নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

সকল পোস্টঃ

সাক্ষাৎ ।। রহমান হেনরী

০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৫

কালোগাড়ি থামলো
নেমে এলো অনেকগুলো বন্দুক

এরা প্রশ্ন করলো: কেন?
ওঁরা জবাব দিলেন: ঠাশ ঠাশ ঠাশ...

প্রশ্নেরা স্তব্ধ। নিথর__
ফিরে গেলেন জবাবগণ

মন্তব্য২ টি রেটিং+১

।। তোমার চোখ ।।

২৬ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৯

.
মেঘে-দিনে অশেষ আলিঙ্গন। সূর্যের জন্য
প্রার্থনা করছি। আর মনে পড়ছে:
তোমার চোখ দুটোর কথা। কাছে থাকলে,
মুখোমুখি দাঁড়াতাম। চোখের ভিতরে
দেখতাম— সূর্যোদয়। তোমার এক চোখে
প্রত্যূষ, রোদোজ্জ্বল দিনের সূচনা; আর
অন্য চোখে, গোধূলি আল্পনা আঁকে—

কতদিন সূর্যোদয়...

মন্তব্য২ টি রেটিং+১

।। ঢুকে যেতে ইচ্ছে করে বিজ্ঞাপনে ।।

২৫ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৬

শেভিং ক্রিম বা রেজরের
বিজ্ঞাপনেও
নারী।
সহাস্য।
কী সুন্দর
ফাঁক করে থাকে
ঠোঁট; ঢুকে যেতে ইচ্ছে করে
অন্তরমহলে। গভীর বন কিংবা
অরণ্য সৃষ্টির আর কোনই
সম্ভাবনা নাই।

এনালগে
ডিজিটালে
বিজ্ঞাপনই চিরহরিৎ
অরণ্য।
ভেতরে রূপসীরা হাসে।
কী সুন্দর...

মন্তব্য১ টি রেটিং+০

।। মধ্যরাতের মহাখালি ।।

২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৭

= Either Art is cruel or April =

জায়গাটার নাম: মহাখালি; যাকে শব্দান্তরে মহাশূন্য বলা যেতেই পারে। এর বেশি তেমন গুরুতর আর কিছুই ভেবে দেখিনি কিংবা বিশ্বনাথ জায়গাটা দেখতে কেমন, কোনও...

মন্তব্য০ টি রেটিং+০

।। অায়ূর প্রার্থনা ।।

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৫

নতমুখ, চোখ বন্ধ__

স্বল্পায়ূ ছায়ার সামনে প্রার্থনা করছি:

ছেঁটে দাও,
ছেঁটে দাও অামাদের আয়ূরেখা

চোখ খুলতেই দেখি পালিয়েছে ছায়া

দীর্ঘায়ূ রাত
আমাকে জড়িয়ে ধরছে


চুমু খাচ্ছে...

মন্তব্য০ টি রেটিং+০

।। আত্মনিমগ্ন লাশ ।।

১৮ ই জুন, ২০১৫ দুপুর ১:৪৩

আত্মনিমগ্ন লাশ, নির্বিকার ভাসে__

ধরলা ও তিস্তা ছুঁয়ে ভাসে যমুনায়
উড়ন্ত পাখিরা দেখে আসে
পরিচিত নয়__
ঠোঁট মুছে, ফের উড়ে যায়।

এখনই সময়
বিচ্ছিন্ন মাথা খুঁজবার,
নচেৎ ও লাশদুটি পথই পাল্টাবে বারবার

দিন শেষে রাত্রি ফুরিয়ে দিন আসে
ফুলে...

মন্তব্য০ টি রেটিং+০

কলসি শুধু বেজেই চলেছে

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৪২

এতো কলসি, এতো এতো কলসি
দিকে দিকে; যেন আজ কলসি-সম্মেলন!

আমরা তৃষ্ণায় মরি। এক ফোঁটা জল নেই

অথচ দেখুন,
মাঠেঘাটে, সরাসরি সম্প্রচারে

কলসি শুধু বেজেই চলেছে__

মন্তব্য১ টি রেটিং+১

শিবচক্ষু ।। রহমান হেনরী

২৫ শে মে, ২০১৫ সকাল ৯:৩৩



এরকম গাঢ় নীল ফল__ এর আগে
কখনও দেখিনি; যেন হাজার হাজার
বিষণ্ন মার্বেল, শত শত বালকের
শৈশব ডাকাতি করে পালিয়ে এসেছে!
হাতে নিয়ে খোসা ছাড়াতেই, দেখলাম
শিবচক্ষু; সেবার প্রথম দেখা, হায়,
এর আগে কেন যে দেখিনি__...

মন্তব্য০ টি রেটিং+০

।। জেগে উঠি তোমার মৃত্যুর ভেতরে ।।

২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

প্রত্যূষ থেকে গোধূলি__ কী দুঃসহ অন্ধকার
সইতে হয়েছে তোমাকে! যতক্ষণ না সন্ধ্যা
প্রস্ফুটিত হচ্ছে তার মায়াবী আলো নিয়ে__
নিঃসাড় শুয়ে থাকতে হয়েছে মৃত্যুমঞ্চে;
সারারাত স্বপ্নের ওমে বেঁচে থাকতে থাকতে
ভোরের আগেই নিতে হয়েছে মৃত্যুর স্বাদ;
স্বপ্ন...

মন্তব্য০ টি রেটিং+০

।। ডিটেইল হচ্ছে ।।

১৩ ই মে, ২০১৫ রাত ৯:১৩

আয়নাস্থির দিগন্ত। ওখানেই অদৃশ্য দেয়াল

নতমুখ মানুষ
হেটমাথা মানুষ
পীঠে কালশিটে-পড়া মনিুষ
চাপাতির কোপ-খাওয়া মানুষ
এলোপাথারি গুলি-খাওয়া মানুষ
বীজতলা থেকে উঠে আসা কাদামাখা মানুষ
স্যুট-কোট-পরা নাগরিক মানুষ
মালকোছা মারা চাষাভুষা মানুষ
কালো নীল তামাটে নারী ও পুরুষ

ওদিকেই এগিয়ে যাচ্ছে,...

মন্তব্য০ টি রেটিং+০

।। উষ্ট্রপরিচয় ।।

১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৩

হরিণী বাঘের প্রেমে পড়ে গেল;
আর অামার শিউরে ওঠে ত্বক__
হলদে ব্যাঙেরা নাকি সর্পগৃহে
সুনিদ্রারক্ষক!

হাঙ্গরের পেটে কেন নিরাপত্তা
খুঁজেছিলো__ সোনালি ট্রাউট,
মরুঝড়ে দ্বিধাগ্রস্ত নিরামিষ উট
সে কথা কীভাবে বলতে পারে?
তবু কোনও রাত্রিকালে
নিভে যাওয়া লাভার আঁধারে
শুয়ে,...

মন্তব্য১ টি রেটিং+২

= চান্দ্রকথা =

১৩ ই মে, ২০১৫ সকাল ১০:১৩


.
বেশরম, বেহিজাব এই চাঁদ, দ্যাখো, কী রকম
নষ্ট মেয়েলোক! তোমাদের মনোযোগ চেয়ে
শিস বাজাচ্ছে। শিয়রে তার প্রেমিকের দেহ,
যেন ভিক্ষার ধন, এনেছে কসাইবাড়ি থেকে__
তাকে আজ সহায়তা দাও! প্রেমিকের দেহ নেবে
আরোগ্যশালাতে। ডাক্তার এখুনি আসুক,
এসে,...

মন্তব্য১ টি রেটিং+০

।। বাইশে কিংবা পঁচিশে ।।

০৮ ই মে, ২০১৫ রাত ১১:৫৯

['আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা'!]
.
.
'মুনাফাখোরের কালচারপ্রীতি দেখছি__
গুপ্তপুঁজি ও ক্ষমতাই মূল লক্ষ্য;
কাজে খুবই ফাঁপা, ভাষণেই বেশি দক্ষ!
শিখছি তোমাকে, শিখে শিখে বড় ঠেকছি।'
রবী বলেছিলো: 'চুপচাপ বসে কাঁদবো__
ফিরে যে এসেছি, বলবো না কারও...

মন্তব্য২ টি রেটিং+১

।। রূপান্তর ।।

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:২৯

সব কিছুই ঘটে যাচ্ছে আগাম দৃশ্যের ভেতরে__

নির্জন সৈকতে, লক্ষ করো সেই মাৎস্যমানবীকে,
যে তার লেজভার বইতে পারছে না;
বালি ও রৌদ্রের যৌথচিকিৎসায়
এসো, তার লেজের বিভাজন থেকে সৃষ্টি করি
এক জোড়া পায়ের মহিমা। রূপান্তর
সর্বদাই...

মন্তব্য১ টি রেটিং+০

।। স্বপ্ন-প্রযুক্তি ।।

০৩ রা মে, ২০১৫ রাত ৯:৫৮

সমীচীন নয়; তবু মোষে-সিংহে লড়াই হচ্ছিলো।
দৃশ্যের একঘেঁয়েমি আমাকে বাধ্য করলো
স্বপ্নের ভেতরে ঝাঁপ দিতে; আর দ্যাখো, এখানে,
এই প্রশস্ত মাঠের মধ্যে একাই দাঁড়িয়ে আছি!
আমি চাই, অনুসরণ করো আমাকে, স্বপ্নদৃশ্যে
ঝাঁপ দাও এবং দাঁড়িয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.