নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচিত্র চরিত্রের সন্ধানে…

বিচিত্রতায় উপস্থিত হলেই কেবল বিচিত্র চরিত্রের সন্ধান পাওয়া যায়।

পৃথ্বীর পরিব্রাজক

কিছু প্রস্ফুটিত স্বপ্নের প্রয়াণ, যেখানে স্বাপ্নিক আমি! কারো অযত্নের, অবহেলার ও অনাদরের পাত্র, সেও এই অপরিত্‌যক্ত আমি!!!

পৃথ্বীর পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজন একটু সতর্কতা

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬

যে দেশের প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বর্ণের উচ্চারণ ও শব্দের যথাযথ প্রয়োগ ঠিক আছে কিনা সেটা জানতে বা নিশ্চিত হতে স্বয়ং নিজেই তাঁর শিক্ষকের সাথে সে ব্যাপারে ফোনে কথা বলেন সে দেশের সংবাদ পাঠক/পাঠিকা প্রতিদিন লাখো দর্শক-স্রোতার সামনে ভুলে ভরপুর বাংলায় সংবাদ পাঠ করে যায়। যেনো মনে হয় দেখার এবং নিয়ন্ত্রণ করার কেউ নেই।

প্রায়শ দেখি এবং শুনি সুদর্শন/সুশ্রী সংবাদ পাঠক/পাঠিকা বলতেছেন "অমুক মন্ত্রী তমুক হসপিটালে জনৈক/জনৈকা অসুস্থ রোগীকে দেখতে গেছেন"। সেদিন টিভিতে একজনকে দেখলাম খ্যাতিমান কবির মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্বরণ করতে গিয়ে কবির নাম ভুল বলতেছেন। যে কবি কোথাও তাঁর নামের আগে কিংবা পরে ফ্যামিলি টাইটেল পর্যন্ত ব্যবহার করতেন না স্রেফ একশব্দে তাঁর নামটাই বলতেন এবং লিখতেন সে কবির নাম অধিক বিশেষণে বলতে গিয়ে ভুল বলা সত্যিই লজ্জাজনক, আবার এ ভুল বলার পর শুধরানোরও যেন কেউ নেই।

একটু সাবধানতাঃ
'অসুস্থ রোগী' না বলে এবং না লিখে, বলবো এবং লিখবো 'রোগী' । কারণ অসুস্থ হলেই সে রোগী। সুস্থকে কখনো রোগী বলা যায় না।

'বীর মুক্তিযোদ্ধা' বলবো না/লিখবো না, বলবো/লিখবো 'মুক্তিযোদ্ধা' । কারণ মুক্তিযোদ্ধার ভেতর বীর আর অ-বীর বলে কিছু নেই। বীর বলেই তাঁরা মুক্তিযোদ্ধা।

'মৃত লাশ' না লিখে/বলে লিখবো/বলবো 'লাশ' । কারণ লাশ মৃতই হয়।

'ছোট ছোট শিশু' না লিখে/বলে লিখবো/বলবো 'শিশু' । কারণ শিশু সবসময় ছোটই হয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ঢাকা ইমপিরিয়াল কলেজে পড়ার সময় নারায়ণ স্যার শিখিয়েছিলেন


শুধুমাত্র এক সাথে না বলে/লিখে আলাদা করে বলতে/লিখতে যেমন হয় শুধু না হয় মাত্র কারণ দুটি শব্দের অর্থ একই




ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য।

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৬

পৃথ্বীর পরিব্রাজক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.