নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচিত্র চরিত্রের সন্ধানে…

বিচিত্রতায় উপস্থিত হলেই কেবল বিচিত্র চরিত্রের সন্ধান পাওয়া যায়।

পৃথ্বীর পরিব্রাজক

কিছু প্রস্ফুটিত স্বপ্নের প্রয়াণ, যেখানে স্বাপ্নিক আমি! কারো অযত্নের, অবহেলার ও অনাদরের পাত্র, সেও এই অপরিত্‌যক্ত আমি!!!

পৃথ্বীর পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

শুভ বন্ধু দিবস, ভালো থাকুক বন্ধুরা।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

হঠাৎ ব্যস্ত সড়কে কিংবা এই ভার্চুয়াল জগতে; হারিয়ে যাওয়া মুখগুলো, চমকে দিয়ে বলে দোস্ত কি খবর বল? তখন জানি এক অপার্থিব মায়া এসে আমাদের উপর ভর করে... তখনকার অনুভূতি সত্যিই বলে বোঝানো যাবে না।



আজ বিশ্ব বন্ধু দিবস কিন্তু কাছের বন্ধুগুলো কাছে নেই সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে দেশ-বিদেশের নানান প্রান্তে। আবার কেউবা একই শহরে থেকেও ভিনগ্রহসম দূরত্বে বাস করে।



যাই হোক! যে, যেখানে, যেভাবে থাকুক অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশা করি।

বন্ধু দিবসে বিশ্বের সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।



... বন্ধু দিবসের ইতিকথাঃ

১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে।

জানা যায় ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে।

দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই

ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের

নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর

লক্ষেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। ১৯৯৭

সালে জাতিসংঘ বিখ্যাত কার্টুন চরিত্র ‘উইনি দ্য পোহ’কে ‘ওয়ার্ল্ড

অ্যাম্বাসেডর অব ফ্রেন্ডশিপ’ মনোনীত করে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অনুকরণ বাংলাদেশেও পালিত হয়

বিশ্ব বন্ধু দিবস।(... এই অংশটুকু সংগৃহীত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.