নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিক শুন্য

দিক শুন্য

অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা,আমি ও তাই…

দিক শুন্য › বিস্তারিত পোস্টঃ

আলাপে গল্প

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২১

মনা: প্রেমে পড়ছ???
আমিঃ অনেক আগে,বছর দুইটা হল প্রায়!

মনা:কার???
আমিঃ মন্টি মনো ছিল নাম টা,বিডিএস পড়তো তখন!

মনা:তারপর???
আমিঃ তারপরের কাহিনীটা একটু দুর্বল,যদি ও প্রেমে পড়ার সেকেন্ড খানেক এর মধ্যে আমি ওকে প্রপোজ করি!!
মনা:তারপরে...
আমিঃ ওই বললাম না দুর্বল! প্রপোজ করার পর ''কি হয়ছে তোমার থেকে শুরু হয়ে ফাইজলামি না করে ঘুমা দিয়ে শেষ''।
এরপর উই আর জাস্ট ফ্রেন্ডস ট্যাগ দিয়ে বছর খানেক কাটিয়ে দেয়ার পর একদিন হটাৎ বলে যে আমি তোমার শহরে
এসেছি!! আমাকে আর পায় কে???
মনা:তারপরে??
আমিঃ প্রথম দেখা হল অনেকটা ফিল্মি স্টাইলে, ব্যালকনিতে সে দাড়িয়ে!! আর আমি নিচে....

মনা:আহা আহা মধু মধু,এরপর
আমিঃ তাকে এক ঝলক দেখার জন্য শুরু হতে লাগলো প্ল্যানিং প্লটিং!!
মনা:তারপর
আমিঃ অনেক কাঠ খর পুড়িয়ে পেলাম সে স্বর্ণ মুহূর্ত

মনা:আরে বাহ,, বেশ ইন্টারেস্টিং ত,,,এরপর
আমিঃ এল সে মামার বাসার কড়া পাহাড়া পাড় করে আমার ভালবাসার রাজ্যে।নিয়ে গেলাম চট্টগ্রাম শহরের সবচেয়ে
উপরে!!যেখান থেকে মনে হচ্ছিল আমার ভালবাসার মানুষটা এই শহর,বন্দর,পৃথিবীর সবচেয়ে দামী বিষয়!! যা কে এক
সেকেন্ডের জন্য ও চোখের আড়াল করতে ইচ্ছা হচ্ছিল না!!
এরপর না না ভাবে চলতে লাগলো দেখা হওয়ার প্রক্রিয়া!!
এক দিন এক লেকের ধারে তাকে অনেক করে বললাম ভালবাসি ভালবাসি!! কিন্তু নাহ! সে অনড়! বন্ধুত্ব যে এই
মহাজাগতিক বিশ্বের সবচেয়ে মূল্যবান বস্তু সেটা আমাকে বুঝাতে সে এক চুল পরিমান ভূল করে নি!!
মনা:মেয়ে যথেষ্ট ভাল
আমিঃ কিন্তু ওই যে 'দিল হ্যায় কি মানতা নেহি' !!! তাকে ভালবাসতে কি বাংলাদেশ সরকার অনুমোদিত সীল মোহর
লাগে??
আমি ও চলতে লাগলাম আপন গতিত।।।
একদিন চলে গেল ও ওর শহরে! "
আমাকে আমার শহরেই একা করে দিল মেয়েটা!!!!
এর কিছুদিন পর হটাৎ অফিসের চেয়ারে বসে শুনতে পেলাম তার জীবনে নাকি ভালবাসার ফুল ফুটেছে!!আমি
ভেবেছিলাম নামটা হয়ত আমার হবে!! কিন্তু যে নাম টা সে সেদিন বলেছিল সেটা শোনার পর থেকে আজ পর্যন্ত কানে
বাজছে!! এরপর অনেক সময় লেগেছে পুরো ব্যাপারটা বিশ্বাস করতে যদিও মেনে নেয়াটা হয়ে ওঠেনি এখনো।কিন্তু
বাস্তবতা মেনে নিতেই হবে!
তারপরেও ভালবাসি আমি আমার মনা কে!!
যত দিন যাচ্ছে আমার ভালবাসা তত পরিনত হচ্ছে!!
এতক্ষনে মনে হয় সে ঘুম!!
আমার গল্পের নায়িকা আমার ভালবাসা!!

বিশেষ দ্রষ্টব্যঃ এই কথোপকথন সম্পূর্ণ সত্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.