নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিক শুন্য

দিক শুন্য

অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা,আমি ও তাই…

দিক শুন্য › বিস্তারিত পোস্টঃ

জয় হোক ফুটবলের,জয় হোক মানবতার।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৯

স্যাডিস্টিক পারসোনালিটি ডিস-অর্ডার (SPD), প্রথম বার এই শব্দটি শুনি একটি তেলেগু মুভিতে। যেখানে ভিলেন এই রোগে আক্রান্ত।এই রোগে মানুষের মানসিক স্থিতি পরিবর্তিত হয়ে যায়,যেমন আক্রান্ত ব্যাক্তির সামনে যদি কেউ কাঁদে তাহলে সে খুশি হয়।কেউ মরে গেলে সে আনন্দ পায়! স্বাভাবিক মানুষের মানসিক পরিস্থিতিতে SPD থাকে ৩ থেকে ৪ শতাংশ। আমাদের চারপাশের সবাই এবং আপনি আর আমি ও এর শিকার। ভাবছেন কীভাবে? ভেবে দেখুন আপনার চোখের সামনে কেউ আছাড় খেলো কিন্তু লোকটির কোন ক্ষতি হয় নি তখন আপনি অট্টহাসে ফেটে পড়েন ,কিন্তু যখন লোকটি আঘাত পেয়ে কাতরাতে থাকে তখন আপনার আফসোস হয় । এই ধরনের মানসিক পরিস্থিতি কেই স্যাডিস্টিক পারসোনালিটি ডিস-অর্ডার বলে। কিন্তু এটা সম্পূর্ণ নিজের ম্যান্টালিটির উপর নির্ভর করে যে আপনি হাসবেন নাকি আফসোস করবেন। বর্তমানে নেগেটিভ SPD রোগীর সংখ্যা বাড়ছে।এরা মানুষের দুঃখে নিজের সুখ খুজে নেয়।এদের সামনে কেউ মরে গেলে ও এদের কিছু যায় আসে না। আসলে এসবের সৃষ্টি হয় হতাশা,ব্যর্থতা,গ্লানি,আত্মসম্মান বোধের অভাব,পারিবারিক কলহ,অসফলতার থেকে,যা আজকালের সমাজে অহরহ ঘটনা। এর ফলে মানুষ হারাচ্ছে তার মানবতা। এ অবস্থাতে মানুষের দরকার সঠিক কাউন্সিলিং এর।
আমরা প্রায়ই সবাই এই SPD তে আক্রান্ত,নিজের সফলতার চেয়ে অন্যের অসফলতাই আমাদের চোখে বেশী পড়ে,অন্যের সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে যায়। আমরা প্রতিনিয়তই এর মধ্যে দিয়ে যাচ্ছি।।
সামনে ফুটবল বিশ্বকাপ ২০১৮। গ্রেট শো অন আর্থ। এ উপলক্ষে সারা দেশে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।যার ফলশ্রুতিতে চলছে ট্রলের বন্যা । যার যার সমর্থিত দলের হয়ে চলছে ওকালতি । কে সেরা সে দ্বন্দে জড়িয়ে ছন্দ হারাচ্ছেন অনেকেই। এর ভিতর খুন,আত্মহত্যা,ইঞ্জুরি, হাইকোরটের রিট অনেক কিছুই ঘটে যাচ্ছে। আর কয়েকটা দিন বাদেই শুরু হবে মূল আসর।যেখানে প্রতিটা দলই নিজের করে নিতে চাইবে স্বপ্নের বিশ্বকাপ! বিশ্ব-ফুটবলের সফলতার ইতিহাসে লেখা হবে আরো একটি নাম!!
কিন্তু ব্যর্থ হয়ে যেন আমরা negative SPD গ্রস্থ হয়ে না পড়ি,দ্যা গ্রেট শো অন আর্থ এর মজা এবং উত্তেজনা উপভোগ করি।মনে রাখবেন কারো সফলতা আপনার জন্য অনুপ্রেরনা, হিংসার কারন নয়। আপনার অসফলতার জন্য কোন ভাবেই সফল ব্যক্তি দায়ী নয়।তাই নিজ নিজ দলকে মনে প্রানে সমর্থন দিন,তাদের জন্য প্রার্থনা করুন,তারা যেন সুস্থ ভাবে জয়ীর বেশে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা যেন আরো একবার আনন্দে হারিয়ে যেতে পারি!!

জয় হোক ফুটবলের,জয় হোক মানবতার।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৪০

বিজন রয় বলেছেন: বেশ তো।

পূর্ব সতর্কতা জরুরী।

+++

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯

দিক শুন্য বলেছেন: ধন্যবাদ।
এর জন্য মানবিক কাজে জড়ানো উচিত বলে মনে করি,এতে সম্প্রীতি বাড়বে!

২| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

কাইকর বলেছেন: ভাল বলেছেন

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪০

দিক শুন্য বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: SPD সম্পর্কে জানলাম। আসলে ফুটবল নিয়ে বাড়াবাড়ি অনর্থক বলে মনে করি।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

দিক শুন্য বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! খুবই চমৎকার একটি লেখা।
শুধু ফুটবল বিশ্বকাপ এ নয়, আমাদের সবার ই জীবনের সব ক্ষেত্রে এই SPD গ্রস্থ হওয়া থেকে বিরত থাকা উচিত।
আপনার লেখার মাধ্যমে আমাদের সবার মাঝে ছড়িয়ে থাকা এই SPD সম্পর্কে জানতে পারলাম ভাইয়া।

চমৎকার একটি পোস্ট এবং পোস্ট এর মাধ্যমে পাঠক দের ভালো একটি দিক দেখানোর জন্য দিক শুন্য ভাইয়া কে অনেক ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

দিক শুন্য বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অনুপ্রেরনার দেয়ার জন্য সাথে থাকবেন!

৫| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৬

অর্ক বলেছেন: ভালো লাগলো তথ্যবহুল গুরুত্বপূর্ণ পোস্টটি। অনেকে মাত্রাতিরিক্তভাবে খেলাকে নেয়... আর ফুটবল বিশ্বকাপে এটা সবচেয়ে বেশি হয়। সবাই সচেতন হয়ে উঠুক। খেলা খেলাই... একদল হারবে একদল জিতবে!

আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রচুর ভাবনার খোরাক পেলাম পোস্টে।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

দিক শুন্য বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৬| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: ফুটবল পরে মানবতা আগে।
মানবতার জয় হোক।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯

দিক শুন্য বলেছেন: সাথে থাকবেন

৭| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাত্রাতিরিক্ত কিছুই ভালো নয়। বাংলাদেশের উন্নতি হয় না মাত্রাতিরিক্ত চেতনা আর আবেগের কারণে...

৮| ০১ লা জুন, ২০১৮ রাত ১২:৪২

দিক শুন্য বলেছেন: কিছু বলার নেই!! আবেগ আর ভালোবাসার কাছে বন্দী জাতিটির নাম বাংগালী!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.