নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ রাতে একা আমি...এমন তো ছিলাম আরও বহুকাল নিয়ে...বুঝিনি একাকী আজকে রাতের মতো করে...........

ফুলফোটে

সে চায়-আবিরাম চায় - আমি যেন ডুব দেই তার মুগ্ধ -মুগ্ধতায় ////

ফুলফোটে › বিস্তারিত পোস্টঃ

বিষাদী চোখে অন্ধ হৃদয়

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬


চোখ তো অন্ধ হয়না,
অন্ধ জন্মান্তরের হৃদয়।

চোখের সীমারেখায় দূর...যত দূর যায়
যদি অন্ধকার দ্যাখি…
তবে কি ভাবা যায় নিশীকাল!

যদি দ্যাখি নীলাকাশ...খোলা তেপান্তরের মতো
তবে কি ভোর দিনমান!

যে কালে-যে দিনে ক্ষুয়েছে প্রহর কাল
দেখেছি নয়নে শূন্য-শূন্যতার।
অমোঘ সময়, শেষ বিকেলের চলে যাওয়া ট্রেনের হুয়িসল-
নির্জন সাক্ষী হয়ে থেকে যায় পলকহীন দৃষ্টিতে...
থর থর কেঁপে উঠা বিষাদী তীব্রতা
করে না ভেদ ...জন্মান্তরের অন্ধ হৃদয়।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

ফুলফোটে বলেছেন: মাথার উপর দিয়ে গেলো!!!!!

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

জনম দাসী বলেছেন: অমোঘ সময়, শেষ বিকেলের চলে যাওয়া ট্রেনের হুয়িসল-
নির্জন সাক্ষী হয়ে থেকে যায় পলকহীন দৃষ্টিতে ...

ভালো থাকা হোক সব সময় ফুল।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

ফুলফোটে বলেছেন: আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা@জনম দাসী

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগা রেখে গেলাম,প্রিয় ফুলফোটে- ফুঁটুক নিরন্তর,শুভকামনা রইলো ...

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪

ফুলফোটে বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভ কামনা...

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

জনম দাসী বলেছেন: কিছু লিখুন ফুল... কদিন হয়ে গেল আপনার নতুন লেখা নেই। আপনার লেখার অপেক্ষায় অনেকেই হয়তো পথ চেয়ে আছে। বিষাদের কথা গুলো আপনি খুব ভাল লিখতে পারেন। তবে এবার বিষাদ রেখে, অতীতের সুখ সময়ের কিছু বা একটা কবিতা অন্তত লিখতে পারেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

ফুলফোটে বলেছেন: আসলে আমি আজ কাল একটু ব্যস্ত সময় পার করছি...।আন্তরিক দুঃক্ষ প্রকাশ করছি...।তার পরও হয়তো লিখে ফেলবো কিছু একটা...।জানি না...কিছুই না।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

তুষার কাব্য বলেছেন: চোখ তো অন্ধ হয়না,
অন্ধ জন্মান্তরের হৃদয়।

বেশতো ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

ফুলফোটে বলেছেন: অনেক শুভ কামনা ও ধন্যবাদ

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

লেখোয়াড়. বলেছেন:
আপনার ব্লগে তো কবিতার পর কবিতার ফুল ফুটে আছে।
সুন্দর সব কবিতারা হাসছে।

ভাল, খুব ভাল।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

ফুলফোটে বলেছেন: আমি আপ্লুত এতো সুন্দর মন্তব্য শুনে...সু-স্বাগত আমার ব্লগে...।অনেক শুভ কামনায় সিক্ত হয়ে উঠুক দিনমান...

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

উল্টা দূরবীন বলেছেন: চোখ তো অন্ধ হয়না,
অন্ধ জন্মান্তরের হৃদয়

আসলেই।

চমৎকার লিখেছেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

ফুলফোটে বলেছেন: ধন্যবাদ ...আমার ব্লগে সু...স্বাগত...ভাল থাকবেন নিরন্তর

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কবিতা।

উপরের
সে চায়-আবিরাম চায় - আমি যেন ডুব দেই তার মুগ্ধ -মুগ্ধতায় ---- মুগ্ধতা।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

ফুলফোটে বলেছেন: আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ...।ভাল থাকবেন ময়ূরাক্ষী।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর আপনার লেখা।

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

ফুলফোটে বলেছেন: আপনাকে নিরন্তর ধন্যবাদ।।আপনি আমার ভুল বানানের পিছে লাগেন নি...।।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

কাজী মেহেদী হাসান। বলেছেন: দারুন কিছু বলতে চেয়েছেন হয়তো, তবে বেশকিছু বানান ভুল দৃষ্টিকটু দেখাচ্ছে। এদিকে সচেতন হওয়া উচিত

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

ফুলফোটে বলেছেন: ভাই মেহেদী হাসান...দয়া করে ভুল বানানগুলি দেখিয়ে দিলে খুশি হতাম...উপদেশ দেয়ার জন্য ধন্যবাদ।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: নান্দনিক কবিতা

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

ফুলফোটে বলেছেন: ধন্যবাদ...।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

সুলতানা রহমান বলেছেন: অনেক অনেক ভাল। চোখ আর হৃদয়ে দেখা মাঝে মাঝে বিশাল ফাঁক থাকে। কবিতায় প্লাস।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

ফুলফোটে বলেছেন: আসাধারণ কমেন্ট...মনে হচ্ছে আমার কবিতার চেয়েও সুন্দর...ধন্যবাদ+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.