নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ রাতে একা আমি...এমন তো ছিলাম আরও বহুকাল নিয়ে...বুঝিনি একাকী আজকে রাতের মতো করে...........

ফুলফোটে

সে চায়-আবিরাম চায় - আমি যেন ডুব দেই তার মুগ্ধ -মুগ্ধতায় ////

সকল পোস্টঃ

............

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০৮

গোধূলি লগ্নের লাল আভায়
বিষণ্ন জানালায় দাড়িয়ে তুমি......
অপ্রত্যাশিত প্রেমের উপাখ্যান, মিলিয়ে যাবে-
অনাহত সূর্যের বিলয় বিন্দু হয়ে......

মন্তব্য২ টি রেটিং+১

নিকষ আর্তনাদ...

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৩

কালো নিকষ অন্ধকারে ডুবে থাকি রাত প্রহরে-
যেমন তোমার ভালবাসা নিমজ্জিত আতুর ঘরে।
ঝি ঝি পোকার আর্তনাদে কুহক যেমন ডেকে উঠে
তেমন করে অষ্টপ্রহর...ধীমে চলে ভোরের পথে.
আমার তখন কষ্টগুলি ডুকরে কাঁদে...
ভয়ঙ্কর এক অট্টহাসির...

মন্তব্য৬ টি রেটিং+১

স্বপ্নময়তা...।

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

একটি ভাঙ্গ চূড়া স্বপ্ন কাঁচের মতো
স্মৃতির সাথে-সাথে বহুরূপী ,
ক্ষণিক স্তবকের শক্ত দেয়াল-
মানসপটের আলো-আধারিতে বহুরঙ্গে-
...

মন্তব্য২ টি রেটিং+১

সমুদ্রতট

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৩:৩৭

একটা মানচিত্র ভাঙা নদী
তার মাঝে কুহুকের কুহেলিকা
পরানপাখি ,এক সুখ দেয়ালে সংপীড়ণ-
তোমার অন্ধকার।
কাক চুক্ষের চাহনি \'সন্তর্পণে
ভীরু চোখের পলকহীন উষ্ণতা
তবে কি নির্ঘুম নিশুতি রাত?
তোমার বিবশ হৃদয়
একটু পোড়া...

মন্তব্য৫ টি রেটিং+০

শুন্য-শূন্যতায়

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৩

তোমায় দেখব বলে চাঁদ
খুঁজেছি তল্লাটে--চোখের সীমারেখা
অন্ধকার শুধু অন্ধকার,
অবগাহন করবো বলে প্রেম
খুঁজেছি হৃদয় যমুনা -এপার ওপার
শুধুই নীল দরিয়া।
তোমাকে স্পর্শ করবো বলে নারী
নীল আলোয় হাতরিয়েছি এপাশ-ওপাশ
অনুভব...

মন্তব্য২ টি রেটিং+২

ডুব সাঁতার

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৩

এইতো এখানে আমি
তোমার বুকের ভিতরে ঘুমিয়েছিলাম,
তুমি নাড়া দিলে-আমি সাড়া দিলাম
জেগে উঠলো তৃষ্ণার্ত আত্মা
রোমাঞ্চকর স্পর্শে ---
তোমার চিবুক ছুঁয়ে দিলাম
বন্ধ করলে চোখ ।
শিহরণ থরে-বিথরে,
সাড়া অংগে জলধারে
বহিতেছে কূল ধ্বনি ,
আমার ভিতরে বয়।
নিশীথের পূর্ণিমাতে...

মন্তব্য৪ টি রেটিং+১

.........।

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪

আমার জানালায় অন্ধকার কালো ধোঁয়া কল্পলোকের দৈত্যদানোর আসা-যাওয়া
আর তোমার জানালায় নীল আকাশ শুভ্র মেঘের ছোটাছুটি
কেন আমাকে তোমার আকাশ ভাগাভাগি করে দেখতে দাও না
আকাশ কি ভাগ হয়?
খুক্ খুক্ করে কেশে জানলাটা...

মন্তব্য৩ টি রেটিং+২

.........

২৩ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৩

তোমারি প্রতিক্ষায় থাকবো রাতে
চাঁদ কে দেবো তোমার সাথে;
যদি,সে চাঁদ না দেয় সাথ-
মিথ্যে হবে এই চাঁদনী রাত.......

মন্তব্য০ টি রেটিং+১

ঈদে\'র চাঁদ ও তুমি

১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪১

নতুন চাঁদ পশ্চিম আকাশে;তোমাকে যেমন দেখতে পাইনা...ঠিক চাঁদ কেও দেখা যায় না...
তোমাকে যেভাবে দেখতে হয়...ঠিক তেমন করে-ই সবাই দেখছে সুপ্ত চাঁদের রেখা।মায়ার আহ্লাদে যেমন তোমার বুকের উর্বর জমিতে নির্বাক সমর্পিত...

মন্তব্য০ টি রেটিং+০

.......

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

Dube geche purnimar chand kal rate
ashohayer moto dekhichi takiye ....ashoni tumi khula chule dekhite chand ekshathe!!!!!

ডুবে গেছে পূর্নিমার চাঁদ কাল রাতে
অসহায়ের মতো দেখিছি তাকিয়ে....
আসনি তুমি খোলা চুলে -
দেখিতে...

মন্তব্য১ টি রেটিং+১

ব্যথিত প্রেম...

১২ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪০

ভালবাসা বুকের কোথায় থাকে---
বুকের কোথায় থাকে এতো দুঃখ?
নীল নীল ---প্রেম...
সে তো দুঃখেরই অন্ত;
উড়ন্ত পাখি যেমন উড়ে-উড়ে
বসে তার আপন নীড়ে ,
আমি; — বেশি করে জেনেছি
নীড়েই ফিরেছে...নীড়ের টানে ।
ভাঁজ কাটা বুকে তীক্ষ্ণ...

মন্তব্য০ টি রেটিং+১

ফিরিয়ে দিওনা......।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৯

ফিরিয়ে দিও না ভালোবাসাহীন
দিও না কথা মায়ার টানে-
বিমূঢ় চিও আমার লোপ্ত হবে
তোমার কথার ছলে।
সনকোচে আর দাড়িয়ে থেকো না
আমায় ভালোবেসে-
শান্ত দিঘীর-শান্ত জলে--
লুটিয়ে পরো-আহ্লাদে-
তোমার বুকের উতাল-পাতাল
নির্মিশ হোক অবশেষে।
যত ব্যথা -কন্না ভরা...

মন্তব্য৪ টি রেটিং+২

বুঝতে চাই তোমাকে......।

১০ ই জুলাই, ২০১৫ সকাল ৭:১৮

আমি বুঝিনা তোমাকে
অথচ,
বারে বারে ধরেই নেই
তুমি কেন আমায় বুঝনা?
প্রতিটা সুখকালে -দূক্ষের ছলাথ জলে
অমি তো তোমার উপস্থিতি একান্ত পুকুরের জল হতে চাই;
বিরামহীন বয়ে যাওয়া নোনা জল
সিক্ত বসনের ধুলায়...

মন্তব্য৩ টি রেটিং+১

সীমানা

০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সপ্ত অঙ্গের জুড়ায় জুড়ে
তোমার সীমানা
আমি ছূতে গেলে তুমি বলো
বিষের পেয়ালা ;
রাতের সাথে রাত মিশিয়ে
নরম বিছানায়
তোমার অঙ্গ জুড়ে চেয়ে থাকে
চাঁদের জোছনা ,
সাঝ সকালে কোমল পায়ে...

মন্তব্য৩ টি রেটিং+১

................

০৮ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৫৩

তুমি দেখাও আমায় ভুলে যাওয়ার পথ
যে রথ মিশেছে ধংশের মোহনায় ,
আতিসয় লাল- বেদনার নীলে
চলেছি আমি এক অজানা গন্তব্যে |

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.