নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বের বিশালতা, স্রষ্টার উদারতা, মানবতার মহিমা ....., সব কিছুতেই আমি মুগ্ধ।

প্লাবন২০০৩

জীবনের সবচেয়ে বড় সুবিধা জীবনকে কখনো চালাতে হয় না, এ চলতেই থাকে, চলতেই থাক...

প্লাবন২০০৩ › বিস্তারিত পোস্টঃ

কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১০

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৭

ব্যাঙ দিয়ে প্রেগন্যান্সি টেষ্ট?

১৯৬০ সাল পর্যন্ত মহিলাদের প্রেগন্যান্সি পরীক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান কি ছিল জানেন ? যাকে প্রেগন্যান্ট সন্দেহ করা হত তার প্রস্রাব আফ্রিকান এক প্রকার নখরযুক্ত ব্যাঙয়ের (African clawed frog) শরীরে প্রবেশ করানো হোত । যদি পরবর্তী ৮-১২ ঘন্টার মধ্যে ব্যাঙটি ডিম পাড়ত তাহলে মহিলাটি প্রেগন্যান্ট । শুধু তাই না, পরীক্ষাটি শতকরা ৯৭-৯৮ ভাগ ক্ষেত্রেই সঠিক তথ্য দিত । বিশ্বাস হচ্ছে না, তাই না ? তাহলে ভিজিট করে আসুন এই সাইটটি থেকে - Click This Link ; এখন বিশ্বাস হয়েছে ?
যদি বিশ্বাস হয় তাহলে আরেকটি তথ্য দেই । শুধু প্রেগন্যান্ট কিনা, তা না । ছেলে হবে না মেয়ে হবে তাও আগেকার মানুষেরা পরীক্ষা করে বের করে ফেলত, তাও কত আগে জানেন ? যীশু খৃষ্টের জন্মেরও ১৩৫০ বছর আগে ! যার পরীক্ষা করা হোত তার প্রস্রাব নিয়ে গম আর বার্লির ওপর ছিটিয়ে দেয়া হোত । যদি গম থেকে চারা ফুটে বেরুতো তাহলে মেয়ে সন্তান হবে আর যদি বার্লি থেকে চারা ফুটে বেরুতো তাহলে ছেলে সন্তান হবে ।
আরও অবাক করা ব্যপার হচ্ছে ১৯৬০ সালে ন্যাশনাল ইনষ্টিটিউট অব হেলথ্‌ গবেষণা করে দেখেছে পরীক্ষাটি আসলেই কার্যকর এবং বিজ্ঞান সম্মত । কি ? এটাও বিশ্বাস হচ্ছে না ? তাহলে ঘুরে আসুন - Click This Link সাইটটি থেকে ।
আমি বলি কি, এখন তো প্রেগন্যান্সি টেষ্টের অনেক ধরণের ষ্ট্রিপ বাজারে পাওয়া যায় আর ওগুলো খুব একটা দামি তাও না । তো ঐ ষ্ট্রিপ দিয়ে স্ত্রীর প্রেগন্যান্সি টেষ্ট টা সহজেই করে ফেলা যায় । তবে ছেলে হবে না মেয়ে হবে এটা জানার জন্য এত টাকা খরচ করে আলট্রাসনো করার কি কোন দরকার আছে ? আর অযথা আলট্রাসনো করানোও নাকি ঠিক না । সুতরাং বাসায় কিছু গম আর বার্লি কিনে নিয়ে আসলেই হয় !!
আর সাথে সাথে এও বলে দিচ্ছি, আমি কিন্তু কম কষ্ট করে ডাটাগুলো যোগাড় করি নি, তার ওপর আলট্রাসনোর খরচটাও বাঁচিয়ে দিলাম । সন্তান হলে আমার ভাগ্যে এক আধটু মিষ্টি যাতে জুটে, মনে রাখবেন ।


হাঁটি হাঁটি পা পা, যেখানে খুশী সেখানে যা
আপনাকে যদি হেঁটে হেঁটে সমস্ত পৃথিবীটা একটা চক্কর দিয়ে আসতে বলা হয়, তাহলে পারবেন? যদি বলেন পারবেন না, তাহলে শুনে রাখেন, পারবেন। তা ও, একবার বা দুইবার না, তিন তিন বার! গবেষণায় দেখা গেছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবদ্দশায় যতটুকু হাঁটেন তাতে সমস্ত পৃথিবী তিন বার চক্কর দেয়ার সমান হয়ে যায়।

তবে কিছু মানুষ আছেন যারা এই সুস্থ স্বাভাবিক মানুষগুলোর চেয়ে আরও কয়েক পা এগিয়ে থাকতে চান। এদেরই একজন জর্জ মিগান(George Meegan) (https://en.wikipedia.org/wiki/George_Meegan), লম্বা হাটায় বিশ্ব রেকর্ড রয়েছে ইনার। ১৯৫২ সালের ২রা ডিসেম্বর জন্ম নেয়া ব্রিটিশ এই ভদ্র লোক ছিলেন একজন মেরিনার। ১৯৭৬ সালে চাকরী ছেড়ে দিয়ে তিনি ১৯৭৭ সালে শুরু করেন তার সেই বিশ্বখ্যাত হাঁটা, যা শেষ হয় ১৯৮৩ সালে। এটা দীর্ঘতম অবিরাম হাটার রেকর্ড হিসাবে গিনেস্‌ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস্‌ এ সংরক্ষিত। দীর্ঘ ২,৪২৫ দিন হেঁটে তিনি অতিক্রম করেন মোট ৩০,৬০৮ কিলোমিটার।

মজার ব্যপার হচ্ছে দক্ষিণ আমেরিকা হতে উত্তর আমেরিকা পর্যন্ত এ দীর্ঘ ছয় বছরের পদযাত্রায় তিনি –
১। কদম ফেলেছেন মোট ৪ কোটি ১০ লক্ষ বার
২। জুতো ছিঁড়েছেন মোট সাড়ে তের জোড়া
৩। তার জাপানী প্রেমিকাকে বিয়ে করেন
৪। এ যাত্রায় তিনি ঐতিহাসিক দূর্গম ডারিয়েন গ্যাপ (Darien Gap) (Click This Link) অতিক্রম করেন, যেখানে তাকে উদ্দেশ্য করে একবার গুলি ছোঁড়া হয়, আরেকবার ভাগ্যক্রমে সন্ত্রাসীদের ছোরার আঘাত থেকে বেঁচে যান।
৫। এ যাত্রায় তিনি তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের বাসাও ঘুরে আসেন
৬। যাত্রা শেষে তিনি লাভ করেন গিনেস্‌ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস্‌ এ তার নাম, সুন্দরী জাপানী স্ত্রী আর তার গর্ভে দুইটি ফুটফুটে ছেলে মেয়ে।


হ্যান্ডশেক ভালো? নাকি চুমু ভালো?
চুমু খাওয়ার চেয়ে নাকি হ্যান্ডশেকের মাধ্যমে জীবাণু ছড়ায় বেশী, জানেন নাকি এটা? আর না জেনে থাকলেও সমস্যা নেই, এখনতো জানলেন।
তবে বলে রাখি, এই তথ্যের আবার অপব্যবহার করবেন না যেন। বুঝতে পেরেছেনতো আমি কি বলতে চেয়েছি?
না বুঝলেও সমস্যা নেই, মাইরের মধ্যে নাকি কি কি ভিটামিন আছে?


মস্তিষ্কের খেলা
মানুষের মস্তিষ্ক নাকি সেকেন্ডে এক কোটি দশ লাখ বিট তথ্য গ্রহণ করতে পারে, তবে আইডেন্টিফাই করতে পারে মাত্র চল্লিশটি।
আপনাদের মস্তিষ্ক এরকম নাকি? আমারটা কিন্তু এরকম না, আমার মস্তিষকের তথ্য গ্রহণের হিসাব সেকেন্ড না, বরং ঘন্টা হিসাবে বের করতে হবে।


আপনি কি পোকা খান?
আচ্ছা আপনি কি পোকা খান? খান না? তবে জেনে রাখুন, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রতিটা মানুষ তার জীবনে প্রতি বছরে গড়ে ৪৩০ টি পোকা খেয়ে ফেলে, তাও ভুল বশতঃ।
ছ্যা ছ্যা। আমি বাবা ওসব খাই না, মানে এখন থেকে খাবার দাবার পরীক্ষা করে খাব আরকি।


মানুষ নামের মহাশয়
এই পৃথিবী তার ধরণীতে যতগুলো মানুষ নিয়ে সূর্যের চারপাশে ঘুরে বেড়ায় তার চেয়ে বেশী সংখ্যক জীবাণু নাকি আমাদের শরীরে নিয়ে আমরা ঘুরে বেড়াই!
পৃথিবীর আসলে অনেক কিছুই শেখার আছে আমাদের কাছ থেকে।


দেঁতো বাবা !!
গড়ে প্রতি ২০০০(দুই হাজার) শিশুর মধ্যে একজন শিশু নাকি জন্মের সময় দাঁত নিয়ে জন্মায়।
দাঁতের তো অনেক নাম আছে, যেমন- দুধ দাঁত, আক্কেল দাঁত ইত্যাদি। এই দাঁতের নাম কি হবে? পেঁটু দাঁত?


লালা লা লা
মরফিন একটি শক্তিশালী বেদনানাশক। এর চেয়েও ০৬(ছয়) গুণ বেশী শক্তিশালী বেদনানাশক আছে আমাদের লালায়, এর নাম অপিওরফিন (opiorphin)।


দে দে, লাফ দে
আপনার পোষা প্রাণিটি যখন তার গা চুলকায় বা গা ঝাঁকা দেয় তখন তার গায়ের কীট বা জীবাণুগুলো খুব দ্রুত গতিতে তার গা থেকে লাফ দেয়। এই কীট বা জীবাণূগুলোর এই গতির ত্বরণ (প্রতি সেকেন্ডে গতি বৃদ্ধির হার) কেমন জানেন? -মহাকাশগামী স্পেস শাটল্‌ বা রকেট যে ত্বরণে ভূপৃষ্ট হতে লাফ দেয় তার চাইতে ২০(বিশ) গুণ বেশী!
পালুন এবার বিড়াল, কুকুর, সাথে আরও কত কি !!


সবশেষে একটি হাদীস


চলবে-

এই সিরিজের অন্যান্য পোষ্টগুলিঃ

১। কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১
২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৩
৪।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৪
৫।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৫
৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
৭।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭
৮।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৮
৯।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৯
১১।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১১
১২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১২

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্লাবন ভাই এবারেরটা সেইরকম জটিল হইছে। কইসসা প্রথম লাইক উইথ ++++++++++++++++++++++++

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

প্লাবন২০০৩ বলেছেন: @বোকা মানুষ বলতে চায়, ভাই - ধন ধন ধন ধন ধন্যবাদ।

২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: দারুণ কিছু জানা হলো। ধন্যবাদ

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

৩| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১:৩৩

নীল জোসনা বলেছেন: প্রথম দুটো জেনে তো রীতিমতো অবাকই হয়েছি ।।
কি চমতকার ব্যবস্থা ছিল সেই যুগে .।।।
জানানোর জন্য আপনাকে ধন্যবাদ

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১:৩৮

প্লাবন২০০৩ বলেছেন: হ্যাঁ, যুগে যুগে মানুষ অনেক সমস্যার সমাধানই কোন না কোন ভাবে করে ফেলত।
আপনাকে ধন্যবাদ।
আপনার ড্রাগন ফুলের গাছটির অবস্থা কি এখন?

৪| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:২৮

প্রবাসী পাঠক বলেছেন: ওয়াও! দারুণ পোস্ট।

এখন থেকে হ্যান্ডশেক করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। ;)

২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৬:০৬

প্লাবন২০০৩ বলেছেন: জ্বী, হ্যান্ডশেক করার আগে হাত ধুইয়ে নেবেন।
হা হা, ফান করলাম। আসলে করার কিছুই নেই। বরং হ্যান্ডশেক করার পর হাত ধুয়ে ফেলাই ভাল।
ভাল থাকবেন, ধন্যবাদ।

৫| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: জটিল বস :D

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮

প্লাবন২০০৩ বলেছেন: জটিল কোথায়? সবইতো সহজ করে লিখলাম।

৬| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: +++

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৪

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০২

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ, অসাধারণ, অস্বাধারণ!!!!

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৫

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ, আরও অনেক ধন্যবাদ ।

৮| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন! অসাধারন!!!

আয় হায় নিজের শীরীরের জীবানু কথা পইড়া তো সেইরাম একখান ঝাকি খাইলাম!!! ;)

পোকা মাকড়ের ঘরবসতি সিনেমাটার নাম তাইলে ঠিকই আছে ;)

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৬

প্লাবন২০০৩ বলেছেন: "পোকা মাকড়ের ঘরবসতি সিনেমাটার নাম তাইলে ঠিকই আছে "
আমারও তাই মনে হয়। ধন্যবাদ।

৯| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৯

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই ।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

প্লাবন২০০৩ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

১০| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৬

ইফতেখার আহমেদ রিয়াদ বলেছেন: আপনার,,,সিরিজ গুলো,,,,,,পড়ি,,,,,সত্যিই,,,,,অসাধারণ,,,,,,, ধন্যবাদ দিলেও কম হয়ে যায়।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: না না, ধন্যবাদ দিলে কম হবে কেন? ওটার জন্যই যে এত লিখালিখি। তারপরও আপনার কাছে যদি কম মনে হয় তাহলে ধন্যবাদের পাশাপাশি লাইক, প্লাস, প্রিয়, শেয়ার তো আছেই, এত কিছু দেবার পর আর কম মনে হবে কোন দিক দিয়ে বলেন?

১১| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: আগেই পড়ছিলাম। কমেন্ট করা হয়নাই। দারুন সিরিজ চালাইতেছেন। ভান্ডারে আরো কতকিছু আছে কে জানে। ++++

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০২

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া করবেন আর সাথে থাকবেন আশা করি।

১২| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩০

সুমন কর বলেছেন: কত কিছু জানার বাকি............... :(

আজ আবার একটু জানলাম। গুড পোস্ট।

৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২০

প্লাবন২০০৩ বলেছেন: বলেছেন: ধন্যবাদ আইনমন্ত্রী, জনগণের সার্বিক ও নার্বিক নিরাপত্তা ও দিরাপত্তার খাতিরে দরকারি, অদরকারি ও বেদরকারি সকল ও নকল প্রকার তথ্য জানা বিষয়ক ফৌজদারি ও মৌজদারি সকল ও বিকল প্রকার আইন পাশ ও ফাঁস করা হোক।

১৩| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

জেন রসি বলেছেন: আসলেই জানার কোন শেষ নাই।

ধন্যবাদ আপনাকে, শেয়ার করার জন্য।

৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫২

প্লাবন২০০৩ বলেছেন: ভাই, আপনাকেও ধন্যবাদ।

১৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: প্রথমটায় আর ভয় নেই।।(কারন এই বয়সে আর কিছু হবার নয়।। :-P )
দ্বিতীয়টায় যোগ দিতে পারলে বুকটা ফাক করতে হতো না।।( অর্থাৎ আর্টারীতে কোলেষ্টরল জমতো না।।
তৃতীয়টায় চুমুকেই প্রাধান্য দেবো,কিন্তু কেন,তা বলবো না B:-)
বাকীসব বেলায় একটি কথাই বলার আছে, মন কেড়ে নেয়া।।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:১০

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ হ্যাপি ভাই, আপনার কমপ্লিমেন্ট খুব ভালো লেগেছে।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

বিসকুট পাগলা বলেছেন: অ ভাই, সিরাম লিখেছেন। বলছিলাম কি জে, আজ থেকে আর হ্যান্ডসেক করব না। হাহাহাহাহাব

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১

প্লাবন২০০৩ বলেছেন: হ্যান্ডশেক করবেন না তো কি করবেন? অলটারনেট ওয়ে টা বেছে নেবেন?

দেখেন কি হয়, আমাকে একটু জানাইয়েন।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাই চমৎকার হইসে।
আপনাদের মস্তিষ্ক এরকম নাকি? আমারটা কিন্তু এরকম না, আমার মস্তিষকের তথ্য গ্রহণের হিসাব সেকেন্ড না, বরং ঘন্টা হিসাবে বের করতে হবে
হাসি আটকাইতে পারলাম না ভাই্।

তবে, হাদীস পইড়া বুঝতে পারলাম এখনও পুরোপুরি বিশ্বাসী হইতে পারি নাই। আপনি?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

প্লাবন২০০৩ বলেছেন: আমি ভাই পুরোপুরি বিশ্বাসী, ১০০% বিশ্বাসী মানুষ।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

জেকলেট বলেছেন: মনু রে মনু এত্ত কিছু কেমনে জানে করে তাই আমি চিন্তা করে পাইনা
ধন্যবাদ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

প্লাবন২০০৩ বলেছেন: মনু রে মনু, জানাই তো সবচেয়ে সহজ রে মনু। বলাটাই কঠিন।

জানার জন্য আছে দুইটা কান, দুইটা চোখ। বলার জন্য মাত্র একটা মুখ, চারভাগের একভাগ রে মনু।

হা হা হা, ধন্যবাদ জেকলেট ভাই।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

গেম চেঞ্জার বলেছেন: খাইছে । তাইলে অহন থিক্কা আর প্রেগনেন্সি টেস্টে ডাক্তারগু পাছে যাওন যবো না ;) :>

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

প্লাবন২০০৩ বলেছেন: তাইলে কি ব্যাঙ দিয়া করবেন? ঐ ব্যাঙ এই অঞ্চলে পাওয়া যায় মনে হয় না। তবে বাসায় গম আর বার্লি রাখতে পারেন। কিন্তু খাওয়া দাওয়ার জিনিস তো, গুনাহ্‌ হইব।

সব দিক দিয়া চিন্তা করলে, ডাক্তারের কাছে যাওয়াই ভাল, কি আর করবেন একবিংশ শতাব্দির মানুষ আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.