নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ধিক্কার!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫


শহীদুল ইসলাম প্রামানিক

সভ্য মোরা মানব জাতি
গর্ব করি যখন
ছোট্ট শিশুর লাশটি দেখে
প্রশ্ন আসে তখন--

কি দোষ ছিল এই শিশুটির
এই পৃথিবীর বুকে
কি অপরাধে সাগর জলে
মরল ধুকে ধুকে?

রাজনীতিতে করছে কি সে
বিশাল অপরাধ
ধর্ম কর্মে ছিল কি তার
অনেক অপবাদ?

গণতন্ত্রে সমাজতন্ত্রে
ছিল কি তার দোষ
কি কারণে তার উপরে
রাষ্ট্রযন্ত্রের রোষ?

যেই শিশুটি মাকে ছাড়া
চেনে নাকো কিছু
সেই শিশুকে তাড়িয়ে দিতে
রাষ্ট্র লাগল পিছু!!

ধিক্কার জানাই রাষ্ট্রনীতি
ধিক্কার মানব জাতি
যারা মৃত্যু নিয়ে এই জগতে
করছে মাতামাতি।

সেগুন বাগিচা
রাত ১টা ১৬ মিনিট
০৫-০৮-২০১৫ইং

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২

সুমন কর বলেছেন: সত্য বলেছেন।

ভালো লাগা রইলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১১

আমি মিন্টু বলেছেন: চলুক প্রতিবাদ প্রামানিক ভাই ।
ছি ছি ধিক্কার জানাই ওদের
কিরে বেটারা একটু মায়া কি হয় না তোদের ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন মিন্টু ভাই। মানুষ মরে তারপরেও ওদের ভিতরে কোন মায়া আসে না।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
কবির প্রতি সুভেচ্ছা রহিল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এ কে এম রেজাউ করিম। অনেক অনেক শুভেচছা রইল।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধিক্কার জানাই রাষ্ট্রনীতি
ধিক্কার মানব জাতি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। শুভেচ্ছা রইল।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মানবতা প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে, মানুষ দিনদিন পশুতে পরিনত হচ্ছে । মানুষের মধ্যে নেই নৈতিকতা, নেই মূল্যবোধ, নেই অাদর্শ, নেই মানবপ্রেম । ঘৃণা সেই নরপশুদের প্রতি, যাদের জন্য এই শিশু হত হলো, শত শত পরিবার উদ্বাস্তু হলো; প্রাণে মরলো, পৃথিবী দিনদিন বসবাসের অযোগ্য হচ্ছে ।

চরম প্রতিবাদী ছড়া! অনেক ভালো লাগলো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। আপনার গুরুগম্ভীর মূল্যবান মন্তব্য ভাল লাগল। শুভ্চেছা রইল।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

কাবিল বলেছেন: ট্যাংরা মাছ নিয়ে লাফালফি করছিলাম, কিন্তু এই পোস্টটি পড়ে মনটাই কারাপ হয়ে গেল।
প্রতিবাদী ছড়া, চলতে থাকবে প্রতিবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। শুভেচ্ছা রইল।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: এমন তীক্ষ্ণধার কবিতার ছোরা
পাজরে বিঁধল ভাই
মানবতার মুক্তি চাই
বাসযোগ্য পৃথিবী চাই

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

প্রামানিক বলেছেন: বাসযোগ্য পৃথিবীতে এখন প্রতি মুহুর্তে বাঁশ খেতে হয়। কি আর করা।
শুভেচছা রইল।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

আবু সালেহ বলেছেন: ছবিটা দেখে চোখে জল আসে......কি নিষ্ঠুর আমরা....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ছবিটা করুণ, মরার ঘটনা নিষ্ঠুর। মেনে নেয়া যায় না।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮

রানার ব্লগ বলেছেন: আইলানের মত যত অস্বাভাবিক মৃত্যু আছে এর জন্য দায়ীদের অবশ্যই জবাব দিতে হবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানার ব্লগ। বিশ্ববাসীকে জবাব আদায় করা দরকার।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: কোথায় মানবতা!!!!!
ধিক মানবতা, ধিক রাষ্ট্রনীতি!!!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কামরুন নাহার আপা। বিশ্বের মনবাতায় ধিক্কার।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: মানবতা আজ জাগ্রত হবে,যা প্রয়োজনের সময় হয় নি!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৩

রাসেলহাসান বলেছেন: কিছুই বলার নাই! :(

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কিছুই বলার নাই।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ শিশুটি আমারি ছেলে
আইমান তার নাম
জ্বলবে শালার পাষন্ডরা
খোদার জাহান্নাম X((

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ মন্তব্য। ধন্যবাদ

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০

জুন বলেছেন: ছবিটি দেখে কিছু বলার মত ভাষা খুজে পাইনা প্রামানিক ভাই ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: আসলেই খুব হৃদয় বিদারক। ধন্যবাদ জুন আপা।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

আহমেদ জী এস বলেছেন:
প্রামানিক ,




ধিক্কার জানাই সবাই মিলে ......

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.