নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভণিতাহীন নিঃশব্দ কথা

আমি কেবল তোমার কষ্টপক্ষ ছুঁয়ে থাকতে চাই

সোহেল আহমেদ পরান

একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।

সোহেল আহমেদ পরান › বিস্তারিত পোস্টঃ

জরুরি আবশ্যকঃ বোমারু চাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

আকর্ষণীয় বেতন
আনুসাঙ্গিক সমূহ-সুবিধাসহ
এক স্কোয়াড দক্ষ-প্রশিক্ষিত বোমারু আবশ্যক
বয়েস বাধা নয় কোনো;
অশীতিপরও আবেদনের রাখেন যোগ্যতা
কোয়ান্টাম-গুরু
মেডিটেশন-বিশেষজ্ঞ
কাউন্সেলিং সাইকোলজিস্ট
ঝগড়াটে কিংবা প্রত্যুৎপন্নমতি টকবার্ডঁও আসতে পারেন
ওয়াক-ইন-ইন্টারভিউ
স্পট এডমিশন।

চৌদ্দ শ’ চল্লিশ মিনিট শূন্য সেকেণ্ড
বিরামহীন ব্রেইন- স্টরমিং

হবে নির্বাচিতদের প্রবেশনারি পিরিয়ড।
মিশনঃ হীলিং পীস বম্ব ।
না,
শুধু আর্টিকেল ২২ নয়;
সরাসরি পার্শ্বপ্রতিক্রিয়ায় এ বোমার
সাফোকেটেড হবে নির্ঘাত –
হৃদয়হীনতা
ক্ষমতালোভ
লালসা
হিংসা
দ্বেষ
পরচর্চা
ছিদ্রান্বেষণ
মোসাহেবী বাগাড়ম্বতা
মিথ্যার হাওয়াই মিঠাই
নিঃশ্বাসহীন অসহ্য তড়পাবে প্রাণান্ত
নিথর হবে
পাথর হবে
হবে ভস্ম বা মাটি
— বার্ন ইউনিট বা আইস ইউনিট ব্যর্থ সেখানে সতত।

মানবীয় নিঃশ্বাসে ভালোবাসা
সমবেদনা
বোধের নাগরদোলা
মায়া মমতার স্নিগ্ধ সরোবর
আহা, হীলিং পীস বোমার ইনগ্রেডিয়েন্ট বাংলা মায়ের প্রান্তরে পরতে
চৌদ্দ শ’ বাইশটি হেলিকপ্টার প্রস্তুত প্রাইভেট অপারেটরস থেকে
বৈমানিক হারনেসড
অপেক্ষায় স্ক্রাম্বল-এর শুধু।

জরুরি আবশ্যক
চাই শান্তি-বোমারু স্মার্ট স্কোয়াড একটি
শ্বাপদে চাই না ভূমি
আপদে চাই না ভূমি
আ-পদে চাই না ভূমি
চাই না বিপদে

শান্তি ছুঁয়েছুঁয়ে যাবে আমার মা-পদে।
এক স্কোয়াড দক্ষ-প্রশিক্ষিত বোমারু আবশ্যক।


ঢাকা
২০১৫০২০৬

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

আমি বন্দি বলেছেন: ভালো হয়েছে কবিতা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

সোহেল আহমেদ পরান বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় আমি বন্দি ভাই।
ভালো থাকুন

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: বেশ !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২

সোহেল আহমেদ পরান বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.