নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

"তোমার জন্য"

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

--কত নিল?
--৪৪০০ টাকা।
--বাজাতে পারিস?
--শিখবো।
--কার কাছে? ভর্তি হয়েছিস কোথাও?
--গীটার যখন কিনেছি বাজাতেও পারব।
--বেসিকটা তো জানতে হবে।
--আমার একটা ফ্রেন্ড আছে। পারে। আমাকে বলেছে কিভাবে ফিঙ্গারিং করতে হবে। কিভাবে শুরু করব সব শিখাবে।
--ইপু নাকি? ওর না ব্যান্ড ছিল?
--এখন আর নেই ওই ব্যান্ডে। বিয়ের পরে বাজানোই ছেড়ে দিয়েছে।
--ভাবী পছন্দ করে না?
--জানিনা।
নূর আর কিছু বলেনা। অনিক নূরকে সায়েন্স ল্যাবে আসতে বলেছিল সকাল ১১টার মধ্যে।
অনিক গীটার কিনবে আজ। নূর এর আসতে লেট হয়। দেরি দেখে অনিক একাই কিনে ফেলেছে। এটা একটা একুস্টিক গীটার। যদিও গিভসনের স্টীকার লাগানো, তবে আসল না।
--নূর, দুপুর তো হয়েই গেছে চল টিএসসি তে যাই। হাকিমের খিচুরি খেয়ে আসি। যাবি?
--আমার কাজ নেই। চল তোর সাথে যাই।
--হাকিম চত্বরে গেলে আরেকটা কাজ হবে। সৈকত বাজাতে পারে। ওর থেকেও কিছু টিপস নেয়া যাবে।
সৈকতকে কে ফোনে পাওয়া গেলনা।
তবে খিচুরি পাওয়া গেল।
অনিকের ফোনে সৈকত এসএমএস দিয়েছে একটা, সে ক্লাসে। বের হবে ৩ টায়।
--অনিক, হটাৎ গীটার ভূত ধরল কিভাবে?
--এমনি সখ করল।
--কিভাবে সম্ভব?? এক দিনেই কেমন বদলে গেলি?
--আরে না, আমি আগে থেকেই চেয়েছিলাম। সুযোগ সময় হয়নি। কেনাও হয়নি।
--তাই বলে পরীক্ষার আগে আগে এই কাজ করছিস কেন। ক্ষতি হবে না?
--না পড়াশোনা ঠিক রেখেই করব।
--তুই ছাত্র ভাল সেটা সবাই জানে। কিন্তু দেখিস, পরীক্ষা যেন খারাপ না হয়।
--আরেহ না দোস্ত।
অনিকের ফোন বাজে।
অনিক কথা বলতে বলতে একটু দূরে সরে যায়।
নূর প্লেট রেখে খিচুরির বিল দিয়ে দেয়।
অনিক এখনও কথা বলছে।
নূর চিৎকার করে ডাক দেয় "চা খাবি?""
অনিক সম্মতি দেয়।
নূর ২ কাপ চা নিয়ে আসে।
কাছাকাছি আসতেই অনিকের কথা নূর শুনতে পেল।
-- তুমি না গীটার পছন্দ কর? আজকে একটা কিনেছি। খুব তারাতারি শিখে ফেলব। তোমাকে পাশে রেখে তাহসানের "তুমি তো কারও নও, শুধু আমার" এই গানটা গাইব। সত্যি।
ওপাশের কথা শোনা যাচ্ছে না। নূর চা দেয়। অনিক চা নিয়ে আবার একটু দূরে যায়।
কিছুক্ষন পরে অনিক আসে।
--কার সাথে কথা বললি? এটা কি অনু ছিল?
--হু।
--ওর না আবিরের সাথে রিলেসন?
--গতকাল ব্রেক আপ হয়ে গেছে।
--আচ্ছা, এই কারনেই তোর হটাৎ গীটারের সখ জেগেছে। কারন অনু গীটার পছন্দ করে। তাইনা?
--অনিক কিছু বলে না।
--মেয়েটাকে তুই এই এক বছরেও ভুলতে পারস নাই?
--পারি না কি করব?
--সেই ২ বছর আগে তোকে সে ৩ মাস ঘুরিয়েছে। যখন তুই প্রপোজ করলি, তখন বলে কিনা তার রিলেসন আছে।
--হুম। আমি তো আর তাকে জ্বালাতন করিনি। রিলেসন ভাঙতে বলিনি। ভেঙ্গে গেছে।
-- না অনু ভাল মেয়ে। কিন্তু সে তোকে ৩ মাস কেন ঘোরালো। রুনিকে দিয়ে আগেই অনুকে জানিয়ে দেয়া হয়েছিল তুই তাকে পছন্দ করিস। তখন কেন রিলেসনের কথা বলল না।
-- দোস্ত এত কিছু জানিনা। ওকে আমি ভালবেসেছিলাম
--তোর সিদ্ধান্ত কি?
--আমি এখনও অনুকে ভালবাসি।
--আর কান্তা? যেই মেয়েটা তোকে ভালবাসে আর তুই সেইটা জানিস। তুই যেমন অনুর পেছনে পরে আছিস, কান্তাও তোর জন্যই অপেক্ষা করছে। আগেও বলেছি, এখনও বলছি তুই কান্তার কাছে যা। ওই মেয়েটা তোকে সুখে রাখবে।
অণু তো কয়েক দিন পরে আরেকজনের সাথে জড়াবে, আর তোকে বলবে Sorry. তখন?
--বাদ দে তো।
--আচ্ছা বাদ। তোর ফোনের কি হয়েছে? এই মোবাইল কেন?
-- ওটা বিক্রি করে দিয়েছি।
--মানে তুই ওটা বিক্রি করেই গিটার কিনেছিস?? তোর না এত শখের ছিল তুই কি পাগল?
--অনিক হাসে। ধুর বাদ দে।
২ দিন পরে নূরকে অনিক ফোন করে।
--হ্যালো অনিক।
==দোস্ত অনুর প্যাচ আপ হয়েছে। আবিরের সাথে। আমাকে আজ জানাল।
৫ বছর পরে...
--চল এই শীতে ঘুরে আসি।
--কান্তা হেসে দেয়। কোথায় যাবে?
--সেইন্ট মারটিন যাব। অফিস থেকে ছুটি নিব?
--তাহলে আমিও নেই। চল ঘুরে আসি।
--তিন দিনে হবে না?
--হবে।
অনিকের মোবাইল বেজে উঠলো। অনু ফোন দিয়েছে।
অনিক ধরে না। কান্তা বলল ধর। অনিক ধরে না।
যা চলে গেছে যাক। কান্তা আর তার মাঝে আর কোন কিছুকে আসতে দিবে না।
অনিক অবশেষে কান্তাকেই বিয়ে করেছে।
অনিক BCS দিয়ে এডমিন ক্যাডারে জয়েন করেছে।
কান্তাও একটা বেসরকারি ব্যাংকে জব করে।
তারা সুখে আছে।
আর অনু এর আবিরের সাথে ব্রেক আপ হয়েছে। সে এখন এক বিদেশি ছেলের বউ। ছেলে বিদেশে থাকে, অনু দেশেই আছে।
অনিকের সাথে যোগাযোগ করেছিল অনু, এবার আর অনিক তাকে প্রশ্রয় দেইনি।
আপনি যাকে পছন্দ করেন তার চেয়ে যে আপনাকে পছন্দ করে তাকে নিয়ে আপনি বেশি সুখী হবে। এই ধ্রুব সত্য টা আমাদের বুঝতে দেরী হয়, কোন কোন ক্ষেত্রে বুঝিনা।

লেখা: ০৫ ডিসেম্বর ২০১৬

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮

আরণ্যক রাখাল বলেছেন: এইটা কি গল্প না জীবন চরিত!!!

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ২ টাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.