নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

ঐতিহাসিক ১৫ টি বিরল ছবি । অবশ্যই সংগ্রহে রাখার মত ।

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৪



১৫ টি ঐতিহাসিক ছবি যা ফটোগ্রফির জগতে সবচাইতে বিরল ছবি গুলির মধ্যে অন্যতম ।



১। ডিজনিল্যান্ডের সেই ওপেনিং দিনের ছবি (১৯৫৫)

আমেরিকায় ঘুরতে যাবেন আর ডিজনিল্যান্ড দেখতে চাইবেন না, এমন ট্যুরিষ্ট কালে ভদ্রে দু’য়েকজন চোখে পড়ে । কিন্তু কেমন ছিল সেই দিনটি, যেদিন প্রথমবার ডিজনিল্যান্ড জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ? তাহলে দেখুন নীচের ছবিটি –



ডিজনিল্যান্ডের এখনকার দিনের ছবি-





২। গোল্ডেন গেট ব্রিজ তৈরীর সময়কার ছবি (১৯৩৭)

কে জানত একসময় “আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স” কর্তৃক “greatest civil engineering achievements of the 20th century” ক্যটাগরিতে এটি একসময় বিশ্বে সপ্তাশ্চর্যের মধ্যে একটিতে স্থান করে নিবে -



গোল্ডেন গেট ব্রিজটির এখনকার ছবি-





৩। চলচিত্র নির্মাতা এম জি এম এর সিংহের শ্যুটিং (১৯২৯)

হলিউডের বিশ্বখ্যাত চলচিত্র নির্মাতা প্রতিষ্ঠান এম জি এম (Metro Goldwyn Mayer) এর প্রযোজিত সকল ছবির শুরুতে যে সিংহটির গর্জন দেখানো হয়, তা কে না দেখেছে ? কিন্তু এবার দেখুন সিংহটির গর্জনটি ধারণ করার ছবিটি –



মেট্রো গোল্ডউইন মেয়ারের সেই সিংহটির গর্জনের যে ছবিটি তাদের প্রযোজিত প্রতিটা ছবির শুরুতে দেখা যায়-





৪। হিটলারের বাংকার (১৯৪৫)

আর কিছু বলার আছে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর আবিষ্কৃত মাটির নীচে হিটলারের বাংকারের প্রথম ছবি এটি –





৫। ফ্রান্সের আইফেল টাওয়ারের কনষ্ট্রাকশন কাজের সময় কার ছবি (১৮৮৮)

মনে হয় না আর কিছু বলার থাকতে পারে



আইফেল টাওয়ারের এখনকার ছবি-





৬। হুভার ড্যাম (বিশ্ব খ্যাত হুভার বাঁধ, অনেক হলিউড মুভির শ্যুটিং এখানে হয়েছে) এর কনষ্ট্রাকশন কাজের সময়ের ছবি (১৯৩৬)

এই রকম পানি বিহীন অবস্থায় দেখা আর জীবনে সম্ভব হবে ? আমার মনে হয় না ।



হুভার ড্যাম এর এখনকার ছবি-





৭। মাউন্ট রাশমোর পর্বতে জর্জ ওয়াশিংটন (আমেরিকার প্রথম প্রেসিডেন্ট) এর প্রতিকৃতি খোদাই করার সময়কার ছবি (১৯৩২)



জর্জ ওয়াশিংটনের সেই স্থাপত্য-





৮। ওয়ালমার্টের প্রথম শোরুম (১৯৬২)

বিশ্বের সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন শপ ওয়ালমার্টের সর্ব প্রথম শো রুম ছিল এটি, একমাত্র একটি শো রুমই ছিল তখন ।





৯। ষ্ট্যাচু অফ লিবার্টি কন্সট্রাকশন এর কাজ (১৮৮৪)

আপনারা জানেন কি? ষ্ট্যাচু অফ লিবার্টি আমেরিকায় অবস্থিত হলেও এটি কিন্তু তৈরী করা হয় ফ্রান্সে । ফ্রান্সে তৈরীর পর এটিকে আমেরিকায় স্থাপন করে হয় । ফ্রান্সে তৈরী করার সময়কার ছবি এটি-



এখনকার ষ্ট্যাচু অফ লিবর্টি-





১০। দি বিটলস্‌ (১৯৬৯)

ইংরেজি সঙ্গীত প্রেমীদের কাছে বিটলস্‌ একটি পরিচিত নাম । জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবার সময় বিটলস্‌ সদস্যদের এই ছবিটি ২০১২ সালে একটি নিলামে ২৫,০০০ ইউ এস ডলারে বিক্রী হয়ে যায় ।





১১। টাইটানিক থেকে উদ্ধার হওয়া কিছু যাত্রী (১৯১২)

টাইটানিক জাহাজের নাম শুনেননি এমন কেউ কি আছেন ? সে টাইটানিক জাহাজ থেকে উদ্ধার হওয়া কিছু যাত্রী উঠছেন কার্পাথিয়া জাহাজে ।





১২। বিশ্বখ্যাত (!) সেই আইসবার্গ (১৯১২)

এই সেই আইসবার্গ (হিমবাহ) যেটিতে ধাক্কা খেয়ে টাইটানিক জাহাজ ডুবেছিল ।





১৩। চাঁদে পারিবারিক ছবি (১৯৭২)

চাঁদে প্রথম পারিবারিক ছবি । ১৯৭২ সালে এ্যাপলো-১৬ এর অভিযাত্রী চার্লস ডিউক তার পারিবারিক ছবিটি এভাবেই ফেলে এসেছিলেন । ছবিটি যাতে নষ্ট না হয় সেজন্য এটি সেলোফেন পেপার দিয়ে মোড়ানো ছিল ।





১৪। মহাকাশ থেকে পৃথিবীর তোলা সর্ব প্রথম ছবি (১৯৪৬)

১৯৪৬ সালে তোলা এই ছবিটিই হচ্ছে মহাকাশ থেকে তোলা পৃথিবীর সর্ব প্রথম ছবি ।





১৫। গুগল্‌ টিম (১৯৯৯)

১৯৯৯ সালে তোলা সর্ব প্রথম গুগল্‌ টিমের ছবি । পেছনের বাড়িটিতেই ছিল তখন গুগল্‌ এর হেড কোয়ার্টার ।



এখনকার গুগুল্‌ এর হেড অফিস

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২

মাঘের নীল আকাশ বলেছেন: নস্টালজিক!

০৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:২৬

প্লাবন২০০৩ বলেছেন: ঐতিহাসিক সংগ্রহ কি আর নষ্টালিজিকতার মধ্যে পড়ে ভাই !

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: +++

০৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:২৭

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪০

সকাল>সন্ধা বলেছেন:

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য :)

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৫

েজ আলম বলেছেন: দারুন লেগেছে। অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোষ্ট দেয়ার জন্য।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ

৬| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৯

শতদ্রু একটি নদী... বলেছেন: ++++

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৬

শামসুদ্দীন হাবিব বলেছেন: ভালো লাগল

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৫

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬

উড়ালপক্ষী বলেছেন: চমতকার।

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৮

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই ।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৩

সোহানী বলেছেন: অসাধারন..........

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৫

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ।

১০| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৭

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কালেকশান !

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭

প্লাবন২০০৩ বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.