নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

তোমার নাভির গন্ধে ।। রহমান হেনরী

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:৩১

তোমার নাভির গন্ধে গাছে গাছে ফুটলো বকুল—

না, কোনও বসন্ত-শীত-বর্ষাঋতুর স্বপ্ন নয়,
বিনয়ের চিহ্নায়ন ভুল নয়;
দেহে যদি বাসনা ও সাধ জন্ম নেয়
বকুল তো যে কোনও মুহূর্তে ফুটতে পারে!

কামনা শব্দটি আজ সবুজে সবুজে ঢাকা থাক—
এসো, এই টাটকা গন্ধে কম্বল বানিয়ে,
যৌথজ্বরে শুয়ে থাকি, কম্পমান থাকি—
চূড়ান্ত ঢলের আগে, মধুবাঘ, আজও শুধু সন্ধান সন্ধান—
সন্ধি খুঁজি; এ প্রকারে, সর্বত্রেই, তোমার কস্তুরি করি পান;

শয্যাকম্প ভয়ানক আতঙ্ক ছড়িয়ে দিক, জ্বর ছুটে যাক;
দুজনেরই বীর্য থেকে মাদকতা, ছড়াক সুবাস!


২০ আষাঢ় ১৪২৩ বঙ্গাব্দ, ৪ জুলাই ২০১৬ খিষ্টাব্দ
মল্লিকহাটি, নাটোর-৬৪০০

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:৩৭

কালনী নদী বলেছেন: এখানে নাভির গন্ধে না ধরে আমি নাভির গ্রাণে দরেছি।

সুন্দর কবিতা। এমনটি নাটোরের কবির ছোয়াতেই সম্ভব।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:০৮

রায়হানুল এফ রাজ বলেছেন: অসম্ভব সুন্দর।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১০:২৮

চাঁদগাজী বলেছেন:




জঘন্য চিন্তা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.