নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত ৩য় পর্ব।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯

১ম পর্বের লিংক।

২য় পর্ব এর লিংক।

৩য় পর্বঃ
দুপুরে খেয়ে পাশের দোকান থেকে একটা “থামস আপ” কিনুন। কোক, পেপসি তো অনেক খেয়েছেন। এবার নতুন কিছু হোক।
রুমে গিয়ে কিছুক্ষন রেস্ট নিয়ে ম্যাপ ও স্মার্ট ফোন সাথে নিয়ে বেরিয়ে পড়ুন।

ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এসে রাস্তা পার হোন, সিগন্যালের থেকে বাসে উঠুন। আগে জেনে নিন হাওড়া যাবে কিনা। এই বাস হাওড়া ব্রীজের উপর দিয়ে গিয়ে স্টেশনের সামনে নামাবে। টিকেটের মুল্য ৮ রুপী। বাস থেকে নেমে ব্রীজের দিকে না গিয়ে নদীর পাশ ধরে, হাওড়া স্টেশনকে ডানে রেখে রাস্তা ধরে হুগলী ব্রীজের দিকে হাঁটুন।
১০ মিনিটের মধ্যে ডান পাশে “ইন্ডিয়ান রেল মিউজিয়াম” পাবেন। ১০ রুপী করে টিকেট কেটে চাইলে ঘুরে দেখুন।



এবার হাওড়া স্টেশন এসে ভিতরে গিয়ে চার্ট দেখে, অথবা কারও থেকে জেনে আসুন দীঘার ট্রেন সকাল কয়টায় ছারে।
ট্রেনের নাম্বার যতটুকু মনে আছে আমার, ১৮০০১, চার্টে খুজলেই আশা করি পাবেন। এটা হাওড়া থেকে সম্ভবত সকাল ৬ টায় ছারে। নিশ্চিত নই কারন আমি গিয়েছিলাম বাসে, তাতে খরচ বেশি সময় ও বেশি লাগে।
জানা হলে হাওড়া ব্রীজ দর্শন করুন। কারও কাছে জিজ্ঞেস করে কালি ঘাট মন্দির দেখে আসতে পারেন।

দেখা হলে এবার ফিরতি বাস ধরুন। পার্ক স্ট্রীট এর টিকেট নিন। টিকেটের দাম ৮ রুপী জন প্রতি।
নিউ মার্কেটের এখানে ঘুরতে পারেন। কিছু কেনাকাটা করতে পারেন। ৯টার শো সিনেমা দেখতে পারেন। সিনেমা দেখলে হোটেলে জানিয়ে যাবেন আসতে ১২ টার বেশি বাজবে। আর সিনেমা দেখলে আগে রাতের খাবার খেয়ে নিবেন।
রাতে হোটেলে ফিরে বিস্রাম নিন। চার্জে দিন মোবাইল ও ক্যামেরা।


আমরা দীঘা গিয়েছিলাম বাসে, ফিরেছিলাম ট্রেনে। কারন আমি নেটে ঘেটে দিঘার কোন পোস্ট ব্লগে পাইনি।
ঠিক জানতাম না কিভাবে যাব। হোটেল ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান ধর্মতলা থেকে বাস যায়। তাই বাসে গিয়েছিলাম। দিঘা তে আমরা থাকিনি। আপনি চাইলে থাকতে পারেন, তবে আমার মতে না থাকাই ভাল।

সাথে ব্যাগ নিবেন, পাসপোর্টের ও ভিসার ফটোকপি রাখবেন। ভেজানোর জন্য কাপর ও বদলানোর জন্য লুঙ্গি এবং গামছা রাতেই গুছিয়ে রাখুন। দিঘা যেতে আসতে ২ জনের দুপুরে খাওয়াসহ ১০০০ রুপির মধ্যে হয়ে যাবে। বাড়তি ১০০০ রুপী সাথে রাখুন। এটা নিরাপত্তার জন্য রাখা। ২ জনে ভাগ করে রুপী রাখবেন। ফোন সাথে রাখবেন।
একটা ব্যাগ নিলেই হবে। খাওয়ার পানি নিয়ে নিন এক বোতল।
বাকি টাকা ও জিনিস হোটেলে রেখে, ম্যানেজারকে সকালে জানিয়ে যাবেন যে আপনাদের আসতে রাত হবে। ১২ টা ও বেজে যেতে পারে।
তাদের একটা কার্ড মোবাইল নাম্বারসহ সাথে রাখুন। আগেরটা থাকলে আর নিতে হবে না। ফ্রেশ ঘুম দিন। সকালে উঠতে হবে। ট্রেন ছারার দের ঘন্টা আগে উঠতে হবে। ফ্রেশ হয়ে বের হওয়ার মত সময় যেন হাতে থাকে। সেভাবে এলারম দিয়ে রাখুন।
(চলবে)

চতুর্থ পর্বের লিংক।

৫ম ও শেষ পর্বের লিংক।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯

মিমমা সুলতানা মিতা বলেছেন: খুব ভাল লাগছে আপনার ভ্রমন,

১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ। সাথেই থাকুন। আগামী পর্বে দীঘা সাগরের বিষয়ে বিস্তারিত থাকবে।

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

প্রামানিক বলেছেন: সুন্দর বর্ননা। পড়ে ভাল লাগছে লিখতে থাকুন। ধন্যবাদ

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫২

সাইফুর রহমান পায়েল বলেছেন: @প্রামানিক ভাই , ধন্যবাদ আপনাকে।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

আমি ধূসর বলেছেন: পোস্টে ছবি থাকলে আরো ভালো হতো। চমত্কার লিখেছেন

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪

সাইফুর রহমান পায়েল বলেছেন: ছবি দিতে চেষ্টা করেছি। ঝামেলা করে। ফেবুর এলবাম শেয়ার করব ভাবছি।
ধন্যবাদ আপনাকে।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: সাথে আছি......

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে। প্রতিটি পর্বে আপনার মন্তব্য আমাকে লেখার শক্তি যোগায়,

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

ডিএনএ মনির বলেছেন: ভালো লাগছে। আমি আগামী ১৫ /১০/২০১৫ তারিখ যাব । সকল পোস্ট কাজে লাগবে। আমার একটা প্রশ্ন সাথে রুপি নিতে বা টাকা নিতে পারব কিনা।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: যদিও সাথে রুপী বা ইউএসডি বাদে অন্য কিছু রাখার নিয়ম নেই। কিন্তু আমি সাথে টাকা নিয়ে গিয়েছিলাম। আমাকে ধরেনি। জিজ্ঞেস করেছিল, বাংলা টাকা আছে কিনা। মানি ব্যাগে কিছু আছে বলে খুলে দেখিয়েছিলাম। ৫, ১০ টাকার কয়েকটা নোট ছিল। কিছু বলেনি ছেরে দিয়েছিল।
সম্ভব হলে ঢাকা থেকে রুপী করে যান।কিছু টাকা বাংলা টাকায় রাখুন। জন প্রতি ৭০০ এর মত। ৫০০ ট্র্যাভেল ট্যাক্স, অটো ভাড়া, আর যদি লাগে। সে জন্য। টাকা ভাগ ভাগ করে রাখবেন।
দালাল আমাকে ১০০ টাকার বিনিময়ে ৮১ রুপী করে দিয়েছিল। এটা তখন ৮৩ এর একটু কম করে ছিল। আপনি ঢাকা থেকে করে নিয়ে গেলে দালাল এর খপ্পরে পরার সম্ভাবনা কমবে। তাছারা বর্ডার পার হলেই আপনার রুপির দরকার পরবে।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

ডিএনএ মনির বলেছেন: কতো রুপি রাখা যায় । ভালো লাগলো আপনার পোস্ট গুলো যা আমার যাত্রা আরও গতিময় করবে। আমার ভ্রমণ কাহিনী পোস্ট করার চেষ্টা করব।

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: নিয়ম অনুযায়ী একদেশ থেকে অন্য দেশে ভ্রমনের সময় ইউএসডি ৫০০০ পর্যন্ত রাখা যায়। এর বেশী নিতে চাইলে অনুমতি নিতে হবে।
৫০০০ ইউএসডি হিসেব অনুযায়ী ইন্ডিয়ান রুপী যত দারাবে তা রাখতে পারবেন।
আপনার ভ্রমন কাহিনী এর অপেক্ষায় থাকলাম। আগামী বছর আগ্রা আর দার্জিলিং যাওয়ার ইচ্ছে আছে। তখন কাজে লাগবে।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

বাধন খান বলেছেন: বালের দেশ ভারত।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: কখনও যাননি নিশ্চয়ই।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৫

দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: very well written, i also plan to go there, please give tips as mych as posibal

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: কি জানতে চান বলুন। জানা থাকলে জানাবো।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯

দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: দালালের নাম ও মোবাইল নাম্বার দিবেন প্লিজ

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১২

সাইফুর রহমান পায়েল বলেছেন: আমার কাছে কাস্টমসের কোন দালাল এর নাম্বার নেই। তবে লোকের অভাব হবে না। সবচেয়ে ভাল হয় কোন পুলিশকে দিয়ে কাজ করালে। যদি করান আরকি। আমরা বাংলাদেশের কাস্টমসে ৭৫ টাকা দিয়ে ইন্ডিয়ার কাস্টমস এর পর্যন্ত গিয়েছিলাম। ইন্ডিয়ার কাস্টমসে কোন টাকা দেইনি। একটা ফর্ম পুরন আর রুপি ভাঙ্গানোর ওখানে দালালকে ১০০ রুপি দিতে হয়েছিল ২ জনের জন্য।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: আমি আসলে ই- টোকেন দালালের কথা বলছিলাম ।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭

সাইফুর রহমান পায়েল বলেছেন: ও আচ্ছা। নাম্বারটা নেই। আমার ২০০০ লেগেছিল। আসলে আমার অফিসে সে আসতো। আমি একটা ট্র্যাভেল এজেন্ট এ জব করতাম। তখন পরিচয়। তখনি করিয়েছিলাম। এখন তো জব ওটা ছেরে দিয়েছি।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: দীঘা গিয়েছি অামি একবার। বাসেই যাওয়া অাসা করেছি। তবে ট্রেনটাই ভালো, সস্তা এবং সময়ও কম লাগে।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: আমারও তাই মত। ট্রেনটাই ভালো, সস্তা এবং সময়ও কম লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.