নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ রাতে একা আমি...এমন তো ছিলাম আরও বহুকাল নিয়ে...বুঝিনি একাকী আজকে রাতের মতো করে...........

ফুলফোটে

সে চায়-আবিরাম চায় - আমি যেন ডুব দেই তার মুগ্ধ -মুগ্ধতায় ////

ফুলফোটে › বিস্তারিত পোস্টঃ

কথা ছিলো...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫

কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে
বহুতল ভবন যেভাবে ভেঙে পড়ে ভুকম্পে ,
অথচ -একদিন নিখাদ- কনক্রিট ও সিমেন্টে-
গড়ে তোলা স্বপ্ন ।
কথা ছিলো-----
দীর্ঘ রজনীর স্বপ্ন হবে
লাল-ণীল,সবুজ-বেগুনি স্বপ্নগুলো হতে তৈরি হবে ফিনিক্স,
রঙের কারিশিমায় জীবিত হবে ভালোবাসার অঙ্গীকার ।
তারপর অনেকদিন ------
নিদ্রা-অনিদ্রায় তার উপস্থিতি
ছায়ারশ্মি আমার পশ্চাৎ -পাদদেশ।

''আমাকে একলা করে যেওনা,
আমার নিঃসঙ্গতা -আমার শুধরানো ,
তোমার জন্যই -এমনকি ভূল সিদ্বান্ত"

এখন আমি দানব হয়ে হাসতে থাকি---
কেঁদে উঠি নবজাতকের মতো ।
আমি নিস্পাপ থাকতে চাই প্রেম ভালবাসাহীন
অচেনা ধূ-ধূ ধূসরিমায় ।
আমাকে ফিরিয়ে নিয়ে এসোনা-প্রেম ভালবাসা সমেত--
জান্নাতের উর্বর ঠিকানায় ......////

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

জনম দাসী বলেছেন: কেঁদে উঠি নবজাতকের মত;;;;;;

শিশুর মত মন যার সেই তো কষ্ট পাবে; ভাল থাকুন ফুল, ভাল থাকুন...

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

ফুলফোটে বলেছেন: না...জনম দাসী...মন শক্ত পাথরের মতো...এখন...।এখন আর মন কষ্ট পায়না

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

জনম দাসী বলেছেন: মিথ্যে টা বলে যে কষ্ট টাকে চাপিয়ে নিয়ে গেলেন তা লেখাতেই প্রতীয়মান। খুব কম মানুষই বুঝে লেখার তারতম্য, আমি কিন্তু সে দলে নই। লেখার এই কথা গুলোই যে টানে লিখেছেন সে ভাবে যদি আপনি কারো সামনে গিয়ে বলতে পারেন সেই ব্যক্তি নির্ঘাত না কেঁদে পারবেনা যদি সে মানুষ হয়ে থাকে। আমারই তো চোখ থেকে এইযে লিখতে লিখতে জল গড়িয়ে পড়ছে। এর পরও কি বলবেন আপনি ভাল লেখক না। দীর্ঘশ্বাস ফেলে গেলাম...কষ্টে কষ্টিত হয়ে, ভাল থাকুন,

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

ফুলফোটে বলেছেন: উফফ!...লেখার গভীরতার মাঝে এক প্রকার সুখ লুকিয়ে থাকে...যা দুঃখের নদী তে গড়িয়ে পড়ে...।কোন কিছুই না বুঝে...।ভাল থাকবেন শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.