নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানুল নাইম

পিকলুচ

পিকলুচ › বিস্তারিত পোস্টঃ

১৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিতে বিশেষ সেল

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

সরকারি-বেসরকারি ১৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিতকরণে বিশেষ সেল গঠন করা হয়েছে। এ সেলের নাম দেওয়া হয়েছে 'কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (কিউএসি)'। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ কোটি টাকা। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) থেকে এ অর্থ ব্যয় করা হবে।১৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিতে বিশেষ সেল





আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে ইউজিসি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউসিজি সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নাসরিন আহমেদ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম এনডিসি।



কোয়ালিটি অ্যাস্যিউরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ইউজিসি সচিব ড. মো. খালেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



যে সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় তা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ



অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রধান চালিকা শক্তি। আর এজন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা ও গবেষণা। বিশ্ব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হলে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই।'



পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ডীন ও সিনিয়র প্রফেসর, ইউজিসির উর্ধ্বতন কর্মকর্তা, ওয়ার্ল্ড ব্যাংক ও হেকেপের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: পুরোনো খবর।

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

পিকলুচ বলেছেন: প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০১৪ খুব একটা বেশী পুরাতন নয়। যারা জানে না তাদের জন্য দিলাম আর কি।

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

ঠকচাচা বলেছেন: এইটার কাজ কী? যদি বলতেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.