নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভণিতাহীন নিঃশব্দ কথা

আমি কেবল তোমার কষ্টপক্ষ ছুঁয়ে থাকতে চাই

সোহেল আহমেদ পরান

একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।

সোহেল আহমেদ পরান › বিস্তারিত পোস্টঃ

খাদ্যে ভেজাল; ভেজাল ঔষধেওঃ চিন্তার সুস্থতা কতদূর?

০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:১৮

কিছু খবর আমাদের বিচলিত করে। করে উদ্বিগ্ন। কিছু বাস্তবতা আমাদের জন্য কষ্টের হয়ে দেখা দেয়। আঁধার হয়ে নেমে আসে কারো কারো জীবনে। দুটি খবরে চোখ আটকে গেলো। নতুন কোনো খবর নয়। তবু মনটা বিচলিত হয়ে আছে। উদ্বেগও কাজ করছে। খবর দুটি এমনঃ
(১) খাদ্যে ভেজাল বাড়ছেই ঝুঁকিতে জনস্বাস্থ্য;
(২) ভেজাল ওষুধে সয়লাব বাজার দেশজুড়ে সীমাহীন নৈরাজ্য।
(বাংলাদেশ প্রতিদিন; ০৩ মে ২০১৫)

প্রথম খবরে প্রকাশঃ উৎপাদন বাড়লেও দেশে নিরাপদ খাদ্যের সংকট রয়েই গেছে। এ ক্ষেত্রে ভয়াবহ এক আতঙ্কের নাম ভেজাল খাদ্য, যা বড় ধরনের হুমকিতে ফেলেছে জনস্বাস্থ্য। আন্তর্জাতিক একাধিক সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪৫ লাখ মানুষ খাদ্য বিষক্রিয়ায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপ বলছে, পাঁচ বছরের কম বয়সী প্রতি ১৯ শিশুর একজন মারা যায় খাদ্যে উচ্চমাত্রার ভেজালের কারণে। ঢাকা সিটি করপোরেশনের জনস্বাস্থ্য ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে, দেশের বাজারে থাকা ৭৬ শতাংশ খাবারেই ভেজাল। আবার এর মধ্যে সবচেয়ে বেশি ভেজাল শিশুখাদ্যে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট ২১ হাজার ৮৬০টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে ৫০ শতাংশেই ভেজাল পেয়েছে। চিকিৎসকরা জানান, ভেজাল খাদ্য গ্রহণে ক্যান্সার ছাড়াও কিডনি, ফুসফুস, লিভার, স্নায়ু সমস্যা, পাকস্থলীর সংক্রমণ, গর্ভজাত সন্তানের প্রতিবন্ধকতা, শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

দেশের বাজারে প্রাপ্ত খাদ্যে ভেজাল আছে – এটা আমাদের জানা। কোনো খাদ্য কিনেই কেউ নিশ্চিত হতে পারবেন না যে, এটা ভেজালমুক্ত। কিন্তু এই ভেজাল খাদ্য এবং এর গ্রহণ-পরবর্তী প্রতিক্রিয়ার পরিসংখ্যান দেখে আঁতকে ওঠতে হয়।

প্রতিদিনের খাদ্য- যেমনঃ মসলা, শিশুখাদ্য, ফল, শাকসবজি, মাংস, দুধ, মিষ্টি, প্যাকেটজাত খাবার, পানীয় সবকিছুতেই ব্যবহৃত হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ। ভাবতে অকাকই লাগে – শুধু আপেল, কমলা, আম নয়- তরমুজ ও ডাবের মতো ফলেও ভেজাল মেশানো হচ্ছে। এমনকি রমযান মাসেও ইফতারিতে ভেজাল দিতে কুন্ঠাবোধ করে না আজ মানুষ। বিশেষজ্ঞদের মতে, এসব ভেজাল খেয়ে ক্যান্সার, হেপাটাইটিস, কিডনি ও লিভারের রোগ হবার আশঙ্কা থাকে। আর বিকলাঙ্গতা, গর্ভবতীদের গর্ভস্রাবের ঝুঁকি বৃদ্ধি, বুদ্ধিপ্রতিবন্ধিতা, নারীর স্তন ক্যান্সার ও পুরুষের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।

আমাদের জীবনযাত্রার ধরন এমন যে, ইচ্ছে করলেই সবাই এসব ভেজাল পরিত্যাগ করে থাকতে পারে না। অসংখ্য মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্তের মানুষজনকে বাধ্য হয়েই গ্রহণ করতে হয় এসব ভেজালযুক্ত খাবার।
ভেজাল খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। ডাক্তারের সেবা নেয়ার ক্ষমতা অনেকেরই নেই। ধুকেধুকে শেষ হয় জীবন। আর যারা ডাক্তারের পরামর্শে ঔষধ গ্রহণ করার সুযোগ পান, তারা কি নিশ্চিত – ঠিক ঔষধটি পাচ্ছেন? না।
“ভেজাল ঔষধে সয়লাব বাজার দেশজুড়ে সীমাহীন নৈরাজ্য” – এ খবরটি তাই সাধারণ মানুষের জন্য বড় আতঙ্কের। অনেক ডাক্তার এসব ভেজালের সাথে জড়িত। ঔষধের মান নিয়ে এবং মানহীন ও মেয়াদহীন ঔষধের প্রতিক্রিয়া মানুষের জীবনে যে প্রভাব ফেলছে – তা নিঃসন্দেহে কষ্টকর, অনভিপ্রেত আর লজ্জার।

খাদ্যে ভেজাল; এ ভেজাল খেয়ে অসুখে ভোগা
ঔষধে ভেজাল; নষ্ট চিকিৎসায় আরো রোগা
রক্তেও নাকি দিচ্ছে ভেজাল!
আমার দেশের হলো কী হাল!!
আসল ভেজাল চিন্তায় রয়; আল্লাহ সুমতি যোগা।

খাদ্যে আর ঔষধে ভেজালের এই চিত্র দেখে একটাই বিষয় প্রধান হয়ে আসছে- মানুষের মানবিকবোধের অধঃপতন হচ্ছে। যেকোনো ভাবেই জিততে হবে, ব্যবসা-সফল হতে হবে, লাভের মুখ দেখতে হবে – এই হলো সারকথা। লোভ-লালসা আর স্বার্থ-চিন্তা সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে ভেজাল খাদ্যে বা ঔষধে নয়; আসল ভেজাল হলো মানুষের মনে ও মগজে। আসল ভেজাল চিন্তা ও চেতনায়।

ভেজালের এই ভয়ঙ্কর অবস্থা দেখে জাতি হিসেবেও লজ্জার ভার নিতে হয় আমাদের। তাই সব ছাড়িয়ে চিন্তার সুস্থতা আগে প্রয়োজন। ব্যক্তিগত এই গুণ অর্জনের জন্য পারিবারিক পরিবেশ থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতা আর সর্বোপরি রাষ্ট্রীয় আইন, নীতি ও অনুশাসনের সুস্থ ও সুষ্ঠু প্রয়োগ একান্ত প্রয়োজন। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে এ গূঢ় সঙ্কট থেকেও উত্তরণ সম্ভব। আশাবাদী হয়ে বাঁচতে চাই।
=
সোআপ
ফেসবুক: shohel121
ঢাকা
০৩ মে ২০১৫

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৩২

নতুন বলেছেন: সমাজে ভন্ডমানুষের সংখ্যা বেড়ে গেলে সব কিছুতেই ভ্যাজাল বেড়ে যায়....

০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৫৭

সোহেল আহমেদ পরান বলেছেন: সত্যি বলেছেন নতুন ভাই.।
পরিত্রাণ কোথায়?
-
শুভেচ্ছা সতত

২| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৫৯

নতুন বলেছেন: সমাজে ভন্ডামী কমাতে কি কি করা যায় বের করতে হবে....

সবাই ভাল কথা বলে কিন্তু ভাল কাজ কয়জন করে??

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:১৪

সোহেল আহমেদ পরান বলেছেন: খাদ্যে ভেজাল; এ ভেজাল খেয়ে অসুখে ভোগা
ঔষধে ভেজাল; নষ্ট চিকিৎসায় আরো রোগা
রক্তেও নাকি দিচ্ছে ভেজাল!
আমার দেশের হলো কী হাল!!
আসল ভেজাল চিন্তায় রয়; আল্লাহ সুমতি যোগা
---
জানি না ভন্ডামি কবে হবে শেষ। তবে আশাবাদী হতে চাই।
হয়তো পারো না কিছুই।

শুভকামনা

৩| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: মানসিকতার পরিবর্তন না হলে, কোন কিছু অজর্ন সম্ভব নয়।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:১৬

সোহেল আহমেদ পরান বলেছেন: হা দাদা। আর মানসিকতার পরিবর্তনের জন্য প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ আর পারিবারিক পরিমণ্ডলে এর চর্চা ও চাষাবাদ।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৪| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:১৭

বিদগ্ধ বলেছেন:

রক্তে ভেজাল হলে তো মানুষে ভেজাল থাকবেই! B-)
আর মানুষে ভেজাল থাকলে ভেজার রোখার সাধ্য কার? তবে উপায় আছে, সকলে মিলে এর প্রতিরোধ করতে হবে।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:৫৬

সোহেল আহমেদ পরান বলেছেন: আসুন সবাই মিলে কিছু একটা করি।
--
পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা রলো

৫| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খাবটা কি, সব কিছুতেই ভেজাল, মানুষের মনোভাব ইতিবাচক না হলে খাবারে ভেজাল মিসাতেই থাকবে ----

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:০৯

সোহেল আহমেদ পরান বলেছেন: মনের পরিচ্ছন্নতা আর চিন্তার শুদ্ধতার মধ্য দিয়ে উত্তরণ সম্ভব আপা।
--
শুভকামনা রলো

৬| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভেজাল খাইতে খাইতে এখন আসল খাইলে ঝামেলা হয় :(

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৪৩

সোহেল আহমেদ পরান বলেছেন: হাহাহা
তা ঠিক বলেছেন নাজমুল ভাই।
পরিস্থিতি এখন এমনই।

অসংখ্য ধন্যবাদ আপনাকে

৭| ০৫ ই মে, ২০১৫ রাত ১২:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: প্রথমেই প্রয়োজন মানসিকতার পরিবর্তন তারপর কঠোর আইনের প্রয়োগ।

০৫ ই মে, ২০১৫ সকাল ১১:০৩

সোহেল আহমেদ পরান বলেছেন: প্রথমেই প্রয়োজন মানসিকতার পরিবর্তন তারপর কঠোর আইনের প্রয়ো-------------------------------
আপনার সাথে একমত নাহার আপা।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.