নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুপুরী

২০ শে মে, ২০২৩ রাত ৮:৫৫

শহরে আগুন লেগেছে পুড়াগন্ধ বাতাসে
রাত পরীদের ডানা পুড়ছে ভালোবাসা আত্মহননে।
আগুন লেগেছে পেটের উদরে, আগুন লেগেছে বুকের বা পাশে
ক্ষুধায় পূর্ণ নগরে প্রেমিক মরছে প্রেমিকার ঠোঁটে।
নিরবতার নিস্তব্দতা কানের তালা ভাঙ্গে
মানবতা দাফন লাশের মিছিলে,
এক কুজো বুড়ী কী অভিলাষে
রূপকথার গল্প ফেরী করে এই মৃতদের শহরে!

বুকের উপর বুট উঠেছে
জীবনের সমাপ্তি বুলেটের চুম্বনে
রক্তের দাগ লেগে আছে হাতায়, কলারে
কলঙ্কের দাগ লেগে আছে
শাড়ির আঁচলে, ক্ষমতার সিংহাসনে।

এক দ্বৈতের রাক্ষুসে থাবার ভেতরে
পাখি গুলো গুমড়ে মরছে আর্তনাদে।

এই মৃত্যুপুরীতে,
আকাশ থেকে রক্ত ঝরছে
মাংস পুড়ার কালো ধৌয়ায় মেঘ গুলো কাঁদছে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৩ সকাল ৯:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময় এক দ্রোহের আর্তনাদ

২২ শে মে, ২০২৩ রাত ৮:৩১

পাজী-পোলা বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে মে, ২০২৩ রাত ৮:৩০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



এমন মৃত্যুপুরীতে এখনো বেঁচে যে আছেন
সেটাই বিস্ময় , শুধু বেচে থাকাই নয়
আবেগাপ্লত/ কিংব দু:খ ভারাক্রান্ত হয়ে
কবিতাও লিখছেন ।
লোকে বলে কবিতা নাকি সুকোমার হৃদয়ের বৃত্তি,
চিত্ত প্রফুল্য না থাকলে নাকি তাতে ফুটেনা
কবিতার ফুল , অনেক দুখের মাঝেও নাকি
কবিতার ফুল ফোটাতে ব্যস্ত থাকেন কবিকুল।
তাই দেখা যায় কবির মনে ফুল ফুটাতে মৃত্যুপুরীই
যেন এক আদর্শ চারণভুমি । যাহোক যে ভাবেই হোক
কবিতা লেখ চলুক , আমরাও তাতে করি বিচরণ ।

শুভেচ্ছা রইল

২২ শে মে, ২০২৩ রাত ৮:২৯

পাজী-পোলা বলেছেন: নিঃশ্বাস নেওয়া বলতে যদি বেঁচে থাকা বোঝায় তবে তো বেঁচেই আছি। এটা আসলেই বিস্ময়।

লোকের কথা কানে নেই না। লোকে অনেক কিছুই বলে।

এমন নয় যে কবিতা লিখতেই হবে, কবিতাই লিখতে হবে। ভাষা যেভাবে বেড় হয়, পদ্যে অথবা গদ্যে।

মৃত্যুপুরীই যদি কবিতা লেখার চারণভূমি হয়, তবে চাই পৃথিবী থেকে কবিতা নিষিদ্ধ হোক।

শুধু কথা বলতে চাই। রাগের কথা, ঘৃণার কথা, ক্ষোভ কিম্বা দু:খের কথা। যুক্তির কথা, ধর্মের কথা। প্রেম অথবা রাজনীতির কথা। সব কথা বলতে চাই। সেটা কবিতাই হোক অথবা গদ্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.