নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিক শুন্য

দিক শুন্য

অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা,আমি ও তাই…

দিক শুন্য › বিস্তারিত পোস্টঃ

সমাজসেবা

০৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪৯

গরীবের সমাজসেবা 'ফুটানি',
বড়লোকের সমাজসেবা 'ট্যাক্স ফাঁকি দেয়ার অজুহাত'।
আর মধ্যবিত্তের সমাজসেবা,
'বাপের খেয়ে বনের মোষ তাড়ানো'!!!

প্রায় প্রতিটা শ্রেনীর লোকই সমাজের সেবা করতে করতে ফেনা উঠিয়ে নিস্তেজ!!
কিন্তু সমাজ যে এখনো হাসপাতালের বেডে শুয়ে! দেখভাল করার জন্য তার সন্তানাদি গুলো নেই,সবাই তারা সমাজের উন্নতিতে ব্যস্ত!!
সমাজ এখনো রেল লাইনের ধারে কোন এক বস্তিতে নেশার নামে জয়ধ্বনি দিচ্ছে, সমাজকে আটকানোর তাগিদ কারোর নেই,তাদের বাবা মা গুলো সমাজের নীতি নির্ধারক পদে নির্বাচন করছে!!
সমাজ এখনো অনাহারে দিন কাটাচ্ছে,খাবার দেয়ার কেউ নেই!! কিন্তু সমাজের আড়তদারের গুদামে কয়েক কোটি লোকের খাবার পচেঁ চলেছে!!
সমাজ এখনো শিক্ষার দাড়ে পৌছালো নাহ,তাদের কাছে শিক্ষা পৌঁছে দেয়ার কেউ নেই! কিন্তু সমাজের শিক্ষাবিদদের কাছে এ যেন রুপকথা!!

সমাজের দায়বদ্ধতা শুধু সমাজসেবীদের নয়!! সমাজের দায়বদ্ধতা সকলের!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: আমার যদি প্রচুর টাকা থাকতো। আমি গরীব্দের মাঝে বিলিয়ে দিতাম।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৯

দিক শুন্য বলেছেন: শুধু বিলিয়ে লাভ কি?? আমার কথা হচ্ছে ৫০০ জনের এক বেলা খাবারের জোগাড় না করে অন্তত একটি মানুষ কে এমন ভাবে স্বাবলম্বী করুন যাতে তার আর কোনদিন খাবারের অভাব না হয়!!

২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ভাল বলেছেন :D

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৪০

দিক শুন্য বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.