকুন যা হিসেবের বাইরে)
৬। গামছা।
৭। স্মার্ট ফোন বা (সম্ভব হলে কলকাতার একটা ম্যাপ)
৮। তেল ক্রিম লোশন যে যা মাখেন সাথে নিন।
৯।। ক্যামেরা (ঘুরবেন ছবি তুলবেন না তা কি হয়?)

কিভাবে কি করবেনঃ
ঢাকা থেকে বেনাপোলের টিকেট কাটুন। এমন ভাবে কাটুন যেন সকাল ৬ টার আগে বেনাপোল নামতে পারেন। ভাড়া ৫০০ টাকার মত। আমি মাদারীপুর থেকে গিয়েছিলাম তাই ঢাকা থেকে ভাড়া জানিনা।

তবে শ্যামলী এসি বাসে ঢাকা থেকে কলকাতার ভাড়া ১৭০০ টাকা। এটার সুবিধা এক বাসেই কলকাতা নামা যাবে। মাঝে নামতে হবে ইমিগ্রেশন এর জন্য। পার হয়ে আবার ওই বাসে উঠে যাওয়া যায়। যেহেতু আমরা কম খরচে যাব, তাই এই প্রক্রিয়া বাদ।
সকাল ৬ টার সময় ভ্যান বা অটো রিকশা করে বাংলাদেশ ইমিগ্রেশন অফিসে যান, ভাড়া জন প্রতি ১০ টাকা। সেখানে ফর্ম নিয়ে দারান অনেকেই আছে, তাদের ১০ টাকা দিলে তারা ফর্ম পূরণ করে দিবে। লাইনে দাঁড়ান। ৬.৩০ এর সময় এটা খোলে। যদি আপনি দালাল না ধরতে চান, তাহলে একাই ভিতরে ট্র্যাভেল ট্যাক্স জমা দিন। জন প্রতি ৫০০ টাকা। ২টা ডকুমেন্ট দিবে। সাথে রাখুন। ভেতরে একটা কাগজ রেখে আরেকটায় সিল মেরে ফেরত দিবে।
আরেক্তু সামনে গেলে আপনার পাসপোর্ট ও ভিসা চেক করে ওই তারিখের একটা সিল দিবে যে আপনি বাংলাদেশ ছেরে যাচ্ছেন। (আমি ফর্ম পুরনের পরে এক পুলিশের সাহায্যে এটুকু করেছিলাম সবার আগে, আমরা ২ জন তাকে ১৫০ টাকা দিয়েছিলাম, তিনি ট্রাভেল ট্যাক্স ২ জনের জমা দিয়ে পাসপোর্টে সীল এনে দিয়েছিলেন। আমাকে শুধু ট্রাভেল ট্যাক্সের কাগজে সীল নিতে হয়েছিল আরেকটা কপি জমা দিতে হয়েছিল।)

ব্যাস বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ। অপেক্ষা করুন। ইন্ডিয়া তে ৬.৩০ বাযে বাংলাদেশের ৭টায়। ওপাশ থেকে খুলে দিলে একে একে এগিয়ে যান। যাওয়ার সময় বাংলাদেশি ২ জন পুলিশ বসে বসে আপনার ভিসা ও সীল চেক করে তারপর ছারবে। আপনি ছাত্র বা ব্যাবসায়ী হলে ছেরে দিবে, কিন্তু চাকুরী করলে এনওসি চাইবে। না দিতে পারলে ৫০০ টাকা চাইবে, মুলা মুলি করলে ২০০ টাকায় হবে।
এবার ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে এগিয়ে যান।
(চলবে)


২য় পর্ব।

৩য় পর্বের লিংক।

চতুর্থ পর্বের লিংক।

৫ম ও শেষ পর্বের লিংক।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪

মাহমুদ০০৭ বলেছেন: সুন্দর পোস্ট এবং কাজের । ধন্যবাদ আপনাকে ।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। পরের পর্ব কাল পাবেন। সাথেই থাকুন।

২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৭

বাকি বিল্লাহ বলেছেন: একটু ছোট হয়ে গেল না??
পোস্টে ছবি থাকলে পড়তে আরো ভাল লাগে। শুভ কামনা।

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: সময় করে লেখা হচ্ছেনা। আজই ২য় পর্ব পাবেনা আশা করি।
ছবি দিতে গিয়ে একবার সব লেখা মুছে গিয়েছিল। তাই দেয়া হয়নি। পরে পাবেন।
এখন চেষ্টা করে দেখি আবার পারি কিনা।

ভালো থাকুন।

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫০

রাঘব বোয়াল বলেছেন: সুন্দর উপস্থাপন। এরকম একটি পোস্ট আমার ইন্ডিয়া ভ্রমনের আগেই দরকার ছিলো।কিন্তু দুর্ভাগ্য এরকম কোন পোস্ট তখন (২ মাস আগে) পাইনাই।
আপনাকে একটা অনুরোধ এরকম পোস্ট এভাবে পার্ট বাই পার্ট না দিয়ে একেবারে পোস্ট করলে প্রিয়তে রাখতে সুবিধা হবে। ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫২

সাইফুর রহমান পায়েল বলেছেন: সময় করে লেখা হচ্ছেনা। আজই ২য় পর্ব পাবেনা আশা করি।সব লেখা হলে ১ম টার সাথে জুরে দিব। যেহেতু বিস্তারিত লিখে দিচ্ছি, তাই একটু সময় লাগবে।
আমি গত মাসে(১৭ সেপ্টেম্বর ২০১৫ তে) গিয়েছিলাম। আমিও তখন বিস্তারিত কিছু পাইনি। না বুঝে দালাল কে ১৫০ রুপী দিতে হয়েছিল। আর এনওসি এর জন্য বাংলাদেশি পুলিশকে ২০০ টাকা।
আমার লেখা পরে যদি একজন মানুষও এসব ঝামেলা থেকে বেচে যায়, তাহলেই স্বার্থক এই লেখা।
ধন্যবাদ আপনাকে।

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৭

ঢাকাবাসী বলেছেন: ভাল পোস্ট।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

টয়ম্যান বলেছেন: উপকারি পোস্ট, প্রিয়তে নিলাম ভাই ।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১২

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩

ক্যান্সারযোদ্ধা বলেছেন: সিলেটের গন্ডিটাই এখন পেরুতে পারি নি। ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৭| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৮

সুমন কর বলেছেন: প্রিয়তে রেখে দিলাম।

কাজের পোস্ট।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: ই টোকেন কি ভাবে পেলেন? দালাল ধরে না নিজেই? দালাল ভাল আছে চেনা শোনা ?

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: আমার একটা লেখা আছে ভিসা সম্পর্কিত। আপনি চাইলে পরতে পারেন। নিজে নিজে আগে চেষ্টা করে দেখেন। আমি করেছিলাম। ডেট পাইনি। পরে একজনকে ২০০০ টাকা দিয়ে করিয়েছিলাম।
আগে চেষ্টা করেন। ডেট পান বা না পান অনেক কিছু জানতে পারবেন।

৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ছবি হলে বেশী ভাল হতো, তবে ভাল হয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: ছবি দিতে চেষ্টা করেছি। ঝামেলা করে। ফেবুর এলবাম শেয়ার করব ভাবছি।

১০| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনার সহজ প্রক্রিয়া ভাল লাগল।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ২য় পর্ব প্রকাশ করেছি। পরে দেখতে পারেন।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০১

ডিএনএ মনির বলেছেন: ভালো লাগলো। আমি আগামী ১৫ তারিখ রাতে যাব। আপনার পোস্ট কাজে লাগবে আর আমরা স্টুডেন্ট। তিন জন যাব কোনো পরামর্শ থাকলে বলবেন কোন হোটেল থাকা যায় আর দার্জিলিং জন্য পরামর্শ যদি আপনার জানা থাকে।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে দেখলাম ভুটানের বাস ছারে। সময় জানার জন্য দাঁড়িয়ে ছিলাম। কাউকে পাইনি। ওই বাসে সম্ভবত দার্জিলিং যাওয়া যাবে। তবে ভাল হবে ট্রেনে গেলে। যদি বেনাপোল দিয়ে যান, তাহলে যেদিন কলকাতা যাবেন, সেদিনই গিয়ে হাওড়া স্টেশন থেকে আগেই জেনে আসবেন দার্জিলিং এর ট্রেন কখন ছারবে। শীতের পোষাক সাথে নিয়েন সাথে একটি ছাতাও। নভেম্বরে অনেক ঠাণ্ডা থাকবে।

কলকাতায় হোটেল অনেক। শীতের মৌসুমেও বুকিং করতে হয়না। যাবেন, কয়েকটা ঘুরবেন, দরাদরি করে উঠবেন। নেট থেকে তথ্য নিতে পারেন, কিন্তু আমরা ওয়াই-ফাই সহ ডাবল রুম ৭০০ রুপী নেটে দেখে ২ টা হোটেলে গিয়ে দেখি আসলে ওয়াই-ফাই নেই। ২ টার একটাও নেটে দেয়া তথ্যের সাথে মেলেনি। এক বাংলাদেশী ভাই এর পরামর্শে মারকুইস স্ট্রীটের সাথে "ডিয়ার হোটেল" এ উঠেছিলাম।

দার্জিলিং গেলে সম্ভবত ১২ ঘন্টার মত ট্রেনে ভ্রমন করতে হবে। যদি যান তাহলে ঘুম স্টেশন অবশ্যই দেখে আসবেন। টাইগার হিল গিয়ে সূর্যোদয় দেখা, ঘুম মনাস্টারি বা ইগা চোলিং বৌদ্ধমঠ দেখা এবং রক গার্ডেন দেখা মিস করবেন না।

কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি ৫৮৬ কি.মি.। নিউজলপাইগুড়ি এনজেপি নামেই পরিচিত। এনজেপি থেকে ভাড়ায় বা শেয়ারে ট্যাক্সি করে তিন ঘণ্টার পথ দার্জিলিং। ইচ্ছে করলে যে কেউ ‘হিমালয়ান ট্রয় ট্রেন’ -এ যেতে পারবেন। সময় লাগবে ৭-৮ ঘণ্টা। শিয়ালদহ বা হাওড়া থেকে এনজেপি বা গোয়াহাটিগামী যে কোন ট্রেনে চেপে যাওয়া যায়। উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পদাতিক, বা সর্বাধিক পরিচিত ‘দার্জিলিং মেল’ এ নিউ জলপাইগুড়ি তারপর দার্জিলিং! রিজার্ভেশন টিকিট করতে হলে আগেই বুকিং দিতে হবে। এনজেপি, শিলিগুড়ি বা দার্জিলিঙে থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। তবে আগে থেকেই বুকিং দিলে ভাল হয়।

সবচেয়ে ভাল হয় যদি আপনার ভিসা চেংরাবান্ধা দিয়ে করা থাকে। তাহলে দার্জিলিং যেতে সুবিধে হবে। কারন ওই পোর্ট দিয়ে ঢুকলেই শিলিগুরি পরে।
সে যাই হোক, আপনার ভ্রমনের বিস্তারিত লেখার অপেক্ষায় থাকলাম। ভাল থাকুন।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২০

ডিএনএ মনির বলেছেন: ধন্যবাদ ভাই , কিন্তু আমি কলকাতা হয়ে যেতে হবে কারণ আমার পারমিট বেনাপোল। আর কলকাতা কোনো রকম সমস্যা হয় কিনা যেমন চুরি ছিনতাই। আর আপনারা যে হোটেলে ছিলেন তার এড্রেস কি দেওয়া যাবে??? তিনজন বেড কেমন ভাড়া হতে পারে একটু আইডিয়া দিলে ভালো হয়। পোর্ট কোনো টাকা বা রুপি নিয়া যেতে পারব কিনা বা কোনো সমস্যা হবে কিনা। দালাল দরে কোনো কাজ করতে চাই না। আমরা নিজেরা সব কাজ করতে চাই। বাসে বেনাপোলে কথায় নামতে হয় ( ভলভো তে যাব ) ওখান থেকে কত দূর।
আর একটা কথা বলতে ভুলে গেছি আমরা আগ্ররা , দিল্লি ও যাব। আগে দার্জিলিং যাব না আগ্রা যাব বুজতে পারছি না আপনার জানা থাকলে বলবেন।

আপনার মূল্যবান মতামতের জন্য আবার ধন্যবাদ।
আর আপনার পরের পর্ব জন্য বসে আছি।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: আগে দার্জিলিং না আগ্রা যাবেন সে বিষয়ে কিছু বলতে পারছিনা। আমি যাইনি। নেট থেকে পাওয়া তথ্য এর উপর বিশ্বাস না করে বাস্তব অভিজ্ঞতা আছে এমন কার থেকে জানুন।
আমি কলকাতায় রাতে প্রায় ১২ পর্যন্ত বাইতে ছিলাম। ছিনতাই বা এজাতীয় সমস্যা দেখিনি। তবে একজন ট্রেনের মাঝে ভিড়ের মধ্যে সাবধান থাকতে বলেছিল। আমি ট্রেইনের মধ্যে টাকা আর মোবাইল ব্যাগে রেখেছিলাম। ব্যাগ ছিল আমার কাছে।

ডিয়ার হোটেল।
৫২, মির্জা গালীব স্ট্রীট, কল্কাতা-৭০০ ০১৬
এই হোটেলটা আমার কাছে ২ জনের জন্য ঠিক মনে হয়েছে। কিন্তু ৩ বা বেশী হলে অন্য হোটেল যাচাই করে নিবেন।
ডাবল বেডের রুম সে বেশী চাইলেও আপনি ৭০০ অফার করবেন। আশা করি রাজি হবে।
৩ বেডের হলে ১০০০ হতে পারে, জানা নেই।

ওখানকার হোটেলের অনেক রুমেই জানালা নেই। জানালা ছাড়া রুমে উঠবেন না। এটা আমার মতামত।
আপনার ভ্রমন শুভ হোক।
ভালো থাকুন।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

ডিএনএ মনির বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য আবার ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

থিওরি বলেছেন: পোস্টে প্লাস এবং সরাসরি প্রিয়তে

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩২

দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: very well written, i also plan to go there, please give tips as mych as posibal

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১

সাইফুর রহমান পায়েল বলেছেন: কি জানতে চান বলুন। জানা থাকলে জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.