নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য.............

নিবিড় শ্রাবন

সাধারন মানুষ

নিবিড় শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর সম্পদ কেবল দুটি মোবাইল ফোন!

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০

প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণী পূরণ করতে গিয়ে হিমশিম খেয়েছেন সরকারি কর্মকর্তারা। কারন ব্যাক্তিগত সম্পদ বলতে যা বোঝায় তা উনার নেই। কেবল ব্যাক্তিগত, দলীয় এবং বিভিন্ন অফিসিয়াল কার্যক্রমের জন্য তার দুটি মোবাইল ফোনই কেবল সম্বল।

কি, ভাবছেন যে একজন প্রধানমন্ত্রীর সম্পদ থাকে না এটা কি হয়? হ্যাঁ, এটাই সম্ভব করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।

তার মুখ্য সচিবের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সুশীল কৈরালা সাদামাটা জীবনযাপনের জন্য বেশ পরিচিত। তার কোনো সম্পদ নেই। আছে কেবল দুটি মুঠোফোন।

বসন্ত গৌতম বলেন, ‘এই মুঠোফোন দুটিকে প্রধানমন্ত্রীর সম্পদ হিসেবে আমরা উল্লেখ করতে পারছি না। এ কারণে সম্পদের বিবরণী কীভাবে পূরণ করব, তা নিয়ে আমরা চিন্তিত।’ ওই কর্মকর্তা জানান, এমন পরিস্থিতিতে কোনো ধরনের সম্পদ উল্লেখ না করেই প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণী জমা দেবেন তাঁরা। বিবরণীতে কেবল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তথ্য থাকবে।

গত মাসে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কৈরালা। প্রধানমন্ত্রীর বাসভবনে উঠার আগে কাঠমাণ্ডুর উপকণ্ঠে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮

সুমন কর বলেছেন: চমৎকার খবর। উৎস দিলে ভালো হতো।

২| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বঙ্গমুলুকে এ কখনোই সম্ভব নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.