নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই হোক দুর্নীতি দূর করার হাতিয়ার

শামচুল হক

আমি একজন সাধারন লোক

শামচুল হক › বিস্তারিত পোস্টঃ

বেরসিক বউয়ের নির্যাতন

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১


শামচুল হক

তারা ভরা রাতে তুমি ছিলে না গো পাশে
কত সুন্দর তারাগুলো ফুটেছিল আকাশে

সেদিন তুমি বিনে দু'চোখে ঝরেছিল বৃষ্টি
নিকষ আঁধারে তাই যায়নিকো দূরে দৃষ্টি
সে ছবি আজো আমার চোখে চোখে ভাসে
কত সুন্দর তারাগুলো ফুটেছিল আকাশে।

সেদিন দুপুরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। মনের সুখে বিছানায় শুয়ে শুয়ে বেসুরো কণ্ঠে উপরের লেখা গানটি গাইতেছিলাম। গান শেষ হতে না হতেই বউ চিল্লিয়ে উঠল, এই যে গানওয়ালা-- আপনার গান খুব মনোযোগ দিয়ে শুনলাম, গান খুব ভালো হইছে, এবার বাজারে যান। খালি গান শুনলে পেট ভরবো না, কিছু খাওন দরকার।
বউয়ের এরকম খোঁচা মারা কথায় মনটাই খারাপ হয়ে গেল। আরো দু'একটি গান গাইতাম সেটা আর হলো না। বিরুক্তির সুরে বললাম, তোমার মত বউ যে আমার কপালে কিল্লাইগা আল্লায় জোটায়া দিল এইডাই আমি ভাইবা পাই না। শালা বেরসিক কোনহানকার--।
বউ আমার কথার পাল্টা জবাব দিয়ে বলল, হোনেন-- বেরসিক হই আর কিছু হই, পেটে আগে কিছু দানা পানি দেওন দরকার, পেট ভরা থাকলে ভেড়ার ভ্যাবানিও ভাল লাগে, আর পেটে যদি ভাত না থাকে রুনা লায়লার মজার গানও ভালো লাগে না।
বউয়ের কথায় মেজাজ আরো খারাপ হয়ে গেলো, চোখ দুটো বড় করে মুখটা বাঁকা করে বললাম, যার মুখে মধু নাই তারা কাছে রুনা লায়লার গান ক্যান লতা মুঙ্গেশকাররে বাইটা খাওয়াইলেও ভালো লাগবো না। শালা ব্যাক্কল কোনহানকার--।
যত চোখ গরম করি না কেন বউ দমবার পাত্রী নয়। সে আমার মুখের সামনে এসে হাত নাড়িয়ে নাড়িয়ে মুখটা বাঁকা তেড়া করে বলল, আমারে ব্যাক্কল কন আর কিছু কন তাতে আমি চেতুম না, দয়া কইরা বাজারে যান, আগে চাইরটা খাওনের ব্যাবস্থা করেন পরে যত পারেন ভ্যা ভ্যা কইরা গান কইয়েন।
বউয়ের কথাগুলো আমার কাছে কলিজায় আঘাত লাগর মত মনে হলো। বউয়ের উপর মেজাজটা আরো খারাপ হয়ে গেল। শোয়া থেকে উঠে আলনায় রাখা পাঞ্জাবীটা হাতে নিতে নিতে তাকিয়ে দেখি বউ সামনেই দাঁড়িয়ে আছে। সামনে দেখেই মেজাজটা আরো বিগড়ে গেল। দাঁতে দাঁত চিপে বউকে রাম ধমক দিয়ে বললাম, পুতুলের মত খাড়া রইছ ক্যান, বাজারের ব্যাগ কই? ব্যাগ আইনা দিব কি ভুতের মা'য়? শালা খবিস কোনহানকার।
ধমক খেয়ে বউ রান্না ঘর থেকে ব্যাগ আর দুশ' টাকা এনে দিল। টাকা হাতে নিয়ে আরো একটা রাম ধমক দিয়ে বল্লাম, আরে ব্যাক্কল এই দুইশ' ট্যাকা দিয়া কি হইবো? লাল শাক আর পুঁই শাক কিনতেই তো ট্যাকা শেষ হইয়া যাইবো। মাছ টাছ কিনুম কি দিয়া?
বউ মনে হয় বুঝতে পেরেছে আমার মেজাজ চাঙে উঠেছে। গলাটা স্বাভাবিকের চেয়েও নিচু করে বলল, দুইশ' ট্যাকায় যা জোটে তাই নিয়া আসো, ঘরে বেশি ট্যাকাটুকা নাই, আইজ ভালো কিছু কিননের দরকার নাই।
বউয়ের উপরে মেজাজ গরম হলে যা হয়, তার ভালো কথাটাও খারাপ লাগে। ধমক দেয়ার মত আর কোন কথা খুঁজে পেলাম না তাই তার বলা কথাটাকেই পাল্টা উচ্চরণ করে ভ্যাঙানোর সুরে বললাম, দুঁইশ ট্যাঁকা অ্যাঁ অ্যাঁ -- - - -- শালার খাটাশ। বলেই বৃষ্টির মাঝেই বাজারে দৌড়াতে লাগলাম।
বাজারে যেতে যেতে মনে মনে ভাবলাম, খামাখাই বউটাকে ধমকালাম। আমি বাজার না করলে তো আমাকেই না খেয়ে থাকতে হবে। বউ ধমকানোর সময় সে কথা একবারও মনে পড়ল না।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৫

গেম চেঞ্জার বলেছেন: চিরায়ত বাঙালি পুরুষ চরিত্র। গল্প ভালোই লেগেছে, তবে আরেকটু লম্বা হলে অসুবিধা নাই।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬

শামচুল হক বলেছেন: ভাই গল্প তো লম্বা করা যায় কিন্তু ব্লগের পাঠক বড় লেখা দেখলেই পড়তে চায় না। তবে আপনার কথায় আমি উৎসাহ পেয়েছি গল্পটিকে অবশ্যই পরবর্তীতে বড় করবো।

২| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

আখেনাটেন বলেছেন: মশাই তো দেখছি জনাব খিটখিটে আলী। :P

বউটা ভালা আছে!!!!!!!

আপনিও ভালো থাকুন। অাশ্বিনা বৃষ্টির পানি মাথায় পড়লে এমনিতেই অবশ্য ভালো থাকার কথা না। সাবধান। ;)

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭

শামচুল হক বলেছেন: মাঝে মাঝে বউদের রসকষহীন কথার কারণে খিটখিটে মেজাজ হয়। ধন্যবাদ আপনার রসেপূর্ণ মন্তব্যর জন্য।

৩| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বউয়ের ধাতানি খাওয়া মনের স্বাস্থের জন্য ভাল। লেখা সুন্দর হয়েছে।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮

শামচুল হক বলেছেন: জী ভাই, যেমন আমি বউয়ের ধাতানির চোটে বৃষ্টিতে ভিজে বাজারে গেলাম। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভালোই আছেন।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২

শামচুল হক বলেছেন: জী ভাই, আপনি কেমন আছেন?

৫| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

জাহিদ অনিক বলেছেন:


হায় হায় ! শুরুর গানকে তো আমি কবিতা ভেবেছিলাম !

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

শামচুল হক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য পড়ে খুশি হলাম

৬| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: চোখ দুটো বড় করে মুখটা ঝামটা দিয়ে বললাম

ঝামটাটা রমনীদের অহংকার পুরুষদের নয় মেয়াবাই!:):)

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

শামচুল হক বলেছেন: কথার গ্রামারে ভুল এই জন্য তো বউ কথা শোনে না । ধন্যবাদ ভাই

৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বলেছেন, মজা লাগলো আপনার গান প্রিয়তা।

হুম, আমরা বেহুদা বউয়ের সাথে ঝগড়াটে হয়ে যাই,
রাগটাই সকল নষ্টের গোড়া ....

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০২

শামচুল হক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, বউরে খামাখাই বকাঝকা করলাম পরে দেখি বউয়ের কথাই ঠিক।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: বুদ্ধিমতী ও বিচক্ষণ বউ আপনার!

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

শামচুল হক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, দোয়া করবেন।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

পরাণ নায়ের মাঝি বলেছেন: বউটা ভালা আছে কইলাম ;)

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

শামচুল হক বলেছেন: দোয়া কইরেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.