নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

।। সামুর সকলকে, সকল ব্লগার ও পাঠককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ।।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৫


এ বছর ফেব্রুয়ারি মাসে এই ব্লগে আমার লেখালিখি শুরু। যদিও আমার পরিসংখ্যানে "ব্লগ লিখেছি: ২ বছর ৮ মাস" লেখা আছে। সেটি ছিল আমার রেজিষ্ট্রেশনের তারিখ। পারিবারিক কিছু সমস্যার কারণে অনেক পরে লেখালিখি শুরু করি।
প্রথম তিনটি পোষ্ট একেবারেই ভালো হয়নি দেখে (ফেব্রুয়ারি ও মার্চে লেখা) পরবর্তীতে মুছে ফেলি। বাকী ১৪টি মোটামুটি হয়েছে। এর মধ্যে আমার লেখা "কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন" সিরিজ এর ষষ্ঠ পর্ব একক পোষ্ট হিসাবে, কিছুক্ষণ আগে এক লক্ষ + (১০০,০০০+) হিট অর্জন করল
অনেকের কাছে এটি হয়ত একটি সাধারণ অর্জন, কিন্তু আমার মত নতুন ব্লগারের কাছে বিশাল ব্যাপার। আর এ সবই সম্ভব হয়েছে আপনাদের সকলের জন্য। ধৈর্য্য ধরে আপনারা আমার লেখা পড়েছেন, উৎসাহ যুগিয়েছেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এ জন্যেই আমি আমার লেখা অনবরত চালিয়ে যেতে পেরেছি।
আপনাদের প্রতি আমার এ কৃতজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তবুও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আর আমি কৃতজ্ঞ আমার স্ত্রীর কাছে, যার ভালোবাসা ও উৎসাহ আমাকে সারাক্ষণ অনুপ্রেরণা যুগিয়েছে। আমার এ ক্ষুদ্র অর্জন আমি তার উদ্দেশ্যে উৎসর্গ করলাম।
ধন্যবাদ সবাইকে আর বিশেষ ধন্যবাদ সামু ও এর সাথে জড়িত সকলকে।
এই সিরিজের পোষ্টগুলিঃ

১। কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১
২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৩
৪।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৪
৫।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৫
৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
৭।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭
৮।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৮
৯।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৯
১০।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১০

মন্তব্য ৪৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫১

সুমন কর বলেছেন: দীর্ঘ হোক আপনার ব্লগিং জীবন। শুভ কামনা রইলো।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬

প্লাবন২০০৩ বলেছেন: সুমন ভাই, আন্তরিক ধন্যবাদ ।

২| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩

শায়মা বলেছেন: নিশ্চয় আমাকে দিয়ে ১ লক্ষ্য হিট হলো ভাইয়া।:)

তবে তোমার মজার সাবলীল লেখার স্টাইলেই মানুষ তোমার লেখা সানন্দে নিয়েছে। যেমন হাটুর বাটিতে স্যুপ খেতে চাও। হাহা

অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়ামনি।:)

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৮

প্লাবন২০০৩ বলেছেন: হ্যারে আপু, তোমারটা দিয়েই হয়েছে।
অনেক অনেক দোয়া এই ভাইয়ার কাছ থেকে।

৩| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৯

জুন বলেছেন: সুন্দর এবং ব্যাতিক্রমী একটি সিরিজ লিখছেন । । শুভকামনা রইলো ।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১০

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আপু।

৪| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০১

শায়মা বলেছেন: :P

তার মানে আমি লাকি এক লাখ

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১১

প্লাবন২০০৩ বলেছেন: হ্যাঁরে ভাইয়া, তুমিই লাকী ১ লাখ ।

৫| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেখার এবং লেখার চেষ্টাকে ব্লগাররা সবসময় অনুপ্রাণিত করে। অভিনন্দন ও শুভেচ্ছা রইল। এক লাখ হিট বেশ বড় একটা ব্যাপার। :)

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০২

প্লাবন২০০৩ বলেছেন: আপনি এসেছেন ভাই ! আমি জানতাম আপনি কমেন্ট করবেন। পোষ্টটি করার পর থেকে আপনার অপেক্ষায় ছিলেম। আপনার সহযোগিতা না পেলে এই সফলতা অর্জন সম্ভব হোত না।

আপনাকে বিশেষ ধন্যবাদ ভাই।
দোয়া করবেন।

৬| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৬

আহমেদ জী এস বলেছেন: প্লাবন২০০৩ ,



অভিনন্দন .....

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই। অশেষ ধন্যবাদ ।

৭| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫০

কাবিল বলেছেন: অভিনন্দন



তবে অতি দ্রুতই দুই লক্ষ হিট হতে যাচ্ছে।
শুভ কামনা রইলো।

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮

প্লাবন২০০৩ বলেছেন: ভাই, যদি তা-ই হয় তবে দাওয়াত পাওনা রইল। অনেক ধন্যবাদ ভাই ।

৮| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৫

শায়মা বলেছেন: কাল্পনিকভাইয়াকেও অনেক অনেক থ্যাংকস দাও ভাইয়া তার শেয়ারের কারণেই কিন্তু আমরা তোমার সুন্দর পোস্টগুলি জানতে পেরেছি।:)

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৮

প্লাবন২০০৩ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ভাইয়ের জন্যই যে এটা হয়েছে তা আমি জানি।
ভাইয়া, আমার চেয়ে কি ভালো লেখক পথে ঘাটে পড়ে নেই ? অবশ্যই আছে। কিন্তু তারা সহযোগিতা পাচ্ছে না। যেটা আমি পেয়েছি।
আমিই যত খুশীই হই না কেন, আমি খুব ভালো করেই জানি আমার লেখায় এখনও অনেক দিক দিয়েই উন্নতি করার দরকার আছে। কিন্তু আমি @কাল্পনিক_ভালোবাসা ভাইয়ের সহযোগিতার জন্যই অল্প সময়ে এই অর্জনে সফল হতে পেরেছি। আমি উনার এই উপকারের কৃতজ্ঞতা প্রকাশ আমার লেখার উন্নতির মধ্য দিয়েই দেব, মুখে না ।

৯| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভেচ্ছা। সিরিজটা আসলেই ব্যতিক্রমধর্মী। আর আপনার লেখার স্টাইল ও মজার।

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৯

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাদের এত উৎসাহ মূলক কমেন্টে যে কত ভালো লাগে বলার মত না।

১০| ১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: আবারো আপনাকে শুভেচ্ছা আর অভিনন্দন!!
এভাবেই, এই স্টাইলেই আপনি লিখতে থাকুন!!!
শুভকামনা নিরন্তর ------

১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৮

প্লাবন২০০৩ বলেছেন: অশেষ ধন্যবাদ ।
দোয়া করবেন।

১১| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: অভিনন্দন গ্রহন করুন।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৯

প্লাবন২০০৩ বলেছেন: অভিনন্দনের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই ।

১২| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৭

আমিনুর রহমান বলেছেন:



অভিনন্দন !:#P !:#P !:#P

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৯

প্লাবন২০০৩ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

১৩| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক অনেক অভিনন্দন।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪০

প্লাবন২০০৩ বলেছেন: সেই সাথে অনেক আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা ভাই।

১৪| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬

জুপিটার মুহাইমিন বলেছেন: শুভ কামনা রইল!!
চালিয়ে যান.। আর খুলে বসুন নতুন নতুন তথ্যের ভান্ডার..

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৩

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই । কৃতজ্ঞতা গ্রহণ করুন ।

১৫| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অভিনন্দন ভ্রাতা, চালিয়ে যান এই চমৎকার সিরিজটি। শুভ ব্লগিং।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৯

প্লাবন২০০৩ বলেছেন: জ্বী ভাই, চালিয়ে যাব। এই সিরিজ চলতেই থাকবে, যতদিন পর্যন্ত আমি লেখালিখি করতে পারব।
ধন্যবাদ ভাই আপনার আন্তরিক মতামতের জন্য।

১৬| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই প্লাবন, একটা কথা বলি, বর্তমানের সামু প্লাটফর্ম অনুযায়ী একটি লেখা এক হাজার বার পঠিত হওয়া অনেক বিশাল ব্যাপার। গত কয়েকমাসে শুধু আপনি না, আরও কিছু ব্লগারের লেখা অস্বাভাবিক হিট পড়েছে, মূল কারণ ফেসবুকে শেয়ার দেয়া। অনেকে নিজের পোস্টে নিজেই অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন। সামুর অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট শেয়ার হলে স্বাভাবিকভাবে সেখান থেকে আরও অনেক শেয়ার হয় এবং লেখার শিরোনামের কল্যাণে লেখক অনেক বেশী হিট পেয়ে থাকেন। আমার অভিজ্ঞতা বলি, গত বছর রমজানে লেখা আমার একটা পোস্ট ছিল চকবাজারের ইফতার, ঐতিহ্য-বাস্তবতা-অপপ্রচার এবং কিছু প্রাসঙ্গিক আলোচনা। যা প্রথম রোজার দিনও এক হাজারের মত বার পঠিত ছিল। কিন্তু কেউ একজন সেটা ফেসবুকে শেয়ার দেয়ায় হু হু করে হিট বাড়তে থাকে, যদিও তা আপনার পোস্টের মত হিট পায় নাই, তবুও বর্তমানে সাড়ে ছয় হাজারের বেশী হিট পেয়েছে। সো, এখানে অস্বাভাবিক কিছু নেই, বর্তমান ট্রেন্ড অনুযায়ী ব্লগের চাইতে ফেসবুকের জনপ্রিয়তা অনেক বেশী। এর প্রভাবে ব্লগ এখন জনপ্রিয়তার দিক দিয়ে পড়তির দিকে। তারপরও যারা ব্লগকে ভালবাসে তারা এই প্লাটফর্মকে আঁকড়ে ধরে আছে, ভবিষ্যতেও থাকবে। সবশেষে একটা কথা বলি, হিট একটি লেখাকে মূল্যায়ন করার জন্য একমাত্র মানদণ্ড নয়, অন্যতম একটি হতে পারে। আর আপনার এই সিরিজ কিন্তু অন্যসব মানদণ্ডেও উত্তীর্ণ একটা সিরিজ। :)

অনেক কথা বলে ফেললাম, ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল।

১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৮

প্লাবন২০০৩ বলেছেন: জ্বী, আপনাকে ধন্যবাদ ভাই। আমার বেলায় যে মজার ঘটনাটি ঘটেছে তা বলি।
আমার পোষ্টগুলোতে গড়পড়তা হিট ছিল ৬০০/৭০০, এর বেশী কিন্তু না। মাঝখানে কিছু সমস্যার জন্য দেড় মাসের মত ব্লগে ঢুকতে পারি নাই। আমি আবার আমার প্রতিটা পোষ্টের একটা স্টাস্টিক্যাল ডাটা তৈরী করি, মানে প্রতিটা পোষ্ট কতবার পড়া হল, প্রতিদিন কতবার, হিট পড়ার হার কি অনুপাতে বাড়ছে বা কমছে এই সব ডাটা আরকি। তো দেড় মাসের মত যখন গ্যাপ পড়ে তখন আমি খুব দুশ্চিন্তা করতাম যে আমার সিরিজটার আবেদনটা এই সময়ের গ্যাপে আবার হারিয়ে যায় কিনা।
এই গ্যাপটার পর যেদিন প্রথম সময় পেলাম লেখার সেদিন থেকেই খেটে খুটে প্রথমে দুইটা পোষ্টের উপাদান তৈরী করে ফেললাম। তার পর পোষ্ট দেবার আগে ব্লগ থেকে শেষ ডাটা নেবার সময় যখন ব্লগে ঢুকি তখন আমার রীতিমত আক্কেল গুড়ুম । একটা পোষ্টে ৫০০০ হিট, আরেকটা পোষ্টে ২৩০০০ হিট ! আপনিই বলেন এও কি সম্ভব ? যেখানে আমার চেয়ে কত বাঘা বাঘা ব্লগারের পোষ্টে ২০০০-৩০০০ এর বেশী হিট পড়ে না, সেখানে আমার পোষ্টে ২৩০০০ ! সত্যি বলতে কি তখন আমি ভয় পেয়ে গেলাম । ভয় পেলাম দুটো কারণে, প্রথম কারণ ছিল কিছুদিন আগে সামুর ব্লগ একবার হ্যাক হোল, আমার মনে হয়েছিল এরকমই কিছু হয়েছে কিনা, হ্যাকারের উলটা পালটা কাজের জন্যই আমার পোষ্টে হিট অনবরত বেড়ে যাচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, সত্যি যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই সবাই আমাকে এর সাথে জড়িত মনে করবে, তখন কি হবে? এর মধ্যে আবার টিভি তে দেখলাম সাইবার ক্রাইম বিষয়ক অনুষ্ঠান। আরেকদিকে আমার স্ত্রী অসুস্থ ।
সত্যি বলতে কি, আমার অবস্থা তখন "ভিক্ষা চাইনা মা কুত্তা সামলা" অবস্থা । দুই রাত দুইদিন অনবরত সামুতে অভিযোগ পোষ্ট করতে লাগলাম, কিন্তু পোষ্ট আর যায় না। এবার আরো কনফার্ম হয়ে গেলাম, হ্যাঁ আমাকে নিয়ে হয়ত কিছু একটা হয়েছে। রাত দিন নেটে সামুর অফিস বা ফোন নাম্বার খুজতে লাগলাম। কিন্তু কিছু পাইনা । পাওয়ার মধ্যে শুধু এটুকু পেলাম গুলশানে কোথাও এদের কিছু থাকতে পারে।
এভাবে পুরো দুইদিন গেল। এমনি সময় হঠাৎ আমার এক বন্ধু আমাকে ফোন করে বলল যে, আমার পোষ্ট নাকি সে ফেইসবুকে দেখেছে, সাথে সাথে ঢুকলাম ঐ ঠিকানায়। সেখানে যখন দেখলাম সামু থেকে আমার পোষ্টটা লিঙ্ক করা হয়েছে আর লিঙ্কটাতে অলরেডি ২৯০০০ লাইক পড়ে আছে, তখন হাঁপ ছেড়ে বাচলাম।
এর মধ্যে আরেকটা ঘটনা বলি, আমার স্ত্রীর চাপে পড়েই কিন্তু আমার ব্লগে লেখালিখি করতে আসা। অন্যন্য ব্লগারের স্ত্রীরা যখন স্বামীর ব্লগিং কে সতীনের মত মনে করে, তখন আমার সহজ সরল স্ত্রী জোর করে আমাকে ব্লগার বানায়।
ও যখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল, কয়েকদিন আগে ডাক্তাররা আমাকে বলে দিল খারাপ সংবাদের জন্য মানসিক ভাবে প্রস্তুত হবার জন্য । আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি । আমি তখন ওকে সান্ত্বনা দেবার জন্য বললাম আরে কিছু হবে না। আমার অনেক বড় ব্লগার হওয়া তুমি দেখবে না ? ও তখন আমাকে বলেছিল যেদিন তোমার কোন পোষ্টে এক লাখ হিট পড়বে সেদিন বুঝবে আমি সুস্থ হয়ে যাব । আমি হেসে ওকে বলেছিলাম, এ কোন কথা হোল ? এর মানেই হচ্ছে তুমিই আমার কাছে থাকতে চাওনা, এক পোষ্টে এক লাখ হিট ! এ কি আমার পক্ষে কোনদিন সম্ভব ? ও কিছু বলেনি, ও জানত এটা সম্ভব না ।
ওর পরই কিন্তু দেশে এসে আমি আবার লেখা শুরু করি। আপনি চিন্তা করেন এর এক সপ্তাহের মধ্যেই আমার পোষ্টে এক লাখ হিট পড়ল !
আপনি কি বলবেন এটাকে ?

১৭| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার এবং আপনার স্ত্রীর কাহিনীটুকু শেষে এসে আবগাক্রান্ত হলাম। সবই আল্লাহ্‌র ইচ্ছা, আল্লাহ্‌ উনার এই চাওয়াটা পূরণ করে দিলেন। এখন উনি কেমন আছেন? উনাকে দেখিয়েছেন পোস্টটা যে এতো হিট পেল। আপনাদের দুজনের জন্য দোয়া রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা নিরন্তর।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৮

প্লাবন২০০৩ বলেছেন: উনার এখন অবস্থা খুব খারাপ । লাইফ সাপোর্টে আছে । এটা জানার কোন অবস্থা উনার নেই । আমার কাছে মনে হয় হয়ত কোন অলৌকিক ব্যপার ঘটবে, হয়ত ও সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসবে । মাঝে মাঝে মনে হয় সবাইকে লিখে জানাই ওর জন্য একটু দোয়া করতে, আমার একার দোয়া হয়ত কবুল হবে না । কিন্তু হাজার হাজার মানুষের দোয়া ? তাও কি কবূল হবে না ? কিন্তু কি করব, আমি তো ঐ লেভেলের ব্লগার হই নি এখনও ।
আপনি একটু দোয়া করবেন ভাই ?

১৮| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুব আবগি হয়ে গেলাম সব শুনে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই লেখাটি মিরা'র মিরাকল (একটি অনুগল্প এবং বাস্তবের মিরার জন্য দোয়া প্রার্থনা) লিখে এইমাত্র পোস্ট করলাম, সময় করে একটু দেখে আসবেন আর পারলে মন্তব্যে সবার কাছে দোয়া চাইবেন আপনার প্রিয় মানুষটির জন্য। আল্লাহ্‌ উনাকে সুস্থ করে তুলুন।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৫

প্লাবন২০০৩ বলেছেন: ভাই দেখে আসলাম । আমার আর কি বলার আছে ? সারাজীবনের জন্য কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করলেন ।
অসংখ্য ধন্যবাদ ভাই ।

১৯| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:

আপনার স্ত্রীর খবর ষহুনে ভয়ানক দু:খ পেলাম; আপনার কস্টের দিনগুলোর অবসান হোক।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৬

প্লাবন২০০৩ বলেছেন: একটু দোয়া করবেন ভাই, সেটাই সবচাইতে বেশী পাওয়া হবে।

২০| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৪

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: মনটা খারাপ হয়ে গেল। যে মানুষটার লেখা পড়ে এত আনন্দ পেয়েছি সে মানুষটা হয়তো কেমন কষ্টে আছি তা কখনও কল্পনাও করিনি। দোয়া ও শুভকামনা সবসময়।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৮

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই । আপনাদের কমেন্ট পড়ে বুকে অনেক সাহস পেলাম । এবার দোয়া চাইতে আর লজ্জা করব না ।

২১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:১১

মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখার বিষয় আসলেই অনেক মজার তাই সবাই পছন্দ করে।
শুভ কামনা ব্লগিং জীবন আরও সাফল্য মন্ডিত হোক।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪২

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আপা, দোয়া করবেন যাতে নিরবিচ্ছিন্ন লিখে যেতে পারি ।

২২| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: লাস্টের ২-১ টা মনে হয় পড়িনাই। কিন্তু একি হইলো? ইহা সামুর নতুন রেকর্ডও হইতে পারে। অভিনন্দন। :)

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

প্লাবন২০০৩ বলেছেন: রেকর্ড এর ব্যপার জানিনা ভাই, মানুষ পড়েছে এটাতেই সবচেয়ে বেশী খুশী ভাই ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

২৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: হ্যাপি ব্লগিং! আপনার জীবন আবার স্বাভাবিকে ফিরে আসুক সেটাই কামনা করি।
আপনার পোস্টগুলো অসাধারণ এটা বলার অপেক্ষা রাখে না। চালিয়ে যান, আপনার স্ত্রী এখন কেমন আছেন?

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৫

প্লাবন২০০৩ বলেছেন: আপনার মতামত আর শুভ কামনার জন্য ধন্যবাদ ভাই ।
ওর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে । অলৌকিক কোন ঘটনার জন্য অপেক্ষা করছি এখন ।

২৪| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩

প্রামানিক বলেছেন: বিশাল অর্জন। অভিনন্দন

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২০

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.