নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাকৃত জন

একজন সাধারণ মানুষ

প্রাকৃত জন › বিস্তারিত পোস্টঃ

মা, তোর বদনখানি মলিন হলে

২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

আজ মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘’ বদনখানি মলিন হলে’’ নামক একটি কলাম সংকলন পড়ছিলাম যার প্রথম কলামটি ছিল ‘মা, তোর বদনখানি মলিন হলে...’। এখানেই দেখলাম যে আমাদের স্কুলের বাংলাবইগুলোয় জাতীয় সঙ্গীতটি দুইভাবে উপস্থাপন করা হয়েছে। প্রথমটি কবি গুরু যেভাবে লিখেছিলেন আর পরেরটি যে ভাবে গাওয়া হবে মানে কোন বাক্যটি দুইবার গাইতে হবে কোন বাক্যটি অর্ধেক গেয়ে আবার গোঁড়ায় শুরু করতে হবে সেই ভাবে। তার কারণ আমাদের দেশে স্বাধীনতার এতো বছর পরও আমরা জাতীয় সংগীতটি সবাই একভাবে গাই না। তাই শিশুকাল থেকে যদি এটা শেখানো হয় কয়েক বছর পরেই হয়তো সারা দেশে একভাবে গানটি গাওয়া হবে। তিনি সুরের জন্য ইউটিউবের সাহায্য নিতে বলেছেন কিন্তু সেখানে যেয়েই আমি বিপদে পড়ে গেলাম। আমি বইয়ের পাতাটি খুলে এক একটি ভার্সন শুনছি আর লক্ষ্য করছি একটিও বইয়ের বাণীর সাথে মিলছে না। এবং দুর্ভাগ্য একটার সাথে আর একটারও মিল নেই। সুর বাদ দিয়েই বলছি কারণ আমি সুরের তারতম্য বুঝিনা বাণীতেই দেখি বেশ পার্থক্য। কেউ আমের বনের ঘ্রাণে বলছেন কেউ শেষ করার আগে আবার চিরদিন তোমার আকাশ তোমার বাতাস সহ প্রথম অংশটি গাচ্ছেন। কিন্তু সৌভাগ্যের কথা বই অনুমোদিত রুপেও দুএকজন গেয়েছেন । এখন আমাদের কর্তব্য এই অনুমোদিত রূপটি সর্বত্র ছড়িয়ে দেয়া। আর হ্যাঁ, আপনারা অনেকে এটাকে রবীন্দ্র সংগীত হিসেবে শুনতে পছন্দ করেন কেউ বা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন, তাতে আমার কোন সমস্যা নেই। এটা আমাদের জাতীয় সংগীত হলেও এটা একটি রবীন্দ্রসগীত। তাই ভিন্ন ভাবে গাওয়া যাবে না এটা আমি মনে করি না। তবে সেই পরীক্ষার কারণে যদি আমরা সঠিক জাতীয় সংগীতটি ভুলে যায় বা কেউ সন্দিহান হয়ে পড়ে যে কোনটা আমাদের জাতীয় সংগীত তাহলে বেশ সমস্যা। হয়তো কোন অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইতে হবে যিনি প্রধান গায়ক তিনি একভাবে এক কথায় গাচ্ছেন তার সাথের জনই অন্য কথায় গাচ্ছেন। এই পরিস্থিতি আসলে আমাদের কারোরই কাম্য নয়। এই ইউটিউবে আপনি অনেক গুলো ভার্সন পাবেন যা বর্ণনা করা হয়েছে আমাদের জাতীয় সংগীত বলে কিন্তু টা জাতীয় সঙ্গীতের কথা অনুসরন করা হয়নি। এখন কেউ যদি কথিত এই রূপ গুলোকে জাতীয় সংগীত মনে করে টা অবশ্যই পরিতাপের বিষয় হয়ে উঠবে। আপনারা অনেকেই জানেন তারপরও পাঠ্য বইয়ের ওই পৃষ্ঠাটি আমি সংযুক্ত করে দিচ্ছি



এবার আসুন শুনি এই রূপটির সাথে মিলে যাওয়া গানটি।

View this link

আমি আরও কয়েকটা লিংক দিচ্ছি যারা একটু অন্যরকম করে গেয়েছেন

View this link

স্বাগতালক্ষী দাসের কণ্ঠে

এবার বহুল আলোচিত ‘ক্ষ’ ভার্সনView this link

জাগরণের গান

View this link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.