নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভণিতাহীন নিঃশব্দ কথা

আমি কেবল তোমার কষ্টপক্ষ ছুঁয়ে থাকতে চাই

সোহেল আহমেদ পরান

একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।

সোহেল আহমেদ পরান › বিস্তারিত পোস্টঃ

অণু-অনুভবঃ ভালোবাসা ভেতর থেকে আসে

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৫


স্কুলে প্রতিদিন ক্লাস শুরু হতো সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। হাকিম স্যার এটি পরিচালনা করতেন। সব ছাত্রছাত্রী সারিবদ্ধ দাঁড়িয়ে। সামনে দু বা তিনজন ছাত্র গেয়ে নেতৃত্ব দিতো। আমি ছিলাম তাদের একজন। তখন জাতীয় সংগীত সমবেত পরিবেশনার সময় অদ্ভুত ভালোলাগা কাজ করতো। শিহরিত তখন কচি হৃদয় এ সংগীতের কথায়। গীতে।

অনেকদিন এভাবে জাতীয় সংগীত গাওয়া হয়নি। গত পরশু অনেক আগে শেষ করা এমবিএ-এর সমাবর্তনে অংশগ্রহণ করলাম। অনুষ্ঠানের শুরুতে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশনা ছিলো। সবাই একসাথে জাতীয় সংগীত পরিবেশন করার সময় নিজের ভেতর ভিন্ন অনুভূতি টের পেলাম। এটা প্রকাশ করার ভাষা আমার ঠিক জানা নেই। শরীরে একটি শিহরণ অনুভব করলাম। একটা কান্না ভেতর থেকে বের হয়ে এলো। কোনোভাবেই তা আটকাতে পারলাম না। এটাই বোধকরি ভালোবাসার কান্না। এটা ভেতর থেকেই আসে। ভালোবাসা বুঝি এমনই।
==
সো আ প
২৪/৪/১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.