নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ রাতে একা আমি...এমন তো ছিলাম আরও বহুকাল নিয়ে...বুঝিনি একাকী আজকে রাতের মতো করে...........

ফুলফোটে

সে চায়-আবিরাম চায় - আমি যেন ডুব দেই তার মুগ্ধ -মুগ্ধতায় ////

ফুলফোটে › বিস্তারিত পোস্টঃ

প্রতিবিম্বে বোকা পাখি...

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

সেদিনে বিকালে এক বন্ধুর বাসায় গিয়েছিলাম কি যেন এক টা কাজ নিয়ে...
কাজের ফাঁকে গল্পও করছিলাম হঠাৎ পাশের রুম থেকে ডানা ঝাপটানোর আওয়াজ শুনলাম, মিনিট দু'এক যেতেই তান্ডব শুরু হলো; প্রচন্ড শক্তি বিলীয়ে কিছু একটা ডানা ঝাপ্টাচ্ছে আর গলা ফাটিয়ে কর্কশ ভারে ডাকছে।আমি জানতে চাইলাম ?
আমার বন্ধু পাশের রুম থেকে ১টা খাঁচা নিয়ে এলো...
খাঁচাতে একটা তোতা পাখি ।খাঁচা ভেঙ্গে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করছে...
নিজেকেও খুব বাজে ভাবে আহত করে ফেলেছে। কি দরকার পাখিটাকে আটকে রাখার? ছেড়ে দিলেই হয়।
- কিরে ব্যাটা পাখিটারে এমনে আটকায়্যা রাখছছ ক্যান? ছাইরা দে উইড়া যাকগা।
- এটার সঙ্গী মারা গেছে। ছাইড়া দিলে যাইয়্যা জানলার গ্রীলে বসবো নাইলে আয়নার সামনে যাইবো আর করুন সুরে ডাকতে থাকবো...।
অনেক গবেষণার পর বের করলাম পাখিটা প্রতিবিম্ব তৈরী হয় এমন জায়গায় গিয়ে বসে আর ডাকতে থাকে-সে তার প্রতিবিম্বের সাড়া চায়,সে প্রতিবিম্বটাকে তার সঙ্গী ভাবে।
আর অনেক করুণ সুরে ডাকে. . . .
পাখিটার গল্প এখানেই শেষ।
“আমরা মানুষ পাখিটার মতো বোকা হলে ভাল হতো;
আমরাও খাঁচাতে বন্দী।
কাউকে করুণ সুরে ডাকি -একাকিত্বের সঙ্গী হওয়ার জন্যে কিন্তু আমাদের পাশের জীবন্ত মানুষগুলো প্রতিবিম্বের পাখিটার মত নিষ্ঠুর!!!!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

আজমান আন্দালিব বলেছেন: ভাবনার বিষয় ...

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

ফুলফোটে বলেছেন: আমাদের ভাবা'র সময় কই...
ধন্যবাদ রইলো...

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৮

সায়েদা সোহেলী বলেছেন: অনেক গবেষণার পর বের করলাম পাখিটা প্রতিবিম্ব তৈরী হয় এমন জায়গায় গিয়ে বসে আর ডাকতে থাকে-সে তার প্রতিবিম্বের সাড়া চায়,সে প্রতিবিম্বটাকে তার সঙ্গী ভাবে।
আর অনেক করুণ সুরে ডাকে. . . .
পাখিটার গল্প এখানেই শেষ।
“আমরা মানুষ পাখিটার মতো বোকা হলে ভাল হতো;
আমরাও খাঁচাতে বন্দী।
কাউকে করুণ সুরে ডাকি -একাকিত্বের সঙ্গী হওয়ার জন্যে কিন্তু আমাদের পাশের জীবন্ত মানুষগুলো প্রতিবিম্বের পাখিটার মত নিষ্ঠুর!!!!!!


নিষ্ঠুর সুন্দর উপলব্ধি

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

ফুলফোটে বলেছেন: ধন্যবাদ আপনাকে......ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.